Weekly Drawing Contest || Week-09 || Draw a Java apple

in Steem For Pakistanlast year

আসসালামু আলাইকুম আমার স্টিমিট বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো।
আমি @enamul17 ভাই কে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই সবসময়ই সুন্দর ড্রয়িং প্রতিযোগীতার আয়োজন করেন। প্রতিযোগীতার সুবাদে আবার আঁকার প্রতি এক দারুণ আগ্রহ তৈরী হয়েছে।

Weekly Drawing Contest  Week-09  Draw a Java apple (640 × 360 px).png

made by canva

ফল আমরা সবাই কমবেশি পছন্দ করি। জাভা আপেল বা জামরুল গ্রীষ্মকালীন ফল।দেখতে খুবই সুন্দর এই ফল।সাদা,গোলাপি কালারের হয়ে থাকে এই ফল। যে গাছ ছায়ায় থাকে সে গাছের জামরুল পানসে হয়। আর যে গাছ রোদ এ থাকে সে গাছের জামরুল মিস্টি হয়।

কিন্তু অন্যান্য গ্রীষ্মকালীন ফলের মত এতটা মজাদার না এইফল।তাই অনেকই এই ফলকে এত পছন্দ করেন না।
তবে জামরুল খুবই উপকারী একটি ফল।এই ফল ক্যান্সার নিরাময়েও কাজ করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফল। জামরুল এ ভিটামিন-এ থাকায় চোখের ও উন্নতি ঘটায়। জামরুল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
জামরুল খুব পানসে একটা ফল।গরমের সময় পানিশূন্যতায় এই ফল অনেক উপকারী।

খুবই উপকারী এই ফল আঁকার প্রতিযোগীতায় আমিও একটু চেষ্টা করলাম আঁকতে।

প্রয়োজনীয় উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রং
  • রাবার
  • পেন্সিল কাটার

WhatsApp Image 2023-04-30 at 22.10.43.jpg

১ম ধাপ

প্রথমে অনেকটা ইংরেজি A অক্ষরের মত শেপ দিয়ে জামরুল আঁকার চেষ্টা করলাম। তারপর জামরুল দেখতে যেমন হয় হাতের সাহায্যে সেভাবে সাইজ দিলাম।

WhatsApp Image 2023-04-30 at 22.10.42.jpg

২য় ধাপ

তারপর ডাল আর পাতা আঁকলাম। আর আরেকটি জামরুল আঁকলাম।

WhatsApp Image 2023-04-30 at 22.10.42.jpg

WhatsApp Image 2023-04-30 at 22.10.41.jpg

৩য় ধাপ

পাতাতে হলুদ, সবুজ ও টিয়া কালারের সংমিশ্রণ এ রং করলাম।

WhatsApp Image 2023-04-30 at 22.10.41.jpg

৪র্থ ধাপ

জামরুল সাদা এবং গোলাপি রঙের ই বেশি দেখতে পাওয়া যায়। তাই গোলাপি রং এই করলাম।

WhatsApp Image 2023-04-30 at 22.10.41.jpg

৫ম ধাপ

রং শেষে এমনটা দেখতে হয়েছে।

✅ Have you eaten this fruit before? What benefits have you noticed after eating this fruit?

আমার ব্যাক্তিগত ভাবে জামরুল তেমন পছন্দ না। তবে আমাদের জামরুল গাছ ছিল।ছোটবেলায় গাছে বসে জামরুল খেতাম, আমার মনে পড়ে এখনো। খুবই পানসে এই ফল।আর ঘ্রানটাও অন্যরকম।

✅ Is this fruit is available in your market or have your own fruit trees? How much is it worth in your area

এখন আমাদের গাছ নেই।তাই মাঝে মাঝে বাজার থেকেই কিনে খেতে হয়।

আমি আমার তিনজন বন্ধু কে এই প্রতিযোগীতায় আমন্ত্রণ জানাতে চাই।
@hasina78 @mahadisalim @jannatmou

আমার পোস্ট টি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।
@ismotara
From @Bangladesh

Sort:  
 last year 

He has done a lot of nice art and gave a beautiful description step by step. That doesn't mean you have to eat only apples. Just like an apple, eating a banana every day is also beneficial for the body. In order to live a healthy life, it is necessary to accustom yourself to healthy food.

No need to go to the doctor - it's a cliché but there are several ingredients in apples that are actually good for the body.

I always wish you the best

 last year 

Thank you my dear.

 last year 

Hi, Greetings, Good to see you Here

Thank you so much for sharing your post at #steem4pakistan community. We are extremely happy to see your post.

Steemexclusive
Plagiarism Free
Bit Bot Free
Club Status#club75
Verified User
Voting CSI?
Rating8/10

Thank you so much for taking part in #club75

Steem Power UP = 44
Transfer Out Steem = 0



Note:

Thanks dear for showing your art skills by drawing beautiful sketch of java apple. Definitely it will be for healthier and happier living style. Keep engaging with others users posts too for enhancing your CSI. Thanks for participating. Wish you good luck.

 last year 

TEAM 3

Congratulations! This post has been upvoted through steemcurator06 We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @suboohi

1.png

 last year 

Thanks a lot.

 last year 

Nice drawing dear best of luck for contest 😍

 last year 

Thank you.

 last year 

Perfectly sketch and colored, all the best for contest

 last year 

It would be good if you will share this post on twitter. And try to use these tags
#steem $steem

  • you can add some more tag, e.i. travel, photography, nature(relevant to your post) .

  • Then share the link of your Twitter post under your Steemit post.

This is mandatory now for the growth of Community.

Thank you . If you have any question you ask me. I'm always here.

Screenshot_2023_0507_234531.png

 last year 

Thanks

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70434.55
ETH 3761.18
USDT 1.00
SBD 3.84