Steem Crypto Challenge #2 : Diving into DeFisteemCreated with Sketch.

in WORLD OF XPILAR4 years ago (edited)

Hello everyone,

This is my entry post to "Steem Crypto Challenge Month #2: Diving into DeFi." I am from #Bangladesh. The concept of cryptocurrency and DeFi is not so popular in our country. I want to create awareness about these terms to my country people. So I am going to write this in my mother language "Bengali".


প্রশ্নঃ DeFi বলতে কি বুঝানো হয়???

উত্তরঃ DeFi সম্পর্কে বুঝতে হলে অাগে অামাদের কয়েকটি প্রাথমিক বিষয় সম্পর্কে বুঝতে হবে।নিম্নে সেসব বিষয় নিয়ে অালোচনা করা হলোঃ


image.png

center

  • ক্রিপ্টোকারেন্সিঃ ক্রিপ্টোকারেন্সি এক ধরণের ভার্চুয়াল মুদ্রা। এর বাস্তব কোনো অস্তিত্ব নেই। ক্রিপ্টোকারেন্সি শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়। 'ক্রিপ্টো' এবং 'কারেন্সি'। ক্রিপ্টো মানে সুরক্ষিত এবং কারেন্সি মানে মুদ্রা। ক্রিপ্টেকারেন্সি পেয়ার টু পেয়ার ব্যবস্থার মাধ্যমে প্রেরক থেকে প্রাপকের মধ্যে বিনিময় হয়। এটি কারো নিয়ন্ত্রনাধীন নয়। ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয় ব্লকচেইনে যা সম্পুর্ণ নিরাপদ।প্রচলিত ক্রিপ্টোকারেন্সিগুলো হচ্ছে Bitcoin(BTC), Ethereum(ETH), Tron(Trx) ইত্যাদি.

  • ব্লকচেইনঃ ব্লকচেইনকে অামরা একটি বিশাল খাতার সাথে তুলনা করতে পারি যেখানে একটি ক্রিপ্টোকারেন্সির লেনদেন সুরক্ষিত থাকে, যেখানে নতুন তথ্য যোগ করা যায় কিন্তু পূর্বের তথ্য মুছে ফেলা যায় না। ব্লকচেইনে লেনদেনগুলো ব্লক অাকারে লেখা থাকে।একটি ব্লকে তার অাগের সব ব্লকের ইনফরমেশন থাকে।এভাবে একটি চেইন অারেকটি চেইনের সাথে যুক্ত থাকে বলে একে ব্লকচেইন বলা হয়। কিছু জনপ্রিয় ব্লকচেইন প্লাটফর্ম হচ্ছে NEO, TRON ইত্যাদি.
    ব্লকচেইনকে অবশ্যই ডিসেন্ট্রালাইজড হতে হবে।


image.png

DeFi তে বর্তমানে ১০.৭৮বিলিয়ন ডলার ভ্যালু লকড হয়েছে।

DeFi:

ধরি, অাদিবের কাছে কিছু টাকা অাছে। সে টাকাগুলো ব্যাংকে জমা রাখল, ব্যাংক এর বদলে ইন্টারেস্ট দেবে। অপরদিকে সানির কিছু লোন দরকার, ব্যাংক তাকে লোন দেবে, বিনিময়ে তাকে ইন্টারেস্ট দিতে হবে।এভাবে ব্যাংক কাজ করে থাকে।এখানে ব্যাংক হচ্ছে 'Trusted Platform'. কিন্তু যদি ব্যাংক টাকা অাত্মসাৎ করে???


image.png

Decemtralized Finance এ চলা বিভিন্ন প্রোজেক্ট

এ ধারণা থেকেই DeFi এর উৎপত্তি হয়েছে। DeFi এর পূর্ণরুপ Decentralized Finance. DeFi-এ trusted authority হিসাবে কাজ করে Smart Contracts. Smart Contracts স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে, এতে যাবতীয় তথ্য Coded অবস্থায় থাকে। যেকেউ লেনদেন করার অাগে চেক করে ভেরিফাই করে নিতে পারে। DeFi তে asset হিসাবে ব্যবহৃত হয় Cryptocurrency.


image.png

DeFi এর সবচেয়ে বড় প্রোজেক্ট uniswap.io। ২.৬৩বিলিয়ন মার্কিন ডলার Funding লকড করেছে।

এখন দেখব DeFi কাজ কিভাবে করে??
ধরি, অাদিবের কাছে কিছু TRX অাছে। সে তার TRX গুলোকে digital contracts এ লিপিবদ্ধ করে, এর পরিবর্তে সে ইন্টারেস্ট পাবে।
অন্যদিকে, সানির কিছু লোন দরকার।ধরি তার কিছু TRX অাছে কিন্তু সে এগুলো বেচতে চায় না। তাই সে digital contracts এ তার TRX গুলোকে লিপিবদ্ধ করে কিছু অর্থ নিতে পারে এবং পরবর্তীতে লোন শোধ করে TRX তুলে নিতে পারে। এভাবে DeFi কাজ করে থাকে।
Defi খুবই স্বচ্ছ। একজন গ্রাহক তার কারেন্সি কি অবস্থায় অাছে, কি কাজে ব্যবহৃত হচ্ছে সব জানতে পারে।

image.png


compound - একটি বহুল প্রচলিত DeFi সার্ভিস। APY(Annual Percentage Yield). প্রতি বছর কি হারে মুনাফ1 দিবে


image.png

supply market - ডিপোজিট করার জন্য।
borrow market - ফান্ড বিক্রি করতে না চাইলে ধার করতে হবে।


image.png

aave - একটি বহুল প্রচলিত DeFi সার্ভিস


image.png

https://app.deversifi.com/


image.png

sun টোকেন


image.png

trx টোকেন



Thank You.
@boss75

#steemcryptochallenge
#bangladesh

This Post Set For 100% Power UP


Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi @boss75 your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

You really did a great job learning and composing this educative post about the defi industry and I must say Its a good read. Nice job.

Thanks for your support

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55