You are viewing a single comment's thread from:

RE: সুন্দরবন ভ্রমণ পর্ব-৩। ১0% @btm-school

সুন্দরবন ভ্রমনের আপনার এই ধারাবাহিকটি ভালই হচ্ছে। আগামী পর্বে আশাকরি আরও ভাল কিছু তথ্য পাবো, সেই সাথে আপনার এই ট্যুরের পুরো খরচের ব্যাপারটা শেয়ার করবেন, যেমন: যাতায়াত খরচ, লঞ্চ বা জাহাজের খরচ, বোটের ঘুরে বেড়ানোর খরচ, হোটেলে থাকার খরচ ইত্যাদি। তাহলে আমাদের মধ্যে যারা এখনো সুন্দরবন যায়নি তারাও একটা খরচের আইডিয়া পেয়ে যাবেন। আর রোমেন, সুন্দরবনে গিয়ে স্পেশালি কি কি দেখলেন বা ওই এলাকা থেকে কি কি নতুন অভিজ্ঞতা লাভ করলেন তা জানাতে ভুলবেন না।

আমার বাড়ি সাতক্ষীরা, সুন্দরবনের কাছেই। আমার বাড়ি থেকে মাত্র ৭০ কিলোমিটার। তবে আমি অনেক আগে স্কুল-কলেজে থাকতে ১-২ বার গিয়েছি সেখানে বেড়াত। রিসেন্ট বছরগুলোতে সেখানে অনেক উন্নয়ন হয়েছে, নতুন নতুন হোটেল-রিসোর্ট হয়েছে, সেগুলা আমার দেখা হয়নি। খুব শীঘ্রই আবারও যাবো সেখানে ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 63705.19
ETH 3145.87
USDT 1.00
SBD 2.55