SEC-S17W5 "Creative Photographer ”
Thank you Scouts y sus Amigos for organising the photography of creativity as topic of engagement challenge for season 17 in week 5. I'm glad to participate in [ESP-ENG] SEC - S17W5 | "Fotógrafo Creativo" / "Creative Photographer". I would like to invite three fellow Steemians to participate in the contest. @viajarparasanar @yakspeace @aprendeconkevin
Being a Bengali I'm comfortable in publishing the post in my mother tongue that is known as Bengali.
ফটো নং ১:
G837+4QM Kolkata, West Bengal
এটি একটি ছোট্ট খেলার মাঠ। আমারা যখন ছোট ছিলাম তখন শুধু ক্রিকেট টেষ্ট ম্যাচ খেলা হত শীতের সময়। পঞ্চাশ ওভারের খেলা শুরু হওয়ার আগে। তাই আমরা শুধু শীতের সময় ক্রিকেট খেলতাম। এখন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ক্রিকেট খেলা হয় তাই সবাই বারো মাস ক্রিকেট খেলে।
এখানে বারোজন শিশু খেলতে এসেছে। ছয়জন করে একেকটা টিম হবে। প্রথমে টস করে যে জিতবে সে আগে তার টিমের জন্য খেলোয়াড় বাছাই করবে। এই ভাবে একজন একজন করে প্রতি টিম আরো পাঁচ জন করে পাবে।
এই ছবিতে সবুজ থ্রীকোয়াটার প্যান্ট ও হালকা হলুদ রংয়ের গেঞ্জি ও ম্যাজিক টেপ লাগানো জুতো পরে একটি মাত্র মেয়ে দাড়িয়ে। খুব আশ্চর্যের বিষয় মেয়েটিকে কাউকে বেছে নিতে হল না কারন ও গতানুগতিক ভাবে সবার শেষে পরে ছিলো। একে বলে লিঙ্গ বৈষম্যের শিকার। মেয়েটি এই ব্যপারে সম্পূর্ন নির্লিপ্ত ছিল।
ফটো নং ২:
G838+5XV Kolkata, West Bengal
এটি ভবানী বালা শিশু উদ্যান। এখানে একসময় শিশুরা খেলা ধুলা করত। এই পার্ক এখন নানা রকম পূজা, মেলা ও বিনোদনের জন্য ব্যবহার করা হয়। বাকি সময় বড় ছেলেরা খেলে। আস্তে আস্তে বাচ্চাদের খেলার সরঞ্জাম সরানো হয়। শুধু ঝুলানো দোলনা এক দিকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু শিশুদের জন্য এই পার্ক খুব বিপদজনক বলে কেউ আর এখানে বাচ্চাদের নিয়ে খেলতে আসেনা। ছবিতে দেখা যাচ্ছে বড় ছেলেরা দোলনায় বসে আছে। একে বলে জোর যার মুল্লুক তার।
ফটো নং ৩:
G848+H7V Kolkata, West Bengal
এটি একটি প্রতিষ্ঠিত ক্লাব। এখানে বছর ব্যাপী নানা রকম পূজা, প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়।
এই মাঠটি আকারে একটু বড়। দুঃখের বিষয় মাঠের একটি অংশ মটর গাড়ি ভাড়া দেওয়া হয়। ছবিতে একদিকে গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়ির ঢোকা বা বেরোবার কোন নির্দিষ্ট সময় গময় নেই। যখন ইচ্ছা যখন খুশি এরা ঢুকতে ও বেরোতে পারে। ছোটদের খেলার সময় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঐ গাড়ির কাছে বল চলে গেলে, বল আনতে গিয়ে বিপদ ঘটতে পারে। এই ক্লাবের জায়গা বা মাঠ সাধারণত দখল বা অনুদান হিসেবে পাওয়া। ঐ জায়গায় ব্যবসা করে ক্লাব টাকা নিয়ে শিশুদের জীবন বিপন্ন করছে। একে বলে পরের ধনে মাতব্বরি।
ফটো নং ৪:
G847+3QH Kolkata, West Bengal
এটি আরেকটি মাঠ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে কিছু দিন আগে একটা ধর্মীয় অনুষ্ঠানে বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই সময় থেকে অনেক পরিত্যক্ত প্লাস্টিক মাঠে পরে আছে। আরো আশ্চর্য ব্যাপার এখানে খেলা চলাকালীন মাঠে দুটি সারমেয়কে দেখা যাচ্ছে। এইসব পথ কুকুরদের কোনো ভ্যকসিন নেওয়া নেই। যেকোন সময় কুকুরের সঙ্গে সংঘর্ষে কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক অনিবার্য। সাবধানের মার নেই।
আমার এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি-@impersonal
Greetings @impersonal
I knew you would take part in this challenge, you brought in nice photographs and from the view one would notice that you're a fan of football, and im sure you were good then and yoy enjoyed playing. I love football too and I love watching for some minutes when I walk pass a street and see people playing.
You shared great photos of the parks and they are great entries.
Wish you luck.
TEAM 2
Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.Thank you @msharif for your hardwork and support
Hi @impersonal, greetings from me.
First of all, I'm happy to know that your mother tongue is Bengali and don't try to ignore using it.
I've seen some creativity in your pictures and I can only compliment you by saying you're really a good photographer.
From your pictures, you did well to draw our attention to playing football as a sport, I feel good whenever I see people's playing football like me, you must be one of a person who love playing football, i can say this because all your three pictures portray football pitch. I wish you all the best of luck.🤗
Thank you for sharing your views. You are right I'm also football lover.
It's a pleasure to comment on your post.
Sorry, I didn't know you had already posted in this contest so I invited you. I can see you have posted some interesting pictures with a touch of uniqueness to make your entry impressive.
Thank you for the encouraging words.
I came know from your photos that you love sports and all the photos you have posted show that both sports and health are important in life.
Thank you ma'am for sharing your views and encouragement.
Le invito a verificarse en nuestra comunidad, puede hacerlo siguiendo las sencillas instrucciones en el siguiente link 13° Edición | Verificación de nuevos miembros Scouts y sus Amigos de igual forma también le invitamos a apoyar a nuestra comunidad, puede hacerlo al delegar a nuestra cuenta curadora @hive-181136, de esta manera gana recompensas por curación, al mismo tiempo le invito a programar un 10% de las recompensas (a la misma cuenta curadora) para contribuir con el crecimiento de nuestra comunidad.
Gracias por su atención @impersonal
Saludos. SLPS
Hola amigo Anupam, un gusto, realmente nos has dado un paseo por la zona donde vives, es genial ver el contraste con los campos y parques deportivos, con tantos edificios alrededor, y los vehículos que claramente ocupan un lugar hasta en la imágen que no deberían ocupar.
En mi zona residencial no hay muchos parques, tenemos una cancha y va tanta gente que no encuentras ni un lugar para practicar deporte, así que es una fortuna poder fomentar entre la comunidad el ambiente deportivo. Mucho éxito amigo, nos estamos leyendo.
Thank you for sharing your views. God bless you.
X Link
https://x.com/Saha_tweet/status/1787651896271941946
Hello Greetings Friend!!
Your natural photos seems to be very interesting. Your want to covey your message through this engagement challenge that outdoor games and healthy environment both are very good for the refreshments. Hopefully you will win the contest. Good luck.
Thank you for sharing your views and good wishes.
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.