আজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু কথা বলবো? পাঠঃ-02
আজকে বলবো Digital Business flyer.
flyer? অর্থঃ- মাছি
1.“গ্রাফিক্স ডিজাইন কি ?
গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। গ্রাফিক শব্দটির অর্থ চিত্র বা রেখা।গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন থেকে আয়” .
2.ডিজাইন কি?
ডিজাইন অর্থ নকশা করা। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ একটি ছবি বা চিত্র তৈরি করতে যে নকশা করা হয় তাকেই বলা হয় ডিজাইন। নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক নকশার জন্ম হয়। সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।
Flyer Design : পোস্টার এবং ফ্লাইয়ার ডিজাইন অনেক টা একই কোন কোন পোস্টার a4 সাইজে ও তৈরি করা হয়। ফ্লাইয়ার চাহিদা তুলনামূলক ভাবে অনেক বেশি ফ্রিল্যান্সিং মার্কেটে। চাইলে আপনি এটা দিয়েও শুরু করতে পারেন চাহিদা অনেক কমপিটিশন ও তুলনামূলক ভাবে কম।
আমি STI Graphic Designer Bach:2022 থেকে কাজ শিখেছি।
Post created by @abubakkor for Steemit.com
আমার পর্যালোচনা রেটিং:
কাজের কোয়ালিটি
ক্লাস কোয়ালিটি