You are viewing a single comment's thread from:

RE: Application for Community Curator "The Quest Team" for June 2025

in WORLD OF XPILAR4 months ago

@stef1 আপনার অভিজ্ঞতা আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চমৎকার ভাবে তুলে ধরেছেন। @sduttaskitchen দিদির সাথে প্রথম এই প্লাটফর্মে কাজ করার মাধ্যমে যুক্ত হয়েছিলাম, ওনার কমিউনিটির মধ্যে। এর আগে আমি কমিউনিটি ছাড়া কাজ করেছি এবং বুঝতে পেরেছি, কমিউনিটি ছাড়া কাজ করলে কতটা কষ্ট হয়। তবে দিদির সাথে যুক্ত হওয়ার পর কমিউনিটির মধ্যে কাজ করে একটা পরিবার পেয়েছি। দিদির কাছ থেকে আপনার নাম অনেক শুনেছি। এর পরে আপনার সাথে ও বেশ কিছু পোস্টের কমেন্ট এর মাধ্যমে আমার পরিচিতি হয়েছে।

এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় ছিল। আপনারা কিউরেটর এর জন্য এপ্লিকেশন জমা দিয়েছেন দেখে আরো বেশি খুশি। আপনাদের অ্যাপ্লিকেশন এবং আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে স্টিম টিম এর উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের আগে থেকেই অবগত আছে। এখন আবারো আপনারা বিষয়গুলো তুলে ধরেছেন। আশা করি তারা আপনাদেরকে কিউরেটর হিসেবে নিযুক্ত করবেন, ধন্যবাদ ভালো থাকবেন।

Sort:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110718.02
ETH 4294.31
USDT 1.00
SBD 0.83