ফটোগ্রাফি | জাতীয় সবজি মেলা | ফার্মগেট, ঢাকা (১ম পর্ব) | ১০% @btm-school

IMG_20180115_123203.jpg

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহযোগীতায় রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে (কেআইবি কমপ্লেক্সের পাশে এবং ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অপোজিটে) গত কয়েকবছর ধরে জাতীয় সবজি মেলা ও প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে।

IMG_20180115_123411.jpg

IMG_20180115_123911.jpg

মেলাটি সাধারণত শীতের শেষে তথা জানুয়ারী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী নানা সংস্থা অংশ নিয়ে থাকেন। তাদের স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও সবজির প্রদর্শনী থাকে।

IMG_20180115_123523.jpg

IMG_20180115_123213.jpg

সেখানে বিভিন্ন ধরণের সবজির চারা, গাছ ও পরিপক্ক সবজির দেখা মেলে। বিভিন্ন রং-বেরংয়ের শাক-সবজি দিয়ে সাজানো থাকে পুরো চত্বর। সবজি দিয়ে বানানো একটা উচু টাওয়ার থাকে যেখানে বিভিন্ন সবজি স্থান পায়। এই মেলায় প্রচুর ভিড় জমে নানা বয়সী মানুষের। বিশেষ করে ইয়াং জেনারেশন ও শিশুদের সমাগম চোখে পড়ে।

IMG_20180115_123657.jpg

IMG_20180115_124434.jpg

এ প্রজন্মের শিশুরা অনেকেই এসব দেশী শাক-সবজি সম্পর্কে তেমন কিছুই জানেনা। কোন সবজি কিভাবে জন্মে, কোন সবজির গাছ দেখতে কেমন, এমনকি কোন সবজি কেমন সেসব বিষয়ে হাতে-কলমে মেলায় এসে জানতে পারে।

IMG_20180115_124804.jpg

চলবে... বাকি অংশ আগামী পর্বে জানতে পারবেন।
সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আমিও গিয়েছিলাম, সামনের পর্বগুলো জানতে চাই।

হুম, আগামী পর্বে এটা শেষ হবে, সেখানে আপনার জন্য চমক রয়েছে!

 2 years ago 

বাহ, অপেক্ষায় রইলাম।

হুম! 👍

আমি অনেক সবজি চিনিনা ওখানে জাওয়া উচিত

হুম, আপনার তো অবশ্যই যাওয়া উচিত।
ওখানে গেলে মোটামুটি দেশ-বিদেশের সব ধরনের শাক-সবজি সম্পর্কে ভালো আইডিয়া পাবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15