আহা রে জীবন || life

in BDCommunity4 years ago

জীবন নিয়ে আসলে লিখতে গেলে, আর কি তিন চারশো শব্দ দিয়ে শেষ করা সম্ভব না । এই শহরের অলিতে গলিতে সব জায়গায় যেন জীবনের গল্প জড়িয়ে আছে। হোক সেটা সুখের, হোক সেটা বিলাসীতার, হোক সেটা জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার, প্রত্যেকটা গল্পই যেন এই শহরের বাতাসে ঘুরপাক খায় ।


এই বৃষ্টির দিনে আমি আপনি যখন কাঁথা মুড়ি দিয়ে,নরম বিছানায় শুয়ে আছি অলসতা যেন কাটতেই চাচ্ছে না, ঠিক সেই সময়ে এই শহরের কোন এক প্রান্তে কিছু মানুষ তার জীবিকার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে । ব্যাপার গুলো আমার কাছে অদ্ভুত লাগে, এ জীবন থেমে থেমে রুপ বদলায় । কারো হয়তো ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে সকাল শুরু হয় আবার কারো হয়তো আগের রাতে পানিতে ভিজে রাখা ভাত এবং কাঁচা মরিচ চিবিয়ে সকাল শুরু হয় । সবকিছু আলাদা হলেও মাথার উপরের নীল আকাশ সবার জন্য কিন্তু একই ।
মাস শেষে তোমার যখন ইলেকট্রিসিটি বিল, এসির বিল ,ডিস বিল ,ইন্টারনেট বিল এসব নিয়ে যখন তুমি চিন্তা করো । তখন অপরপক্ষে আর একটা লোক তার ছেলের স্কুলের খরচ, বউয়ের জন্য একপাতা লালটিপ কেনার জন্য সে হিসাব কষে । সুখ ব্যাপারটা একটা কল্পনা মাত্র, এসির হাওয়া খেয়েও শরীর ঠান্ডা করা যায়, আবার নদীর পাশে ঘরের জানালা খুলে দিয়েও প্রাকৃতিক হাওয়াতে শরীর ঠান্ডা করা যায় ।
ঘুম থেকে উঠে পরিষ্কার কাপড় চোপড় পড়ে কোট টাই লাগিয়ে,চকচকে জুতা পরে যখন কাজের জন্য গন্তব্যে যাওয়া হয় অপরপক্ষে তখন আর একজনের নতুন দিন শুরু হয়, খালি গায়ে লুঙ্গি পরে ঘাড়ে মাছ মারার জালটা নিয়ে জীবিকার জন্য বের হতে হয়। এ জীবন সত্যিই অদ্ভুত ও বৈচিত্র্যময়। মাঝে মাঝে মন চায় খুব কাছ থেকে, এ শহরের মানুষগুলোর গল্প শুনি ।
20200718_155046-01.jpegWhen it comes to writing about life, it is not possible to end with three or four hundred words. The streets of this city are full of life stories. Whether it is happiness, whether it is luxury, whether it is survival by fighting with life, every story seems to revolve in the air of this city.
On this rainy day, when you are lying on a soft bed covered with kantha, laziness does not seem to want to cut, just at that time some people are wandering in one end of this city for their livelihood. Things seem strange to me, this life is slowly changing. Some may start the morning by sipping on a cup of smoked coffee, while others may start the morning by chewing rice and green chillies soaked in water the night before. Everything is different, but the blue sky above your head is the same for everyone.
At the end of the month, when you think about your electricity bill, AC bill, DIS bill, internet bill. Then another man, on the other hand, calculates the cost of his son's school, a one-page red tip for his wifeHappiness is just a fantasy, the body can be cooled by eating AC air, and the body can be cooled in natural air by opening the windows of the house by the river.
Waking up in clean clothes, wearing a coat and tie, wearing shiny shoes and going to work, on the other hand, one's new day begins, one has to go out for a living with a fishing net around one's neck. This life is really strange and varied. Sometimes the mind wants to hear the stories of the people of this city from very close.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.033
BTC 59417.78
ETH 2588.38
USDT 1.00
SBD 2.45