অভিশাপ (পর্বঃ০২)। ''বাংলায় তারার মেলা''। ১০%@btm-school
কিছুদিন পর স্টিফেন আবারো একদিন ম্যালিফিসেন্টের কাছে আসে এবং বার বার সে সেখানে আসতে থাকে । এক সময় তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। ম্যালিফিসেন্টের ১৬ তম জন্মদিনে স্টিফেন তাকে একটি ট্রু লাভ কিস দেয়। এরপর অনেক দিন স্টিফেন মর্সে আসে না। সে তার লক্ষ্য পূরণের উদ্দেশে চলে যায়।
অপরদিকে ম্যালিফিসেন্ট বড় হয়ে অনেক শক্তিশালী হয়ে যায় এবং সে মর্সের রক্ষিদার হয়ে যায়। কিন্তু সে নিজেকে অনেক একা অনুভব করতো । সে স্টিফিনের কথা ভাবতো সবসময়। কিন্তু ম্যালিফিসেন্টের মানুষের লোভ সম্পর্কে কোন ধারনা ছিলোনা । একসময় হিউম্যান বা মানুষের রাজত্বের রাজা হেনরি যখন ক্রিয়েচারদের এবং মর্সদের পাওয়ার সম্পর্কে জানতে পারলো লোভি রাজা হেনরি তার সৈন্য নিয়ে মর্সে আক্রমন করতে আসে। ম্যালিফিসেন্ট রাজা হেনরিকে তার সৈন্য নিয়ে ফিরে যেতে বলেন। কিন্তু লোভী হেনরি বলল রাজা কখনো অন্য মানুষের আদেশ শুনে না। তারপর রাজা হেনরি ম্যালিফিসেন্টকে নিয়ে তার সৈন্যদের সাথে মজা শুরু করেন। তখন ম্যালিফিসেন্ট বলল তুমি আমার কাছে কোন কিং না। হেনরি এতে রেগে গিয়ে তার সৈন্যদের ম্যালিফিসেন্টকে মেরে ফেলার আদেশ দেয়। ম্যালিফিসেন্ট গাছপালা দিয়ে তৈরি তার সৈন্যকে ডাকে এবং তারা হেনরির সৈন্যদের আক্রমন করে। আক্রমনের মধ্যে ম্যালিফিসেন্ট হেনরির কাছে চলে যায় কিন্তু হেনরি তার লোহা দ্বারা ম্যালিফিসেন্টকে আঘাত করে এবং সে তার সৈন্য নিয়ে তাদের রাজত্বে পালিয়ে যায়।
রাজা হেনরি তার রাজ দরবারে জাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তারপর সে ঘোষণা করে যেই ব্যক্তি ম্যালিফিসেন্টকে মেরে ফেলতে পারবে এবং তাকে আক্রমনের প্রতিশোধ নিতে পারবে রাজা হেনরি তাকে তার পরিবর্তে রাজা হিসেবে ঘোষণা করবে। রাজা হেনরি আরও বলল তার মেয়ের সাথে তাকে তিনি বিয়েও দিবেন। স্টিফেন তখন রাজ দরবারে কাজ করতো। সেও এই ঘোষণা শুনে নেয়। এরপর স্টিফেন ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে যায়। ম্যালিফিসেন্ট তাকে এতো বছর পর দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা অতীতের কথা বলতে থাকে।
কথা বলতে বলতে স্টিফেন ম্যালিফিসেন্টকে জল খাওয়ার জন্য জল দেয়। সেই জল খেয়ে......
(চলবে....)
ভালোভাবেই গল্প এগিয়ে চলেছে... চলুক!
জি ভাইয়া
এই রকম আরও গল্প শুনতে চাই, খুব ভালো লাগলো।
জি ভাইয়া এইটা শেষ হলে আরও দিবো
যদিও আমি ভাল গল্প বলতে বা লিখতে পারি না তবে শুনতে ভাল লাগে বিশেষ করে এই ধরণের গল্প গুলো শুনতে মজা লাগে।
এই গল্পটা পরবেন ভাইয়া এইটা অনেক সুন্দর
হাঁ আপু আমার ভাল লাগছে গল্পটা
গল্পটা অনেক ভালো লাগলো
পরের পর্বের জন্য অপেক্ষা করছি
খুব তাড়াতাড়ি দেবেন আশা করি
জি ভাইয়া
ওকে আপু