#club75 | Siz-Contest | Share My Eid Plans is "Happy Eid to the children and fulfilling the obligatory prayers of our Eid" | In Bangla | 10% beneficiary to @siz-official | by @doctorstrips

in Steem Infinity Zone2 years ago

"রমজানের ঐ রোজার শেষে,এলো খুশির ঈদ"

আসসালামুয়ালাইকুম,

স্টিম ইনফিনিটি জোন কমিউনিটির কর্তৃপক্ষ এবং সকল সদস্য বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল হইতে একরাশ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ।

সেই সঙ্গে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা- রমজানুল মোবারক এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা । ঈদ মোবারক।

Picsart_22-04-27_10-20-40-735.png

আশা করি সবাই অনেক ভাল আছেন এবং নিরাপত্তায় আছেন ।
আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি।

আজকে আর্টিকেলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তা হল-
#club75 | Siz-Contest | Share My Eid Plans is "Happy Eid to the children and fulfilling the obligatory prayers of our Eid" | In Bangla | 10% beneficiary to @siz-official | by @doctorstrips

আশা করি আজকে আর্টিকেলটি আপনাদের সবার অনেক ভাল লাগবে এবং সেইসঙ্গে কমেন্ট বক্সে সুন্দর মতামত দিবেন এবং আপভোট দিতে ভুলবেন না ।
তাহলে দেরি না করে শুরু করে দেই।

IMG_20220426_124918.jpg

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং আনন্দের সময় হচ্ছে বছরে দুইটি ঈদ।
একটি হলো ঈদুল ফিতর এবং অপরটি হচ্ছে ঈদুল আযহা।

IMG_20220424_182731.jpg

IMG_20220424_182735.jpg

চলছে পবিত্র মাহে রমজান মুসলমানদের নেকি এবং সওয়াব অর্জনের পবিত্র মাস ।
এখানে হাজার হাজার সওয়াব অর্জন করা যায় এবং এই নেকি আল্লাহ নিজ হাতে দান করেন ইসলাম ধর্মপ্রান মুসলমানদের মাঝে।

IMG_20220424_182800.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv59zTV2z7Bet6GfjmCVtVaRj3PsckPiEWwjaozQ3LxGaA9YMCEHSKPUnTyS6Y1u8MLNTZaiwthXvfxyFiPpqiLK1X6jowoscWY5Pka.jpeg

এই রমজান মাসে রোজা শেষ হলেই পবিত্র ঈদুল ফিতর।
এই ঈদকে ঘিরে আমার দুইটি পরিকল্পনা রয়েছে ।পরিকল্পনাগুলো আমি নিচে বর্ণনা করলাম।

১.সন্তানদের ঈদ আনন্দ
২.আমাদের ঈদের নামাজ আদায়।

1.সন্তানদের ঈদ আনন্দ

পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দ ভাগ করে দেওয়ার জন্য সন্তানদের আনন্দ উপভোগ করে দেওয়ার জন্য সন্তানদের কাপড়-চোপড় পোশাক-আশাক এবং মোবাইল কিনে দেওয়া হয়েছে।

IMG_20220426_124129.jpg

IMG_20220426_124719.jpg

যাতে তারা সুন্দরভাবে আনন্দকে ঈদ উপভোগ করতে পারে যেহেতু মুসলমানদের প্রথম ধর্মীয় উৎসব হচ্ছে মহা পবিত্র ঈদুল ফিতর।

IMG_20220426_124725.jpg

IMG_20220426_125719.jpg

সন্তানদের ঈদ আনন্দ এর জন্যই বিভিন্ন মার্কেট ঘুরে তাদের পোশাক-আশাক ,নতুন মোবাইল ফোন ,কসমেটিক্স, মেহেদিসহ বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য তাদেরকে কিনে দেওয়া হয়।

IMG_20220426_124235.jpg

IMG_20220426_125017.jpg

যাতে এটি দিয়ে খুব আনন্দ উপভোগ করতে পারে তারা ।
কারণ তাদের জন্যই তো আমাদের এত পরিশ্রম, আমাদের এত খাটুনি ,আমাদের এত কর্ম ,আমাদের এত আয়োজন।

IMG_20220426_124245.jpg

IMG_20220426_124250.jpg

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য তাদের যে মনস্কামনা ও আকাঙ্ক্ষা ছিল সব পূরণ করে দেওয়া হয়েছে ।
এখন সামনে তারা ঈদের আনন্দ উপভোগ করবে।

IMG_20220426_131611.jpg

IMG_20220426_131520.jpg

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২ অথবা ৩ মে ,২০২২ হতে পারে ।
কারণ এটি চাঁদ উঠার উপর নির্ভরশীল ।চাঁদ যখন উঠবে তারপরে দিনে আমরা ঈদ উদযাপন করব।

IMG_20220427_092524.jpg

IMG_20220427_092517.jpg

বাচ্চাদের সব কেনাকাটা শেষ তাই বাচ্চারা এখন থেকে অনেক খুশিতেই রয়েছে।

২.আমাদের ঈদের নামাজ আদায়

আমরা যারা অভিভাবক তাদের ঈদের নামাজ পড়া ছাড়া আর কি।
সন্তানদের খুশি আমাদের খুশি। ওদের খুশি এবং আমাদের নামাজ আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারলেই সার্থকতা।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328vyakUcqHeUvf6RB14QKkTqj8uXx1s89E9mpAAU5D6kn5mR3EvomQepnBthuFrSCURFHTHByc3xTcLyqfccuFLCVaKLDY4mxcMug.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4HtAxpeuKUkiuPRQwAxi81jUzQU7BWzZpn7wRsQ5sdckQfN6mKqBCtDF6rWhWWLhDGSscW3HV5eKPkxaf3RdWMaGRaZBxP51WmUT8.jpeg

পবিত্র মাহে রমজানের এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর এই এক মাসের রোজা গুলো আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দাখিল করবো ।

এখন আল্লাহর উপর নির্ভর করবে রাজি খুশি হয়ে আমাদের উপহার দেবে কিনা এটাই আমাদের প্রধান লক্ষ্য।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv59zTV2z7Bet6GfjmCVtVaRj3PsckPiEWwjaozQ3LxGaA9YMCEHSKPUnTyS6Y1u8MLNTZaiwthXvfxyFiPpqiLK1X6jowoscWY5Pka.jpeg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4HtAxpeuKUkiuPRQwAxi81jUzQU7BWzZpn7wRsQ5sdckQfN6mKqBCtDF6rWhWWLhDGSscW3HV5eKPkxaf3RdWMaGRaZBxP51WmUT8.jpeg

প্রতিবারের ন্যায় সকাল আটটা থেকে নটার মধ্যে আমরা ঈদগাহ মাঠে যাব যাওয়ার পর ঈদগাহ মাঠে ইমামের বক্তব্য শুনবো ঈদ উপলক্ষে।

তারপর আমরা পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করব করার পর বাড়ি ফিরব।

IMG_20220424_182731.jpg

IMG_20220424_182735.jpg

তারপর বাসায় এসে একটু খাওয়া দাওয়া নাস্তা পানি এবং ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে সেই সঙ্গে কোন বন্ধু-বান্ধব ইনভাইট করা হলে তারাও এসে খাবে।

শাদামাতা ঈদের পরদিন বন্ধু-বান্ধবদের দাওয়াত দিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য খাওয়া-দাওয়া করানো হয়।

তো বন্ধুরা ,এই ছিল আমার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা । আপনারা দোয়া করবেন আমার পরিকল্পনা যেন সার্থক হয় ।

সেইসঙ্গে পোস্টটিতে আপভোট দিতে ভুলবেন না ।ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

আলোকচিত্রের বর্ণনা

ধারণকৃত ডিভাইসএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
এডিট এপপিক্সস আর্ট
ফটোগ্রাফার ও এডিটর@doctorstrips
ক্যাটাগরিঈদ পরিকল্পনা কনটেস্ট
লোকেশনবাংলাদেশ
what3words addresshttps://w3w.co/sufferer.backfiring.trailers

উক্ত কনটেস্টে অংশগ্রহণ করার জন্য নিচের তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,,,

@ahsansharif
@shazim
@nadeem8

আমি যাদের নিকট কৃতজ্ঞ তাদের নাম উল্লেখ না করে পারছি না,,,

@cryptokraze
@vvarishayy
@suboohi
@ponpase
@ashkhan
@faran-nabeel

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

Sort:  
 2 years ago 

Thanks for your participation. Best of luck for the contest

 2 years ago 

Welcome 😄😁 dear

 2 years ago 

Thanks for mentioning me I will definitely participate in which such a great contest.

 2 years ago 

Thanks 🙏👍 so much dear 🥰💕

 2 years ago 

Report,

SteemexclusiveYes
Bit BotNo
Club75Yes
PlagiarismNo
10 % to siz-officialYes

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51