You are viewing a single comment's thread from:

RE: SEC-S17 /W5| "🔮 What is your biggest Fantasy?🪄"

শুভেচ্ছা রইলো।
এটা ঠিক যে ,কখনো কখনো আমাদের ছোট ছোট চাওয়াগুলোই আমাদের স্বপ্ন হয়ে থাকে। উদাহরণ হিসেবে আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন যে ,হয়তো কেউ পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীকে বিয়ে করে তার সন্তানের বাবা হতে চায়। এটা একটা স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেলে বাস্তব হয়ে যায়।
আপনি আপনার ছোটবেলার মাছ ধরার ইচ্ছের কথা বলেছেন। আপনি আপনার মাছ ধরার স্বপ্নকে সব সময় পূর্ণ করতে চেষ্টা করেছেন।
আগে আপনি বিভিন্ন ধরণের কাল্পনিক জীব যেমন ড্রাগনের ছবি একটা ভালোবাসতেন কিন্তু এখন আপনি কল্পনা করেন গ্রামে গিয়ে হাঁস-মুরগির মতো জীবজন্তু লালন পালন করবেন। এখন আপনি মোরগের ডাক শুনে ঘুম থেকে উঠার চিন্তা করেন।
এই ধরনের চিন্তা গুলো আসলেই খুব সুন্দর। আমাদের সবার মনেই হয়তো এধরণের একটা স্বপ্ন আছে যে একদিন আমার গ্রামে চলে যাবো এই শহর ছেড়ে।
আপনার ছবিগুলো আসলেই খুব সুন্দর।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65022.21
ETH 3560.14
USDT 1.00
SBD 2.37