#Club75 | Competition National Flower Week-4 |The national flower of our country is Lily /Shapla | In Bangla | by @doctorstrips | 15% payout on @hive-180821

in Steemit-Garden2 years ago

আসসালামুয়ালাইকুম,

সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।

প্রীতি, শুভেচ্ছা,অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব @forhadmiya কে, যিনি এই সুন্দর কম্পিটিশনটি আমাদের জন্য আয়োজন করেছেন।

আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি @vipnata কে, যিনি এই কনটেস্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশা করি ,সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি।

Image Background Source

আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তা হল-
#Club75 | Competition National Flower Week-4 |The national flower of our country is Lily /Shapla | In Bangla | by @doctorstrips | 15% payout on @hive-180821

আশা করি বিষয়টি সবার অনেক ভাল লাগবে এবং সেইসঙ্গে কমেন্ট বক্সে সুন্দর মতামত দিবেন এবং আপডেট দিতে ভুলবেন না।
তো দেরি না করে শুরু করে দেই এখনি,,,,

IMG_20220111_131025.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা এই হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর মনোরম এবং আকৃষ্ট করার মত।

IMG_20220517_152818.jpg

এদেশে যে কোন বিদেশী আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যায় এবং ভালবেসে ফেলে বাংলাদেশকে সে সঙ্গে বাংলাদেশের মানুষকে।

IMG_20220517_152638.jpg

বাংলাদেশের জল স্থল এবং অন্তরীক্ষ সব জায়গায় এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশের জায়গা দেখার মতো চোখ জুড়িয়ে যায় আকৃষ্ট করে ফেলার মতো।

IMG_20211202_123855.jpg

শাপলা ফুল দেখতে অনেক সুন্দর ।এটি পানিতে জন্মে বাংলাদেশ পরিবেশ বিজ্ঞানীরা এই শাপলাকে জাতীয় ফল হিসেবে বাংলাদেশ ঘোষণা করে অনেক সুন্দর দেখতে শাপলা ফুল।

water-lily-1308103_640.jpgSource

দেশের নদ-নদী খাল-বিল পুকুর ডোবা এবং স্থলে যাবতীয় জিনিস গুলো দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর সুন্দর গাছ গাছরা দেখতে পাওয়া যায়।

বাংলাদেশের আবাদি জমি কে বলা হয় সোনা। এই সোনার দেশের সোনার জমিতে সোনা ফলানো হয় বলে কি সুবিধা মনে হয় কারণ এখানে প্রচুর পরিমাণে যে কোন শস্য আবাদ হয়ে থাকে।

বাংলাদেশের নদ নদী গুলোতে অনেক প্রকার উদ্ভিদের জন্ম গ্রহন করে ।এখানে শাপলা, পদ্মসহ বিভিন্ন প্রকার ফুলের জন্ম হয়।

তবে এসব ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে শাপলা ফুল। সেজন্য পরিবেশ বিজ্ঞানীরা শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে ঘোষণা করেন।

আর এইসব নাকফুল কে বাংলাদেশ সরকারও অনুমোদন দিয়ে দেয় জাতীয় ফল হিসেবে সেইসাথে সারা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বলেই পরিচিত লাভ করে থাকে।

water-lily-3596642_640.jpgSource

অথচ এই বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কোন প্রকার গন্ধ বা সুগন্ধ নেই। কোন সুগন্ধ বাতাসে ছড়ায় না । গন্ধহীন একটি ফুল আছে শাপলা।
কিন্তু দেখতে অনেক সুন্দর তাই এটি জাতীয় ফুল।

water-lilies-374759_640.jpgSource

বাংলাদেশের নদ-নদী খাল-বিল পুকুর বিভিন্ন জায়গায় এই শাপলা ফুলের জন্ম হয় ।অথচ এইসব ফুল বেশিদিন থাকে না ।তারপরে ফলে পরিণত হয়।
যে ফলটি হয় একে বলা হয় শাপলা ফল ।আমাদের এলাকায় ভ্যাট নামে পরিচিত।

lily-2215046_640.jpg শাপলা ফল/ ভ্যাট Source

হেই শাপলা ফল কি খেতে অনেক ভালো এবং মজাদার শাপলা ফলের ভেতরে ছোট ছোট অনেক ডানা থাকে এই দানাগুলো খেতে খুবই সুস্বাদু।

images (5).jpegSource

আবার এই শাপলা ফলের দানাগুলো রোদে শুকিয়ে এগুলো থেকে খই বা মুড়ি তৈরি করা হয়। সে খই বা মুড়ি খেতে অত্যন্ত সুন্দর এবং মজাদার।

images (6).jpeg শাপলা ফলের দানাSource

এইসব শাপলা ফুলে গাছের মাটির নিচে একটি মোটা মূল থাকে । একে বলা হয় শাপলা মুল। আমাদের এলাকায় একেই বলে শালুক ।এটি খেতে খুবই মজাদার ও মিষ্টি। এই শালুকটি আগুনে পোড়া দিয়ে খেতে খুবই মজা লাগে। একে পানি ফলও বলা হয়।

images (7).jpeg শালুক Source

শাপলার ডাটাগুলো লম্বা লম্বা চিকন হয়ে থাকে। ডাটাগুলোর তরকারি অনেক সুস্বাদু এবং সুন্দর হয়ে থাকে। আমাদের এলাকায় এসব ডাটা দিয়ে তরকারি রান্না করা হয়। এই তরকারি থেকে আমরা অনেক পুষ্টি ও স্বাদ পেয়ে থাকি ।

images (8).jpeg শাপলা ডাটা Source

সাভার ডাটার তরকারি মানবদেহের অনেক উপকার করে থাকে।
শাপলার ডাটা তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং অনেক পুষ্টি পাওয়া যায়।

images (9).jpeg চিংড়ি মাছ ও শাপলা ডাটার তরকারিSource

আরও অনেক উপকার হয়েছে শাপলা পাতা গুলোর ।আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ।তাছাড়া এগুলো গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে।

leaves-238452_640.jpg শাপলা পাতা Source

সেই আগেকার যুগে এই শাপলা পাতা দিয়ে লবণ এবং হলুদ ও গুড় বে৺ধে বাজারে বিক্রি করা হতো।

তাহলে বুঝুন বাংলাদেশের জাতীয় ফুলের এত উপকারিতা তা বর্ণনাতীত ।যা বলে শেষ করা যাবে না ।

ছবির বিবরণ

ছবি সংগ্রহমোবাইল ফোন ক্যামেরা+পিক্সাবে ডট কম
মোবাইলের নাম ও মডেলSymphony Z25
ক্যামেরা রেজুলেশন13 মেগাপিক্সেল
এডিট এ্যাপপিক্সার্ট এ্যাপ
বিভাগপ্রতিযোগিতা
লেখক এবং ফটোগ্রাফার@ডক্টরস্ট্রিপস
অবস্থানবাংলাদেশ

signature_1.gif

শুভেচ্ছান্তে
@ডক্টরস্ট্রিপস

আমি মোঃ নায়েব আলী,
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
LMAF ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার এবং ব্লগার।
ছাদ বাগান করা, ফটোগ্রাফি, ভিডিও, পাবলিক সার্ভিস এবং ভ্রমণ আমার প্রিয় শখ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনজন বন্ধুকে ইনভাইট করা হলো-

@gensequini
@jani786
@nusratjahan77

Cc :
@pennsif
@vipnata
@hive-180821
@allahnawaz03
@lachicarebelde.

Picsart_22-01-07_18-05-05-799.png

Sort:  
 2 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি আমাদের জাতীয় ফুল শাপলা সম্পর্কে সুন্দর ও চমৎকার ভাবে উপস্থাপন করছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago (edited)

সম্পুর্ন পোস্টটি পড়ে সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Thank you very much for the invitation, greetings!

Welcome 😄😁 dear

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59608.09
ETH 2475.05
USDT 1.00
SBD 2.46