S12W5//The fight is pink.

in Comunidad Latinalast year (edited)
20231004_125323_0000.png Edited by Canva

Hello Friends,
Hope you are all fine and healthy. I am also fine by the grace of Almighty. Now I will express my opinion about breast cancer. Breast cancer is known to all.

So, my dear honourable friends let's start the main topic. Besides this I want to invite some of my honourable friends @noelisdc, @sampabiswas and @ripon0630 to join this informative theme.

pink-ribbon-3715346_1280.jpgsource

অক্টোবর মাসের ১৯ তারিখ স্তন ক্যান্সার দিবস। এই তথ্যটি এবং বিষয়টি সমস্ত পৃথিবীতে পরিচিত। আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে জানা উচিত। কারণ একটা রোগ সম্পর্কে না জানা অবশ্যই আমাদের অজ্ঞতার সামিল।

আমাদের জ্ঞানের অভাব ও কুসংস্কারের জন্য প্রতিবছর লক্ষ লক্ষ নারী প্রাণ হারাচ্ছে। শুধুমাত্র একটু সচেতনাতেই পারে এই নারীদের অকাল মৃত্যুর হাত থেকে প্রাণ বাঁচাতে।

কমিউনিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই ধরনের উচ্চ মানসিকতার পরিচয় বহন করা থিম নির্বাচন করার জন্য। আজ একজনের শরীরে একটি রোগ আছে, আগামীকাল আমার পরিবার বা আমার হবে না এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না।

breast-cancer-6701684_1280.jpgsource

আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের ব্যাপারে আমি জানতে পেরেছিলাম যে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে আমার সেই আত্মীয়ের স্তন ক্যান্সার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অবশেষে, মাত্র ৪৭ বছর বয়সেই তিনি পাড়ি জমিয়েছিলেন পরপারে।

কারণ আমাদের দেশের প্রেক্ষিতে এখনো মানুষ কুসংস্কারে নিমজ্জিত। যার ফলে নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে এখনো পর্দার আড়ালে রেখেই হাজার হাজার নারী অকালে প্রাণ হারাচ্ছে।

স্তন ক্যান্সারের কথা শুনলেই মানুষ ভয় পায়। এই ভয়টা পাওয়া একদমই স্বাভাবিক। কারণ ক্যান্সার মরণব্যাধি হিসেবে পরিচিত। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রায় নয়জন মানুষের মধ্যে একজন মানুষের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে।

স্তন ক্যান্সার ও অন্য ক্যান্সারের মতো দ্রুত শরীরে বিস্তার লাভ করে। এ জন্যই মানুষ বেশি ভয় পায়। আমাদের দেশে ও স্তন ক্যান্সারের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশে প্রতিবছর প্রায় ২৪/২৫ হাজার মানুষের শরীরে এই রোগ সনাক্ত হচ্ছে।

এটা থেকে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য জানতে হবে যে স্তন ক্যান্সার কি? কেন হয়? কারা বেশি ঝুঁকিপূর্ণ? কিভাবে নিজেকে এই রোগের প্রকোপ থেকে রক্ষা করা যেতে পারে?

What is breast cancer?
একজন মানুষের শরীরের যে কোনো অংশের কোষ বিভাজন যদি অস্বাভাবিকভাবে হয় তাহলে তাকে ক্যান্সার বলা হয়। যদি এই অস্বাভাবিক কোষ বিভাজন স্থানে হয় তাহলে তাকে স্তন ক্যান্সার বলা হয়।

friendship-day-3104635_1280.jpgsource

স্তন ক্যান্সারের কিছু উপসর্গ আছে, যেগুলো প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষ বুঝতে পারে না। তবে এটা একজন অভিজ্ঞ ডাক্তার সনাক্ত করতে পারেন। এবং এই উপসর্গ কেমন হবে? এটা নির্ভর করে ঐ মানুষের স্তন ক্যান্সার কোন পর্যায়ে আছে।

অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি কেউ তার স্তনে পিন্ড বা চাকা অনুভব করে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। পাশাপাশি চেক আপ করে নিশ্চিত হওয়া উচিত।

সতর্কতা:- স্তনে যদি ক্যান্সের উপসম হয়, তাহলে ব্যথাহীন চাকা হয়। আপনারা অনেককেই দেখে থাকবেন যে ব্যথা হয় স্তনে, এবং এটার জন্য ডাক্তারের কাছে যান পরামর্শ নিতে।

তাছাড়া হতে স্তনে অস্বাভাবিক কোনো লক্ষণ যেযন ক্ষত দেখা যেতে পারে। বোগলে বা গলায় যদি চাকা চাকা দেখা দেয়, এটাও হতে পারে স্তন ক্যান্সারের লক্ষণ।

তবে ডাক্তাররা পরামর্শ দেন, প্রতিমাসে একবার চেক আপ করানোর জন্য। এবং এটার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। এই রোগ সাধারণত নারীদের হয়ে থাকে।

তাই বিশেষজ্ঞ ডাক্তারেরা নিজেকে নিরাপদ রাখার জন্য ও প্রাথমিক একটি পরীক্ষামূলক তথ্য শেয়ার করেন। বিশেষজ্ঞরা আরো বলেন বিশ বছর বয়সের পর থেকেই এই স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন থাকতে হবে আমৃত্যু পর্যন্ত।

কারা স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকে?
যাদের মা ও রক্তের সম্পর্কে থাকা আপনজনদের ক্যান্সার থাকে, সাধারণ মানুষের তুলনায় তাদের বেশি ঝুঁকি থাকে স্তন ক্যান্সারের।

পরিশেষে, একটি বার্তা দিতে চাই যে আসুন সবাই কুসংস্কারের পর্দা থেকে নিজেকে বেরিয়ে নিয়ে আসি। পাশাপাশি লজ্জা ছেড়ে, চিকিৎসা সেবা গ্রহণ করি।

Sort:  
 last year 

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @radjasalman



@radjasalman,

Thank you so much sir, 🙏 for your encouraging support.

 last year 

!category 2

Hola piya, gracias por compartir con nosotros en esta quinta semana, es lamentable que muchas mujeres pierdan la vida por la falta de información y de atención medica, ojalá existiera la forma de darles la ayuda y quimioterapia a todas esas victimas, ayudarles a sobrevivir. Saludos

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Club5050
Bot Free
IA Free
Support #burnsteem25

Determination of Club Status refers to the https://t.me/steem_cotify_bot Telegram bot Application & AI scanning done with https://openai-openai-detector.hf.space/

Verificado en: 04-10-2023

Don’t forget vote @cotina as your witness or setting us as voting proxy!

 last year 

Post agregado a la lista. Sera votado en los próximos minutos.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62228.71
ETH 2419.51
USDT 1.00
SBD 2.57