Paddy harvesting season in Bangladesh - বাংলাদেশে ধান কাটার মৌসুম

in BDCommunity4 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন

আশা করি সবাই ভাল আছেন।

IMG_20200525_175051~2.jpg

IMG_20200529_101218~2.jpg

IMG_20200529_101001~2.jpg

বন্ধুরা, এখন বাংলাদেশে পুরোদমে ধান কাটার মৌসুম চলছে।কৃষিপ্রধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত।আর এই ভাত তৈরি হয় বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান থেকে।হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান।এদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ কৃষক ধান চাষের সাথে জড়িত।প্রতিবছর এই দেশে প্রচুর ধান উৎপাদন হয়।আর এই ধানের সিংহ ভাগই আসে গ্রাম থেকে।যেমন এখন গ্রীষ্মকাল।এখন বাংলা জ্যৈষ্ঠ মাস।এখন বাংলাদেশের গ্রামগুলোতে ধান কাটার উৎসব শুরু হয়েছে।বাংলাদেশ এখন ইরি ধান কাটার মৌসুম চলছে।

IMG_20200525_175039~2.jpg

IMG_20200525_175021~2.jpg

IMG_20200529_101132~2.jpg

এদেশের কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে জমিতে ফসল ফলায় করেন।কিন্তু এত কষ্ট করার পরেও যখন কৃষকরা আশানুরূপ সেই ফসল ঘরে তুলতে পারে তখন কৃষকের মুখে হাসি ফোটে।আমি আমাদের গ্রামে দেখেছি অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে।
মহান আল্লাহর রহমতে এবছর কৃষি জমিতে প্রচুর ধান হয়েছে।আমি আমাদের গ্রাম ঘুরে দেখেছি এখন কৃষকরা তাদের জমি থেকে ধান কাটতেছে।
তারা উৎসবমুখর পরিবেশে ধান কাটতেছে।রাস্তার পাশেই তারা ধান মাড়াই করার কাজ করতেছে।অনেকে আবার ধান কেটে বিভিন্ন গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছে।গ্রামাঞ্চলে এখন পুরোপুরি কৃষকদের ক্ষেত থেকে ধান সংগ্রহ করার উৎসব চলতেছে।আমি সম্প্রতি গ্রাম ঘুরে কৃষকদের ক্ষেত থেকে ধান সংগ্রহ করার দৃশ্য গুলো দেখেছি।

IMG_20200529_095953~2.jpg

IMG_20200529_100010~2.jpg

IMG_20200529_101004~2.jpg

দৃশ্যগুলো দেখার সময় আমি কিছু ছবি তুলেছিলাম।ছবিগুলো আমি আমার ব‍্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।

ধন্যবাদ

@mdaminulislam

Sort:  

Bengali language does not supported on steemit my please write English for Spanish.

thanks

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65353.52
ETH 2654.64
USDT 1.00
SBD 2.84