সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত | 10% @btm-school
'শিক্ষিত' মানুষজনকে আমি পছন্দ করি। এদের সাথে মেলামেশা করতে আমার ভালো লাগে, এদের সাথে থাকতে ভালো লাগে, এরা যখন কথা বলে তখন এদের ব্যাক্তিত্বের দিক গুলো বোঝা যায়। এদেরকে দূর থেকে দেখতেও আমার ভালো লাগে।
আমি কাউকে অশিক্ষিত বলছি না। আমার কাছে শিক্ষিত তারাই 'যারা জায়গা বুঝে কথা বলতে জানে, মানুষকে সম্মান দিতে জানে, যেকোনো পরিস্থিতি বুদ্ধিমত্তা খাটিয়ে সমাধান করতে জানে, নিজেকে গুছিয়ে রাখতে জানে, যারা মানুষকে আপন করতে পারে, আর সুন্দর আচরণ করতে জানে।' এগুলো পারিবারিক শিক্ষাও বটে, পুথিগত বিদ্যার সাথে পারিবারিক শিক্ষা ওতোপ্রোতো ভাবে জড়িত। দুটোকেই প্রাধান্য দিয়ে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে জাতি যত উন্নত, সে তত শিক্ষিত। পুথিগত বিদ্যায় শুধু না, পারিবারিক শিক্ষাতেও। তবে আমাদের দেশে এই মূল্যবোধ খুব বেশি উন্নত না বলেই আমারা এখনো সেই স্থানে যেতে পারিনি। তাই আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজেকে সুন্দর ভাবে তৈরি করতে পারি, তবেই আমার বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়াতে পারবো বলে মনে করি। সেই সাথে সমাজে এই রকম যাঁরা ব্যাক্তিত্ব আছে, তাদের কদর এবং সম্মান করতে হবে বলে আমি মনে করি।
এই শিক্ষাগুলো আসলে 'পরিবার হতে আসে,পরিবেশ হতে আসে বলেই পরিবার এবং পরিবেশ দুটোই খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে, নিজের মানসিকতা থেকেও আসে' প্রাতিষ্ঠানিক শিক্ষা এগুলোকে আরো সুন্দর করে তোলে। আমার কাছে শিক্ষিত মানুষজন সবচেয়ে বেশি সুন্দর। ❤️
সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।
খুবই সুন্দর একটা লেখা লিখেছেন অনিক!
তবে লেখার কন্টেন্ট আরও একটু বাড়াতে হবে, এ ধরনের লেখার ক্ষেত্রে মিনিমাম ২৫০ ওয়ার্ডের লেখা হতে হবে। আর ফটোগ্রাফি পোস্টের ক্ষেত্রে ফটোর সাথে সাথে মিনিমাম ১০০ ওয়ার্ডের লেখা থাকতে হবে।
এভাবেই লেখা চালিয়ে যান।
শুভ কামনা।
অনিক ভাই ধন্যবাদ আপনাকে। আপনার লেখাটায় অনেক সুন্দর যুক্তি এবং ভাষাবোধের প্রাচুর্য আছে। নিয়মিত লিখবেন আশা করি।
অনিক ভাইয়া সত্যিই দারুন লিখেছেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি। এক কথায় অসাধারণ !
অনিক ভাই, আপনার পোস্ট এর লেখাগুলো খুবই ভালো ছিলো, কিন্তুু আপনাকে মনে রাখতে হবে যে একটা ফটোগ্রাফি পোস্ট এর জন্য মিনিমাম ১০০ ওয়ার্ড এর লেখা লিখতে হবে আর মিনিমাম ৩ টা ছবি শেয়ার করতে হবে। কিন্তুু আপনার এ পোস্টটি কোনো ফটোগ্রাফি পোস্ট নয়। ফটোগ্রাফি পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট করলে মিনিমাম ২৫০ ওয়ার্ড লিখতে হয় আপনি ২৫০ ওয়ার্ড লিখেন নাই। আশা করি এ ধরনের ভুল আর করবেন না। কমিউনিটির রুলস গুলো ফলো করুন। ধন্যবাদ
দারুন লিখেছেন!
আপনি বরাবরি ভাল লিখেন অনিক দাদা একসাথে দীর্ঘ সময় কাজ করার সুবাদে এইটা আমি জানি।