বাংলায় তারার মেলায় আমার পরিচিতি সমন্ধে পোস্ট। ১০% বেনিফিসিয়াল @btm-school এর জন্যে (০৪-০৯-২০২২)

in বাংলায় তারার মেলা2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা,

বন্ধুরা আমি ইমন হাসান, স্টিমিট এর সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ,আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়াই আলহামদুল্লিলা ভালো আছি । আমি স্টিমিট এর নতুন একজন সদস্য। আমার ছোটবেলা বা শৈশব কাল থাকেই থেকেই বিভিন্ন ধরণের বই গল্প , প্রবন্ধ, উপন্যস পড়তে এবং লেখালিখি করতে ভালবাশি এবং ছবি আঁকা আকি আমি খুব পছন্দ করতাম। আমি এগুলোকে অনেক ভালোবাসি। তাই আমি অনেক খুশি যে, আমি স্টিমিট এর মতো এমন একটি লারনিং ও আরনিং প্লার্টফর্ম এ যুক্ত হতে পেরেছি।এই স্টিমিট এর মাধ্যমে আমি আমার পতিভাকে কাজে লাগানোর উত্তম পরিকল্পনা মনে করছি।

আমার পরিচিতঃ-

Steemit.jpg

আমি মোঃ ইমন হাসান আমি মধ্যবিত্ত বাঙালি ঘরের একজন সাধারণ ছেলে । ১৯৯৯ সালের ৩০ -এ নভেম্বের মাসে আমার জন্ম। আমি ২৩ বছরের একজন যুবক এবং আমি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলা চৌগাছা থানা থেকে এসেছি। বর্তমানে আমি আমার বাবা মায়ের এর সাথে অনেক সুখে সান্তিতে আসি । আমি গ্রামের ছেলে এবং আমি গ্রামেই বসবাস করছি। আমি একজন গ্রামীণ মানুষ এবং প্রকৃতির সাথে আমার বেরে ওঠা এবং আমি প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসি। ছোটবেলা থেকেই গ্রাম ও গ্রামের সকল প্রকার প্রাকৃতিক সুন্দর্য আমাকে মুগ্ধ করতো তাই হয়তো এখন গ্রামের এই মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সুন্দর্য ছাড়া আমি থাকতে পারিনা। আমি আমার পরিবারের একমাত্র পুত্র সন্তান এবং আমার বাবা পেশায় একজন কৃষক। আমি যশোর জেলার সুনামধন্য সরকারি এম.এম. কলেজে কলেজে অধ্যায়নরত, এবং আমি মার্কেটিং এ বি বি এ করছি ।আমি বর্তমানে স্টিমিট প্লাটফর্ম এ কাজ করার আগ্রহ প্রকাশ করছি।

আমার শখ ইচ্ছাঃ-
প্রত্যেক মানুষেরই তার নিজস্ব কিছু ভিন্ন ভিন্ন ইচ্ছা ও শখ থাকে আমিও তার বিপরীত নোই , তেমনি আমার জীবনেও কিছু বিশেষ শখ আছে যেমন আমার খেলা করা এবং দেশ বিদেশ সম্পর্কে জানা এবং ভ্রমণ করা আমার শখ ।এই কারনে আমি ভ্রমণ করতে অনেক ভালোবাসি । আমার অনেক স্বপ্ন আমি আমার নবীজি হযরত মুহাম্মদ (সঃ) এর দেশ ও রওজা ভ্রমণ করা। এবং সেই সাথে মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান গুলি ভ্রমণ করবো এবং উপভোগ করবো তা যেন স্তীমিত এর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে পারি ।

আমার প্রিয় খেলাঃ-
শৈশবকাল থাকেই বাস্তবিক ভাবে আমার খেলাধুলার উপর তেমন কোনো আকর্ষন বা নেশা নেই বললেই চলে। তবে বাল্য কাল থাকেই আমি বন্ধুদের সাথে মাঝে মধ্যে একসাথে খেলা করতাম ।বন্ধুদের সাথে খেলা ধুলা করতাম আর আন্নান্দ উল্লাশ করতাম সেই দিনগুলিতে আমার জীবনের সবচাইতে আনন্দের দিন ছিল । তবে আমার প্রিয় খেলা ফুটবল । আমি যখন ছোট তখন থেকেই ফুটবল খেলা করতে এবং দেখতে অনেক ভালোবাসি। মাঝে মধ্যে কখনো পাড়ার মাঠে আবার কখনো খেলার মাঠে মাঠে কখনো আবার স্কুল মাটে খেলা করতাম আমি ও আমার প্রিয় বন্ধুরা মিলে, এখনো সেই দিন গুলির কথা মাঝে মধ্যে ভাবি । ভাবলে আমার মনের মধ্যে ভাল লাগা অনুভব হয় এবংমুখের কনে মুসকি হাসি ফুটে ওঠে। এখন বয়স বাড়ার সাথে সাথে এবং সময় এর সাথে সাথে কাজের চাপের কারণে এখন আর খেলা ধুলা করা হয়ে ওঠে না । তবুও আমাদের এলাকাই যে খানে খেলা হয় যেখানেই ফুটবল খেলা দেখি আমার মন ছুটে চলে যাই এবং মনে হয় আবার যদি সেই বাল্যকালের দিন গুলি ফিরে পেতাম কত ভালোই না হতো তাহলে । ফুটবল ছাড়াও আমার ব্যাডমিন্টন, ক্রিকেট ক্যারাম বোর্ড খেলা খুব ভালো লাগে।এই খেলা গুলা আমার খুব ভালো লাগার এক অন্ন রকম অনুভতি এটাই আমার আবেগ।

ক্রিপ্টো কারেন্সি সম্মন্ধে ধারণাঃ-
ক্রিপ্টো কারেন্সি সম্মন্ধে আমি তেমন বেশি কিছু জানিনা তবে ধীরে ধীরে ক্রিপ্টো সম্মন্ধে আমার ধারণা এখন কিছু টা বেড়েছে। আমি আগে ক্রিপ্টো কারেন্সি বলতে বিটকয়েনকেই মনে করতাম তার কারন আগে বিটকয়েন ছাড়া অন্য কয়েনের পরিচিতি আমাদের মধ্য ছিলো না। আমার চেনা পরিচিত অনেকেই ক্রিপ্টো নিয়ে কাজ করে তাদের থেকে আমি কিছুটা ধারণা পেয়েছি। ক্রিপ্টো হলো আসলে মুদ্রাকে গ্লোবালাইজে সাহায্য করে বা এক জনের থেকে অন্ন জনের কাছে ভার্চুয়াল মুদ্রা হিসেবে ভুমিকা রাখে। আশাকরি আমি স্টিমিট এ কাজ করতে করতে ক্রিপ্টো কারেন্সি সম্মন্ধে আরো অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবো বলে মনে করছি ।

আমি স্টিমিট সম্পর্কে কি ভাবে শুনেছিঃ-
আমি স্টিমিট সম্পর্কে অল্প কিছুদিন আগে শুনলাম আমার চেনা পরিচিত কয়েক জন কে আমি জানি তারা অনেক দিন জাবত স্টিমিট এ কাজ করছে । আর আমি তাদের থেকে অনুপ্রেনিত হয়ে স্টিমিট এ কাজ করার আগ্রহ প্রকাশ করছি । অনেকেই আছে যারা অনেক দিন ধরে স্টিমিট এ তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরে আসছে এবং তারা অনেক ভালো ইনকাম করছে। তারাই আমাকে স্টিমিট সমন্ধে সীমিত ধারণা দিয়েছে এবং অনুপ্রেনিত করেছে । তাছাড়াও গুগল ও ইউটউব থেকেও আমি স্টিমিট সম্মন্ধে আরও ধারণা নিয়েছি । আমি জানতে পারছি নিজের প্রতিভা কে স্টিমিট প্লাটফর্ম এর মাধ্যমে বিকশিত করছে এবং পাশাপাশি নিজেদেরকে অর্থনৈতিক ভাবে সমবৃদ্ধ করে তুলছে। আমি মনে করি সবার ভালোবাসা থাকলে আমিও স্টিমিট এর মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ ।

আল্লাহ হাফেজ
ধন্যবাদ

Sort:  

আপনার পোষ্টে মাধুর্য্য মেশানো আছে, আপনার লেখার মধ্যে অনেক নতুনত্বের গন্ধ পাচ্ছি। আপনার পরবর্তী লেখার জন্য অপেক্ষাতে থাকব।

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য।

আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
আপনার লেখার হাত বেশ ভালোই, আরেকটু চেষ্টা করলে অবশ্যই আপনি আরও ভালো ভালো লেখা লিখতে পারবেন। আর বানানের প্রতি একটু খেয়াল রাখবেন।

আরেকটা বিষয়, কোনভাবেই কপিরাইট সম্বলিত লেখা এবং ছবি ইউজ করা যাবেনা। তবে, কিছু কপিরাইট ফ্রি সাইট থেকে আপনি ছবি ডাউনলোড করে পোস্টে ইউজ করতে পারবেন, তবে সেটার সোর্স উল্লেখ করতে হবে।

বুঝতে না পারলে নক দিবেন।

জি ভাইয়া আপনার কমেন্ট টা ভালো লাগলো । ভাইয়া ইনশাল্লাহ পরবর্তী পোস্ট গুলো আরও ভালো করার চেষ্টা করবো ।

জী, ধন্যবাদ।

 2 years ago 

আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো । প্রথম দেখায় মনে হয়েছে আপনার লেখা হাত অনেক ভালো। আশাকরি রেগুলার পোস্ট করবেন ।

ভালোবাসা নিবেন ভাইয়া, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এভাবে।সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ভালো পোস্ট দিতে পারবো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 95444.49
ETH 3354.43
USDT 1.00
SBD 3.15