You are viewing a single comment's thread from:

RE: SEC-S14 /W5|"Job or Business what's your Preference?"

in Steem For Pakistan11 months ago

চাকরি এবং ব্যবসা নিয়ে আমি আপনাকে একটি গল্পো শোনাতে পারি।

একজন ব্যক্তি বড় একটি কম্পানিতে চকুরি পাই। এবং দুপুরে খাবার খাতে অফিসের পাসে একটি হটেলে খাবার খাতে আসে। সে লক্ষ করে হটেল পরিচালক কে শিক্ষিত বলে মনে হচ্ছে। তার পর সে জানতে পারে এই হটেল চালক এডুকেটেট একজন পারসোন সে চকুরি ছড়ে দিয়ে এই হটেলের ব্যবসা শুরু করেছে।

15 বছর পরের কথা, যিনি কম্পানিতে চাকরি করতেন তার বেতন এখন 2 লক্ষ টাকা। এবং যিনি চাকুরী ছেড়ে দিয়ে ব্যবসা করেছিলেন তার হটেল ও এখন বেশ বড় হয়েছেন। এবং ইনকামম ও মাসে প্রাই 2 লক্ষ টাকা।

2 জনের সাক্ষার, যিনি কম্পানিতে চাকরি করতেন তিনি বললেন দেখো আমাদের এখন প্রতি মাসে ইনাকাম এখন সমান। তাহলে তুমি কিলাভ করলে তোখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করে।

তোখন হটেল ব্যবসায়ী বললেন আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম এর কথা ভেবে ব্যবসা শুরু করেছিলাম। আমার ছেলে মেয়ে এখন আমার এই ব্যবসা কে আগামী তে বড়ো করবে। কিন্তু তোমার ছেলে মেয়ে ঠিক তুমি প্রথমে যেভাবে চাকুরী করছেছিলে সেভাবে চাকুরী করে আগে বাড়বে।

মরাল অফ দ্যা স্টরি আপনি হয়তো বুঝতে পেরেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94798.39
ETH 3128.70
USDT 1.00
SBD 3.04