এসো শিখি | লিংকডইন | ব্যবহার ও উপকারিতা (১ম অংশ) | ১০% @btm-school

1.png
Source

লিংকডইন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্রফেশনাল নেটওয়ার্ক বা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে সারা বিশ্বের সব ধরনের প্রফেশনালসদের প্রোফাইল রয়েছে বলেই এটাকে প্রফেশনাল নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এখানে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। প্রথমে পছন্দের কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয়, তিনি একসেপ্ট করলে আপনারা দুজন কানেক্টেড হলেন। এভাবে একজন লিংকডইন ব্যবহারকারী সর্বোচ্চ ৩০ হাজার জনের সাথে কানেক্টেড থাকতে পারেন। আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটা সবার সামনে উপস্থাপন করতে পারবেন। সবাই আপনার বর্তমান এবং পূর্বের চাকরির তথ্য, আপনার শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেইনিং বা বিভিন্ন ডিগ্রির তথ্য জানতে পারেন। তার ফলে চাকুরীদাতাগণ খুব সহজেই আপনার প্রোফাইল দেখে আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পেতে পারেন।

লিংকডইনের মাধ্যমে আপনি আপনার এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন এবং ইন্টারেস্ট অনুযায়ী নিয়মিত দেশ-বিদেশের ভ্যাকান্ড জবের আপডেট পেতে পারেন। খুব সহজেই সেসব জবে এপ্লাইও করতে পারবেন। সেই কোম্পানি যদি আপনার প্রোফাইল পছন্দ করে আপনাকে শর্টলিস্টে রাখে সেটার আপডেটও আপনি পেয়ে যাবেন এই লিংকডইনের মাধ্যমেই। বাংলাদেশসহ সারা পৃথিবীতে বর্তমানে জব সার্স করা, জবে এপ্লাই করা, পছন্দসই অভিজ্ঞ ক্যান্ডিডেট খোঁজা ইত্যাদির জন্য লিংকডইন প্ল্যাটফর্ম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন কোম্পানি বা হেড হান্টিং ফার্মগুলো এখন আর আগের মতো নিউজপেপার অথবা অনলাইন জব পোর্টালে জব সার্কুলার করেনা, তারাও এখন এই লিংকডইন প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে, কেননা এখান থেকে অল্প সময়ের মধ্যে ভালো ক্যান্ডিডেট পাওয়া যায়।

কেউ আপনার সাথে কানেক্টেড হলে বা কেউ আপনাকে ফলো করলে আপনি তার নোটিফিকেশন দেখতে পাবেন। আপনার নেটওয়ার্কের কারো জন্মদিনে, কেউ নতুন জবে জয়েন করলে বা প্রমোশন অথবা কেউ নতুন কোন ডিগ্রি অর্জন করলেও স্পেশাল নোটিফিকেশন পাবেন, তাদেরকে উইসও করতে পারবেন। তাছাড়া বিভিন্ন জার্নাল, ই-লার্ণিং পেজে ফ্রি সাবস্ক্রাইব করে রাখলে তাদের নানা পাবলিকেশনের আপডেট পাবেন সময়ে সময়ে। আপনার ওয়ালে আপনি বিভিন্ন বিষয়ে লিখতে পারেন সেটা আবার আপনার কানেকশনের সবার কাছে পৌঁছে যাবে, তারাও আবার সেই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারবেন। মোটকথা, লিংকডইনে আপনি প্রচুর শিখতে পারবেন।

আলোচনাটা একটু বড়ই হয়ে যাচ্ছে, সুতরাং এক পর্বে পুরোটা কভার করা যাবেনা। আপনারা এর পরবর্তী পর্বে লিংকডইনের আরও গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানতে পারবেন।

সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  

ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন

অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি ২০১৭ থেকে ব্যবহার করি, কিন্তু এখনো রেগুলার ভাবে ব্যবহার করি না। মাঝে মাঝে ব্যবহার করি

রেগুলার ব্যবহার করবেন, অনেকের সাথে নেটওয়ার্ক স্থাপন করবেন, নিয়মিত ব্যবহার করলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।

 2 years ago 

লিংকডইন অনেক দিন ধরেই ব্যবহার করা হয় কিন্তু এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানলাম আজকে। ধন্যবাদ ভাইয়া

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
পরের পর্বে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

 2 years ago 

অসাধারণ তথ্য তুলে ধরেছেন? আপনি কি ফ্রিলান্সিং করেন? ভাইয়া!

ধন্যবাদ ভাই।
না, আমি ফ্রিল্যান্সিং করিনা।
কর্পোরেট জব করি এবং একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি।
আর স্টিমিটে আমিও একেবারে নতুন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64166.71
ETH 2765.60
USDT 1.00
SBD 2.72