গুরুত্ব পর্ব -১ !! "বাংলায় তারার মেলা "|| ১০% @btm-school
গুরুত্ব!
নমস্কার,
আশাকরি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি।
আজ আমি আমার গল্পের ডাইরি থেকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা আমার মনের খুব কাছের একটা গল্প। আগে আমি কোনো দিন কোনো জায়গায় শেয়ার করিনি। এই প্রথম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশাকরি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
source
ভালোবাসা! সবার জীবনেই আসে কোনো না কোনো সময়। কিছু ভালোবাসা পূর্ণতা পাই, আবার কিছু ভালোবাসা অপূর্ণ অবস্থায় থেকে যাই, কখনোই পূর্ণতা পাইনা। ঠিক তেমনি আমার কাহানি যেটি কখনোই পূর্ণতা পাইনি। আমি হলাম আকাশ, একজন অতি সাধারণ একজন মানুষ। আমি পড়াশুনাই অনেক মেধাবী হওয়ার সাথে সাথে খুব ভালো গান ও গাইতে পারি। আমার দেখতে এভারেজ বলাই চলে। সবে সবে ইউনিভার্সিটি তে ভর্তি হয়েছি।
ইউনিভার্সিটির আমার প্রথম দিন। খুবই এক্সসাইটমেন্ট, জীবনে প্রথম ইউনিভার্সিটি যাওয়ার। প্রথম দিনেই আমি কিছু ইউনিভার্সিটির দাদা দের রাগিং এর সম্মুখীন হয় এবং তারা আমাকে উটবস করাই। ঠিক তখনি আমি দেখতে পাই নন্দিনী কে, আমাকে দেখে খুব হাসাহাসি করতে। এক অপুরূপ তার সুন্দর্য, আধুনিক যুগের একটি মেয়ে। একপলকেই তাকে দেখে আমার ভালো লেগে যাই কিন্তু কিছু বলে ওঠা হয়না। সে কখন আসবে তাই ভেবে আমি প্রতিদিন ক্যাম্পাস এর সিঁড়িতে বসে থাকতাম শুধু তাকে একঝলকে দেখার জন্য।
সে যেখানেই যেত আমি তার পিছু পিছু যেতাম আর আড়াল থেকে তাকে চুপিসারে দেখতাম । কিন্তু তাকে কখনো আমার উপস্থিতি অনুভব করতে দিতাম না। আমি একজন এভারেজ সাধারণ ছেলে তার কি আমার পছন্দ হবে, এটা ভেবে খালি আমি এক পা বাড়াতাম তো ২ পা পেছনে পেছাতাম । একদিন ভাবলাম বলেই ফেলি তাকে, তার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিন ইউনিভার্সিটি ক্যান্টিনে তাকে চিঠি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তার বন্ধুদের সামনে তার হাতে দিতে পারলাম না নন্দিনীর পায়ের কাছে চিঠিটা ফেলে চলে আসলাম। পরের দিন ইউনিভার্সিটিতে ঢুকতেই দেখতে পাই নন্দিনী ও তার বন্ধুরা চিঠিটা নিয়ে হাসা হাসি করছে। আমি অনেক দুঃখের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ি। ভাবতে থাকি যেখানে সম্মান নেই, যেখানে আমার কোনো গুরুত্ব নেই সেখানে থাকার আমার কোনো প্রশ্নই নেই। তাই আর কখনোই তার সম্মুখীন হওয়ার চেষ্টা করি না তার পর থেকে।
আজ এখনই শেষ করি। পরবর্তীতে পর্বে আমরা আকাশ এর এক নতুন রূপের সাথে পরিচিত হবো।
ধন্যবাদ!
ভাগনে তোমার প্রেম কাহিনি আমাকে বেশ আবেগ তাড়িত করেছে। খুব ভালো লেগেছে। ভালো লেখা। দুই এক জায়গায় বানান ভুল আছে। আশা করি শুধরে নিয়ে আবার তোমার কাহিনির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। ভালো থেকো।
অনেক অনেক ধন্যবাদ মামা।
খুব সুন্দর হয়েছে ভাইয়া!!
পরবর্তী পর্বের অপেক্ষায়,
অসংখ্য ধন্যবাদ মুনমুন আপু ।
বাহ খুব সুন্দর কাহিনী তো পরে অনেক ভাল লাগল
অনেক ধন্যবাদ দাদা ।
কাহিনীটা তা অনেক জোস
আচ্ছা তাইনাকি।
হটাৎ করে ভাবলাম এটা একটা কাহানি হতে পারে তাই লিখে দিলাম ।
হ্যাঁ অসাধারণ হয়েছে