#club75 | পরিশ্রম এবং খরচ ছাড়াই বাড়িতে সজনা চাষাবাদে বাম্পার ফলন | ১০% সুবিধাভোগী @hive-180821 |by @doctorstrips

in Steemit-Garden2 years ago

আসসালামুয়ালাইকুম,

সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন ।

আশা করি সবাই অনেক ভাল আছেন ।
আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি।

images (5).jpegSource

আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি তা হল-
#club75 | পরিশ্রম এবং খরচ ছাড়াই বাড়িতে সজনা চাষাবাদে বাম্পার ফলন | ১০% সুবিধাভোগী @hive-180821 |by @doctorstrips

আশাকরি আর্টিকেলটি সবার অনেক ভাল লাগবে ।তো বন্ধুরা দেরী না করে শুরু করি।

IMG_20220403_130617.jpg

ভূমিকা

সজনা একটি ভিটামিন সম্বলিত, সুস্বাদু উপকারী তরকারি জাতীয় সবজি। কৃষি বিজ্ঞানীদের মতে এতে খুশি পরিমাণে পুষ্টি রয়েছে ভিটামিন বি ,ভিটামিন সি এবং আয়রন ও ক্যালসিয়াম রয়েছে ।

IMG_20220205_143635.jpg

সজনা বাঁশরী ফসল একই বছরে একবার ফলন হয়ে থাকে এটি সাধারণত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এর ফলন হয়ে থাকে।

IMG_20220205_143548.jpg

সজনা চাষাবাদ করতে বাংলাদেশে কোন প্রকার পরিশ্রম বা খরচ কোনটাই হয় না ।বিনা পরিশ্রমে ও বিনা খরচে সজনার বাম্পার ফলন হয়ে থাকে।

IMG_20220205_144209.jpg

সজনার বাম্পার ফলনের ফলে একই আমাদের পরিবারের তরকারি চাহিদা মিটিয়ে আমরা বিক্রি করে প্রচুর টাকা বা অর্থ আয় করতে পারি।

IMG_20220205_144045.jpg

চাষাবাদ

সজনার চাষাবাদ খুব সহজ ।এটি কঠিন কাজ নয় ।এটি খুব সহজেই চাষাবাদ করা যায়। এর চাষাবাদ পদ্ধতি নিচে আলোচনা করা হলো।

IMG_20220205_144126.jpg

সজনার পুরাতন গাছ থেকে যে কোন চিকন বা সরু অর্থাৎ ১০/১৫ সেন্টিমিটার গোল বা পরিধির একটি শাখা বা ডালপালা 2 থেকে 3 মিটার লম্বা কেটে এনে বাড়ির আশেপাশে কোন পড়ে থাকা জায়গায় কোন জমির আইলে গর্ত করে এটি রোপণ করতে হয়।

IMG_20220205_144057.jpg

সজনার শাখাটি রোপন করার সময় যদি রোদের দিন হয় তাহলে তারাটির গোড়ে একটু পানি দিতে হবে। আর বর্ষাকালে হলে পানি দেওয়ার প্রয়োজন নেই।

IMG_20220205_144202.jpg

সেই সজনার চারাটি হতে ৫ থেকে ৭ দিনের মধ্যে সেটিতে পাতা গজানো শুরু করবে।
দুই থেকে তিন মাসের মধ্যে এই চারাটি একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে ।

দেখে মনে হবে যে অনেক দিনের পুরনো সোনার গাছ।

IMG_20220205_144213.jpg

6 থেকে 10 মাসের মধ্যে বিনা যত্নে বিনা পরিশ্রমে এটিতে ফল ধরা শুরু হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে।

IMG_20220205_144133.jpg

এই গাছটিতে কোন প্রকার কেমিক্যাল সার । যেমন গোবর সার, ইউরিয়া সার, পটাশ বা ফসফেটের মতো কোন প্রকার সার দেওয়ার বা প্রয়োগ করার দরকার নেই।

কারণ এগুলো ছাড়াও গাছটি অত্যন্ত তেজী অবস্থায় থাকে সবসময় এবং প্রচুর পরিমাণে ফসল ফলে।

কীটনাশক হিসেবে কোন প্রকার ঔষধ স্প্রে করার কোন প্রয়োজন নেই। কারণ সাজনা গাছে কোন প্রকার পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না।

IMG_20220403_130613.jpg

ফলন

এক বছর বয়সে একটি সজনার গাছ থেকে প্রথমবারের মতো 20 থেকে 30 কেজি সজনার উত্তোলন করা যায়।

পরবর্তী প্রতি বছর আরও বেশি হয় এমন এক পর্যায়ে এসে একটি সজনা গাছ থেকে ২00 থেকে ৩০০ কেজি সজনা উৎপাদন করা যায় ।
যার মূল্যমান 10 থেকে 20 হাজার টাকা। যা 200 থেকে 400 স্টিমের সমমান।

উপসংহার

তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে কৃষি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সজনা ।আমরা বিনা খরচে ও পরিশ্রমে এটা থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারি।

ছবির বিবরণ

ছবি সংগ্রহমোবাইল ফোন ক্যামেরা
মোবাইলের নাম ও মডেলSymphony Z25
ক্যামেরা রেজুলেশন13 মেগাপিক্সেল
বিভাগফ্রী চাষাবাদ
লেখক এবং ফটোগ্রাফার@ডক্টরস্ট্রিপস
অবস্থানবাংলাদেশ

signature_1.gif

শুভেচ্ছান্তে
@ডক্টরস্ট্রিপস

আমি মোঃ নায়েব আলী,
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
LMAF ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার এবং ব্লগার।
ছাদ বাগান করা, ফটোগ্রাফি, ভিডিও, পাবলিক সার্ভিস এবং ভ্রমণ আমার প্রিয় শখ।

Picsart_22-01-07_18-05-05-799.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thanks ☺️👍 so much

 2 years ago 

Thank you very much for your post and photos!
#club75

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57495.98
ETH 2320.95
USDT 1.00
SBD 2.35