রোযনামচার পাতা থেকেঃ- ০২||১০%@btm-scool
মেয়ে জীবন।
আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোওয়ায় ভালো আছি।
গত শুক্রবারে আমার ছোট বোনের বিবাহ গেল।
একটা মেয়ের বিবাহের আগের ও পরের অবস্থা সম্পর্কে আজ কথা বলবো। মানুষ প্রাকৃতিকভাবেই বেড়ে উঠে তার মা-বাবার কোলে।
(কারো ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটে)
ছেলে হোক বা মেয়ে হোক, তার শিশুকাল কাটে মা-বাবার কোলে। অতপর কিছুটা পরিবর্তন আসে, কেউ জন্মভূমিতেই বেড়ে উঠে, আবার কেউ অন্য কোথাও। যেমনঃ নানার বাড়ি, বা অন্য কোন আত্মীয় বাড়িতে।
কিন্তু স্বাভাবিক ভাবে সবাই বাবার বাড়িতেই বেড়ে উঠে।
বাবার বাড়ির সকল মানুষ এর সাথে রক্তের বাধন তৈরি হয়। বাড়ির প্রতিটি বস্তুর সাথে গড়ে উঠে এক নিবিড় সম্পর্ক।
তো ছেলের জীবন এ ক্ষেত্রে অনেক আনন্দের।
কিন্তু একটা মেয়ের জীবন এ ক্ষেত্রে অনেক কস্টের।
উপরে যা বললাম তা বিবাহ নামের এক বন্ধনে আবদ্ধ হয়ে নিমিষেই ছেড়ে চলে যেতে হয় অন্যের বাড়ি।
সকল মায়া মমতা চিরদিন এর জন্য ছেড়ে দিতে হয়, এমনকি সংস্কৃতিও, দেখবেন মেয়েটা কোন এক সময় তার বাবার বাড়ির ভাষা পর্যন্ত ভুলে শ্বশুর বাড়ির ভাষাটাকে গ্রহণ করে নেয়।
বাবার বাড়ির প্রতিটি মানুষের ও বস্তুর মায়া মমতা তো ছাড়তেই হয়।
সকল আদেশ নিষেধ মানতে হয় অন্য একটি অপরিচিত ছেলের।
অথচ লালন পালন করে বড় করে মা-বাবা। এক আজীব লিলা খেলা! যা ছেলে বা পুরুষ জাতি কখনো মেনে নিতে পারবে না। এটা একমাত্র মেয়েরাই পারে, আল্লাহ তাদের এ ক্ষমতা দিয়েই বানিয়েছেন।
তাই যারা স্ত্রী মানেই আমার হুকুমের দাস মনে করেন, তাদের বলবো একটু
থামুন!
ভাবুন!
তারা কী ছেড়ে এসেছে শুধু আপনার জন্য? সব বিলিয়ে দিয়েছে শুধু আপনার জন্য।
আর মেয়েদের বলবো, আপনারা হলেন একটা ছেলের দুনিয়ার জান্নাত আবার জাহান্নামও।
যদি তার আনুগত্য করেন তাইলে আপনার জন্য রয়েছে কল্যান, সাথে ছেলেটা হবে (দুনিয়ার)জান্নাতি।
আর যদি তার অবাধ্য হোন, তাইলে ছেলেটা ভুগ করবে জাহান্নামের ভোগান্তি।
তাই আসুন, সবাই এক হই।
ছেলে! তোমাকে বলছি!
মেয়ে হল তোমার মা।
মেয়ে হল তোমার স্ত্রী।
মেয়ে হল তোমার বোন।
মেয়ে হল তোমার সন্তান।
তাই মেয়েদের মর্যাদা করতে শিখুন।
খুবই ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই।
নারীর সন্মানের বিষয়ে আমাদের সবারই সচেতন হওয়া জরুরী। কোনভাবেই যেন নারীর অসম্মান না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে।
আপনার বোনের জন্য দোয়া করি, সংসার জীবনে উনি যেন সুখি ও সমৃদ্ধিশালী হন।
আমিন, সকল বোনের জন্য মন থেকে দোওয়া করি সবাই যেন সুখী হয়।
আপনার বোনের জন্য শুভ কামনা রইলো
আমিন। সকল বোনের জন্যই শুভকামনা
কিছু দিন আগে আমার ছোট বোনের বিয়ে হয়েছিল। প্রতিটি ভাইয়ের জন্য এই ব্যাপারটা খুব কষ্টকর। চোখের জল লুকানো মুসকিল যখন বোনকে বিদায় দেওয়া হয় সে সময়
প্রতিটি বোনের জন্য শুভকামনা রইলো।
সত্যিই অনেক বেদনাদায়ক হয় বিশেষ করে কন্যা পক্ষের ক্ষেত্রে।
কিছু দিন আগে আমার দিদির বিয়ে হয়েছিল।
আমি ভালো বাভেই জানি এই বিষয়টা।
এটা সত্যিই বেদনাদায়ক, সবাই যেন বুঝে তাই পোস্ট করলাম।