ব্যবহারে বংশের পরিচয়- এখন আর এটা মানা হয় না

in BDCommunity4 years ago

ব্যবহারে বংশের পরিচয়, ছোট বেলায় এই বাক্যটি আমাদের বার বার পড়ানো হতো। বলা যায় এক প্রকার মুখস্ত করানোর চেষ্ট চলতো। কারন আমরা যেন সব সময় আমাদের ব্যবহার এবং কথা বার্তার মাধুর্যতার মাধ্যমে অন্যদের নিকট নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সামর্থ্য হই। আর এক্ষেত্রে সবচেয়ে জরুরী বিষয়টি হলো ভাষা এবং বাক্যের সঠিক ব্যবহার। এই জন্য প্রত্যেকটি পরিবার তাদের সন্তানদের সঠিক ও সুশ্রী বাক্য শিখানোর চেষ্টা করতেন। যাদে শিশুকাল থেকেই আমরা বাক্য উচ্চারনে এবং বাক্য চয়নে কোন ভুল না করি।

man-1156543_1280.jpg
source:

শুধু যে পরিবারের লোকেরাই এ বিষয়টির প্রতি যত্নশীল ছিলেন, তা ঠিক না। বরং আমাদের সময় প্রত্যেকটি শিক্ষক এ ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন এবং আপ্রাণ চেষ্টা করতেন, তার ছাত্র যেন শিক্ষকের সম্মান বজায় রাখতে পারে। আমাদের সময় স্কুলে শিক্ষকরা শুধু পড়া মুখস্ত করানোর চেষ্টা করতেন না, তারা সঠিক শিক্ষাটা দেয়ার চেষ্টা করতেন, যাতে আমাদের মেধা বিকাশে কোন ক্রটি না থাকে। আমাদের প্রতিদিন পালাক্রমে একজনকে বিভিন্ন বিষয়ে উপস্থিত ক্লাসের সকলদের সম্মুখে বই দেখে পড়তে বলতেন, যাতে আমাদের উচ্চারণের সমস্যা সহজেই দূর করা সম্ভব হয় এবং মুখের জড়তা দূর হয়। এরকম অনেক বিষয়ে শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন তখন।

আমাদের সময় ছাত্রদের যোগ্যতা ছিল তার মেধা, তবে শিক্ষকরা যে শুধু ভালো ছাত্রদের পিছনে সময় ব্যয় করতে তা ঠিক না। বরং খারাপ ছাত্রদের পিছনে তারা একটু বেশী নজর দিতেন। একবার আমি বাড়ীর কাজে একটি বিশেষ লেখায় শরীর বানান ভুল করি, তারপর শিক্ষক আমাকে সেই শব্দটি ৫০০ বার লিখে আনতে বলেন। এবং আমি লক্ষ্য করেছিলাম এরপর প্রায় প্রত্যেক দিন শিক্ষক আমার বাড়ীর কাজের খাতায় ভুল খোঁজার চেষ্টা করতেন, যাদে দ্বিতীয় বার আমি বাড়ীর কাজে লেখায় কোন অবহেলা না করি এবং বানানের ব্যাপারে সচেতন থাকি। এটা ছিলো তখনকার শিক্ষকদের অনন্য বৈশিষ্ট্য। যারা সর্বাত্মক চেষ্টা করতেন, ছাত্রদের সকল বিষয়ে সঠিক জ্ঞান দেয়ার।

ব্যবহারে বংশের পরিচয়
পদমর্যাদায় নয়,
কথা বার্তার মাধুর্যতায়
ফুটে উঠতো যার মান।

আধুনিকতার নব্য সংস্করণে
বংশের মান শূন্য,
কদাকার কথা বার্তায়
বিত্তের বড়াই থাকে উর্ধ্বে।

হোক তার ব্যবহার কদাকার
না থাক বংশ পরিচয়,
খুজেঁ দেখে না কেউ
শিক্ষার দৌড় কতদূর!

আসলেই আছে অর্থের জোর
ধার করা নতুন নাম,
এভাবে চলছে সমাজ,
বংশ মর্যাদার কি দরকার?

alone-1869997_1280.jpg
source:

তখনকার দিনে পিতা-মাতা সন্তানের শিক্ষা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতেন, কারন তাদের ভয় ছিলো সন্তান যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তবে বংশের মান থাকবে না, বংশের মর্যাদা নষ্ট হবে। যার কারনে সন্তানের সকল বিষয়ে তারা ছিলেন যথেষ্ট আগ্রহী। আমার এখন স্মরনে আছে, বাবা একটু ব্যস্ত থাকার দরুন আমার বড় ভাইকে ইংরেজী শব্দার্থ পড়াতে বলেছিলেন। কিন্তু বাবা পাশে থেকে সবই নজর রাখতেছিলেন।ভাই হঠাৎ একটা ভুল করে ফেললেন, বাবা সাথে সাথে চলে আসলেন এবং ভাইকে শাস্তি দিলেন। ভুলটা ছিলো তিনি ডগ অর্থ ভুলক্রমে মুখ ফসকে কুত্তা বলেছিলেন। বাবা ঠান্ডা মাথায় ভাইকে শাসন করলেন এবং আমাকে বললেন ডগ অর্থ কুকুর। এরকম সকল ব্যাপারে তারা যথেষ্ট যত্নশীল ছিলেন। যার ফলশ্রুতিতে আমরাও ভাষা এবং ব্যবহারের ব্যাপারে সচেতন হয়ে উঠতে পেরেছিলাম।

কারন একজন মানুষের প্রথম পরিচয় প্রকাশ পায় তারা ভাষার মাধ্যমে, সঠিক শব্দ প্রয়োগের মাধ্যমে, আচরণের মাধ্যমে। আমাদের সময় এগুলোর মাধ্যমে মানুষ নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করতেন। মানুষ তখন এমনিতেই বলতো, ছেলেটা খুবই ভালো, তার ব্যবহার যথেষ্ট ভদ্র, নিশ্চয় তার বংশ অনেক ভালো। যদিও বর্তমানে ভাষার কদাকার ব্যবহার এবং শিষ্টতা বিবর্জিত ব্যবহারের ব্যাপারে মানুষ পুরোপুরি বেপরোয়া। তারা এখন এসব বিষয় নিয়ে চিন্তিত না। বরং সবাই সুন্দর পোষাক, দামী সুগন্ধি, দামী গাড়ী এসবের মাধ্যমে নিজেদের উন্নত বংশের পরিচয় দেয়ার চেষ্টা বৃথা চেষ্টা করেন।

যার ফলশ্রুতিতে বর্তমান সমাজ ব্যবস্থাটাও এই রকম হয়েছে গেছে, বংশ মর্যাদা এখন আর বিবেচ্য বিষয় না, আচার ব্যবহার এখন আর বংশ পরিচয়ের মাধ্যম হিসেবে গন্য হয় না। বরং অর্থ সম্পদ এখন সকল কিছুর শীর্ষে অবস্থান করছে, মানুষ টাকার জোরে নিজের নাম পরিবর্তন করে, নতুন বংশ তৈরী করে।অর্থ দিয়ে সকল কিছু নিজের করে নেয়ার চেষ্টা করে। ভাষার সুন্দর ব্যবহার, সঠিক শব্দের প্রয়োগ, এখন সত্যি অনর্থক হয়ে গেছে!

ধন্যবাদ সবাইকে।

If you do not understand Bengali, you can read the text by Google Translate if you want. Some words about the practice of Bangla language have been shared here.

Thanks all.

222.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

text15.png

Subscribe me on DTube: https://d.tube/#!/c/hafizullah
Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

Connect with Discord: hafizullah#3419

Sort:  

Hi @hafizullah, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by setting us as your witness proxy and/or by delegating STEEM POWER.

20 SP50 SP100 SP200 SP300 SP500 SP1000 SP

JOIN US ON

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63398.53
ETH 2660.51
USDT 1.00
SBD 2.77