You are viewing a single comment's thread from:

RE: কৃষকেরা কত কষ্ট করে ধান চাষাবাদ করে । ১০% বেনিফিশিয়ারি @btm-school এর জন্যে [11-09-2022]

আমরা জানি, অনেক কষ্ট করে গ্রাম-বাংলার কৃষক ধান উৎপাদন করেন, সেটা আপনার পোস্ট থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা সবাই বিষয়টা জানি, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা বিষয়টা সেভাবে হয়তো জানেনা।

আপনি পোস্টে কয়েকটা প্রশ্ন করেছেন, তার উত্তরগুলো দিচ্ছি: (এক) বাংলায় এখন ভাদ্র মাস চলে এটা জানা ছিল কিন্তু সঠিক তারিখ জানতে আমাকে গুগল করতে হলো (কেননা আমরা সবাই ইংরেজি তারিখেই অভ্যস্ত, বাংলা তারিখ তেমন আর কোথাও প্রয়োজন হয় না), আজ ভাদ্র মাসের ২৭ তারিখ। (দুই) গ্রামে যখন ছিলাম, এসএসসি/ এইচএসসির সময়ে, তখন আমি নিজেও বাড়ির জমিতে এসব ধানের কাজ করেছি। (তিন) এই সময়ে উৎপাদিত ধানকে আমাদের এলাকায় আউস ধান বলা হয়ে থাকে।

এবার আপনার লেখা নিয়ে কিছু বলি: পুরো লেখাটা মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আপনার লেখায় বারবার অযথা এই (>) চিহ্নের ব্যবহার লক্ষ্যনীয়, এটা পরিহার করবেন। আর শেষে আপনার লেখার ট্যাগগুলো ঠিকঠাক হচ্ছেনা, প্রথম দুটো ট্যাগ অবশ্যই লেখার বিষয় সংক্রান্ত হতে হবে, এরপর বিটিএম, বাংলায় তারার মেলা ও অন্যান্যগুলো দিতে পারেন। যেমন: এই পুরো পোস্টটা ধান নিয়ে লেখা, কিন্তু ধান নিয়ে কোন ট্যাগ আপনি দেননি। কোন শব্দের ইংরেজি না জানলে সেটা গুগলে সার্স দিলেও কিন্তু পেতে পারেন। আশাকরি পরবর্তী পোস্টে বিষয়গুলো খেয়াল রাখবেন।

Sort:  

জি এটা ঠিক যে, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা বিষয়টা সেভাবে হয়তো জানেনা।

মাশাআল্লাহ আপনার ৩টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন । এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

এবং সঠিক উত্তর দিবার জন্য ছোট্ট একটা গিফট থাকবে কিন্তু এখন না । সময় হলে পাবেন ইনশাআল্লাহ

সর্বশেষ কথা । আপনার কমেন্টে শেষ কথা গুলি বুঝতে পেরেছি । ইনশাআল্লাহ চেষ্টা করবো সব সময়

আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ
এবং দোয়া করবেন আর পাশে পাবো সব সময় আশা করি

ইনশাআল্লাহ।

ওকে ভাইজান ইনশাআল্লাহ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58309.71
ETH 2617.30
USDT 1.00
SBD 2.42