Review The Best Movies l've Ever Seen @sohanurrahman

in Hindwhale Community7 months ago (edited)

As-Salamu Alaykum (Peace Be Upon You)

আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি- [Review CONTEST] - Review The Best Motivational Movies You've Ever Seen. এরকম সুন্দর একট কনটেস্ট আয়োজনের জন্য @pea07 কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Which movie motivates you the most? Share a description of the movie if possible with a movie link

আমরা অনেকেই অবসর সময়ে মুভি দেখতে পছন্দ করি। কিছু মুভি শুধুমাত্র বিনোদনধর্মী হয় আবার কিছু মুভি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়৷ আজকে আপনাদের একটি হৃদয়স্পর্শী মুভির কথা বলব যে মুভিটির গল্প অসংখ্য দর্শকের মন জয় করে নিয়েছে। এই মুভিটি যে কোন মানুষের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। মুভিটির নাম- Children Of Heaven। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ইরানী চলচ্চিত্র ১৯ দশকের শেষে মুভিপ্রেমীদের কাছে অনেক সমাদৃত হয়েছিল।

children_of_heaven_aka_bache_haye_aseman_folder_by_akvh7_dd1u9fl-375w-2x.png
Source

  • মুভির নাম- Children Of Heaven
  • পরিচালক- মাজিদ মাজিদি
  • দেশ- ইরান
  • ভাষা- ফার্সি
  • স্থিতিকাল- ৮৮ মিনিট

এই ইরানী চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হলেও, এর গল্প এখনও যে কোন দর্শকহৃদয়ে অতি সহজেই জায়গা করে নিবে বলে আমি মনে করি। এই মুভিতে আধুনিক মুভির মত নেই কোন উন্নত ভিজ্যুয়াল ইফেক্ট। এই মুভির গল্পই মুভিটির মূল শক্তির জায়গা৷ মাত্র ৮৮ মিনিটের এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে একটি নিম্নবিত্ত ইরানী পরিবারের সুখ-দুঃখের গল্প। মুভিটির গল্পে আমিও আবেগাপ্লুত হয়েছিলাম। এই মুভিটি আমি শৈশবে সাদা-কালো টিভিতে দেখেছিলাম। তখন গল্পটির মর্মার্থ কি তা বুঝতে না পারলেও এখন এই গল্পটি আমাকে অবেগপ্রবণ করে তোলে। আমি মুভিটির গল্প আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি।

এই ইউটিউব লিংক থেকে দেখে নিতে পারেন মুভির ছোট্ট একটি রিভিউ

মুভির শুরুতে দেখতে পাই ছোট্ট একটি ছেলে এক জোড়া জুতো ঠিক করার জন্য মুচির কাছে এসেছে। জুতোগুলো ছিল তার ছোটবোনের। মেরামত করা এক জোড়া জুতো নিয়ে ছেলেটি একটি দোকানে আলু কিনতে যায়। আলু কেনার আগে সে জুতোগুলো দোকানের বাইরে একটি জায়গায় রাখে। আলু কেনার পর ছেলেটি দেখল যে জুতোগুলো যথাস্থানে নেই। একজন ময়লা সংগ্রহকারী তার জুতোগুলোকে ফেলে দেয়া জিনিস ভেবে নিয়ে চলে যায়। জুতো নিয়েই শুরু হয় ছবির মূল কাহিনি।

ছেলেটি জুতো খুঁজে না পেয়ে ভারাক্রান্ত মনে চলে যায় তার ছোট্ট বোনের কাছে এবং তার ছোট্ট বোনকে অনুরোধ করে সে যেন তার জুতো হারানোর বিষয়টি তাদের বাবা-মাকে না জানায়। এই ছেলেটি এই মুভির মুল চরিত্র, যার নাম আলী আর তার ছোট বোনের নাম জাহরা। আলী এবং জাহরা নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের সংসারে অভাবের শেষ নেই। তাদের বাবা একজন সীমিত আয়ের মানুষ। এছাড়া তাদের পরিবার বেশ কিছু জায়গায় ঋণগ্রস্ত ছিল। একজোড়া পুরনো জুতো হারিয়ে গেলে সেটার পরিবর্তে নতুন জুতো কেনার মত সামর্থ্য তাদের বাবার ছিল না। আর এই নির্মম সত্য আলী অনুভব করতে পেরেছিল। আর তাই সে তার বোন জাহরাকে জুতো হারানোর বিষয়টা তাদের বাবা-মার কাছে এড়িয়ে যেতে বলেছিল। আর ছোট্ট জাহরাও জুতোর জন্য কান্নাকাটি না করে তার বড় ভাইয়ের কথামত বাবা-মার কাছে বিষয়টি আড়াল করে। মুভির এই মুহূর্তগুলো আমাদের সমাজের নিম্নবিত্ত মানুষদের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে।

আলী এবং জাহরা দু'ভাইবোনই স্কুলে পড়াশোনা করে। জাহরার জুতো হারিয়ে যাওয়ায় আলী তার জুতোগুলো পড়ে জাহরাকে স্কুলে যেতে বলে এবং জাহরার স্কুল শেষ হলে আলী সেই জুতোগুলো পড়ে স্কুল যাওয়ার সিদ্ধান্ত নেয়। একই জুতো পড়ে দুই ভাই-বোন স্কুলে যেতে শুরু করে। আলীর জুতোগুলো জাহরার পায়ে বড় হলেও জাহরা সেই জুতোগুলো পড়ে স্কুলে যেতে বাধ্য হয়। আবার জুতোটি নোংরা হয়ে গেলে দুই ভাই-বোন সেটা পরিষ্কার করে।

ড্রেনে জুতো পড়ে যাওয়ার মুহুর্ত। ইউটিউব থেকে শেয়ার করা লিংক

একদিন জাহরা স্কুল থেকে ফেরার পথে তার পায়ের একটি জুতো ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে একজন বৃদ্ধ তাকে সেই জুতো পেতে সাহায্য করে। জুতো ড্রেনে পড়ে যাওয়ায় জাহরার স্কুল থেকে ফিরতে দেরি হয় এবং এর ফলে আলীর জুতো পড়ে স্কুলে উপস্থিত হতে দেরী হয়। আলী একজন ভাল ছাত্র এবং স্কুলের পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য একটি কলম উপহার পায়। আলী কলমটি তার বোন জাহরাকে উপহার দেয়।

একদিন জাহরা হারানো জুতোগুলো তার স্কুলের আরেকটি মেয়ের পায়ে দেখতে পায়। জাহরা এবং আলী যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন দেখতে পায় মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ। তাই তারা চুপচাপ সেখান থেকে চলে আসে। তারাও বুঝতে পারে যে, ওই মেয়েটির পারিবারিক অবস্থা তেমন ভাল নয় এবং মেয়েটির বাবা অন্ধ। আর পুরনো সেই জুতোগুলো জাহরার তুলনায় সেই মেয়েটির বেশি প্রয়োজন।

একদিন আলীর স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর সেই প্রতিযোগিতায় তৃতীয় পুরুষ্কার থাকে একজোড়া জুতো। আলী প্রতিদিন দৌড়ে স্কুলে যায় এজন্য সে দৌড়ে বেশ পারদর্শী। আলী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য তার শিক্ষককে অনুরোধ করে৷ শিক্ষক আলীর কান্না দেখে তার দৌড়ের পরীক্ষা নেন এবং আলীকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেন।

আলী খুশি হয়ে তার বোন জাহরার কাছে যায় এবং তার বোনকে বলে, সে যদি দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারে তাহলে সে তার পুরুষ্কারপ্রাপ্ত জুতোগুলো তার বোনকে উপহার দেবে। তখন জাহরা আলীকে প্রশ্ন করে তুমি প্রতিযোগিতায় প্রথম হতে চাও না কেন। তখন আলী তার বোন জাহরাকে বলে যদি সে প্রথম হয় তাহলে জুতো পাবে না এবং সে যদি তৃতীয় হয় তাহলে সে জুতোগুলো তার বোনকে দিতে পারবে। বোনকে জুতো উপহার দেয়ার জন্যই আলী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিল। মুভির এই মুহূর্তটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত।

পরবর্তীতে আলী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সে তার বোনকে একজোড়া জুতো এনে দেয়ার জন্য এই প্রতিযোগিতায় প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড় প্রতিযোগিতায় সে নিজের অজান্তেই প্রথম হয়ে যায়। আলী দৌড় প্রতিযোগিতা শেষে তার শিক্ষককে প্রশ্ন করেছিল সে কি তৃতীয় হতে পেরেছে। শিক্ষক বলেছিল সে প্রথম হয়েছে। কিন্তু আলী প্রথম হওয়ায় বিন্দুমাত্র খুশি হয়নি।কারণ, সে তার বোনের জন্য জুতোগুলো জিততে পারেনি। প্রথম হওয়ার পরেও আলীর মনে তৃতীয় পুরুষ্কারের আক্ষেপ থেকে যায়।

মুভির শেষ দৃশ্য। ইউটিউব থেকে শেয়ারকৃত লিংক

মুভির শেষে আলী ভারাক্রান্ত হৃদয়ে তার বোন জাহরার সাথে দেখা করে। এরপর তার ফোসকা পড়া পা পানিতে ডুবিয়ে বসে থাকে। মুভিটি এখানেই শেষ হয়। নিম্নবিত্ত পরিবারের মানুষদের অনেক আক্ষেপ থেকে যায়, তাদের বেশিরভাগ চাওয়া-পাওয়া পূরণ হয় না। আক্ষেপ আর অপূর্ণতা নিয়েই তারা সুখী হওয়ার চেষ্টা করে। আলী এবং জাহরাকে এক জুড়ো জুতোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে এবং জুতোর জন্য তাদের যে আক্ষেপ এবং কষ্ট করতে হয়েছিল তা কখনো শেষ হবে কিনা সেটা কারো জানা নেই।

মুভি লিংক- https://mlwbd.im/movie/children-of-heaven-1997-full-movie-online-download/


What is your emotional response to this movie?

এই মুভিটি যে কোন দর্শক হৃদয়ে জায়গা করে নিবে বলে আমার ধারণা। এই মুভি নিয়ে অনেকেই অনলাইনে তাদের আবেগঘন প্রতিক্রিয়া শেয়ার করে থাকেন। পরিচালক- মাজিদ মাজিদি তার চলচ্চিত্রে একজোড়া জুতোর জন্য আলী এবং জাহরার কষ্টের মুহুর্ত এবং একটি নিম্নবিত্ত পরিবারের সুখ-দুঃখের মুহুর্তেগুলোর সুন্দর বর্ণনা দিয়েছেন।

সত্যি বলতে এই মুভি দেখার পর আমার চোখেও পানি চলে এসেছিল। কারণ এটি একট বাস্তবধর্মী চলচ্চিত্র। কারণ বাস্তবেও মানুষের জীবনে এরকম অনেক বেদনাদায়ক মুহূর্ত থাকে যা আমরা অনেকেই অনুধাবন করতে পারিনা। একজুড়ো জুতোর জন্য আলী এবং জাহরা কষ্ট করলেও পুরো মুভিতে তারা তাদের কষ্টের কথাগুলো বাবা-মার কাছে গোপন করে গেছে। ছোট হলেও তারা তাদের বাবা-মার কষ্ট বুঝতে পেরেছে, নিজেদের চাহিদা সীমাবদ্ধ রেখেছে এবং বাবা-মাকে কোন কষ্ট দেয়নি।

তারা যদি একজুড়ো জুতো বাবার কাছে চাইত তাহলে তাদের বাবা কখনো মানা করত না। কিন্তু জুতো কিনতে তাদের দরিদ্র এবং ঋণগ্রস্ত পরিবারের যে কতটা কষ্ট হবে তা দুই ভাই-বোন অনুধাবন করতে পেরেছিল।

আলী এবং জাহরার শিশুহৃদয় দুটি যে কতটা বিজ্ঞ এবং তারা যে তাদের বাব-মাকে কতটা ভালোবাসে সেই অকৃত্রিম ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে যখন আমরা দেখতে পাই যে দুই ভাই-বোন একই জুতো পড়ে স্কুলে যায় এবং জাহরা তার জুতো হারানোর বিষয়টা তার বাবা-মার কাছে গোপন করে যায়। চিলড্রেন অফ হেভেন অর্থাৎ স্বর্গের শিশু। আলী এবং জাহরা দুই ভাই-বোনের একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভলোবাসা, তাদের ধৈর্য্য ও জীবন সংগ্রাম, বাবা-মার প্রতি তাদের ভালোবাসা এবং অন্যান্য যে মানবিক গুণাবলি তাদের মধ্যে বিদ্যমান আছে তা যেন স্বর্গ থেকে আগত।

এই মুভির এরকম আবেগঘন এবনং শিক্ষনীয় মুহুর্তগুলো আমাকে আবেগাপ্লুত করেছে।


How does this motivate me?

এই মুভিতে অনেকগুলো শিক্ষনীয় মুহূর্ত আছে যা আমাকে অনুপ্রাণিত করে।

মুভিতে আমরা দেখতে পাই যে জাহরা এবং আলী জুতো হারিয়েও তাদের বাব-মার কষ্টের কথা ভেবে কখনোই জুতো হারানোর বিষয়টি তাদের বাব-মার কাছে কখনো প্রকাশ করেনি। বাস্তব জীবনেও আমাদের অনেক অপ্রাপ্তি থাকে এবং আমরা দামী কোন কিছুর জন্য অনেক সময়ই বাবা-মাকে চাপ দেই এবং সেগুলো না পেলে মন খারাপ করি। আলী এবং জাহরার গল্প আমাদের বাবা-মাকে কষ্ট না দেয়ার শিক্ষা দেয়।

আবার আমাদের জীবনে চাহিদার কোন শেষ থাকে না। আমরা অনেক কিছু প্রাপ্তির আশা করি এবং অপ্রাপ্তির লিস্টগুলো আমাদেরকে চরমভাবে হতাশ করে। ভালো কোন চাকরির হতাশা, ভালো কোন বাড়ির হতাশা, হতাশার যেন কোন শেষ নেই। আবার আমরা সমাজের অনেক উচ্চবিত্ত মানুষদের সাথে নিজের বর্তমান অবস্থার তুলনা করে হতাশ হই। কিন্তু আমাদের চাহিদাগুলোর মধ্যেও একটা সীমাবদ্ধতা থাকা উচিত এবং আমাদের নিম্নস্তরের মানুষদের জীবন ইতিহাস পর্যালোচনা করা উচিত যাতে আমরা আমাদের অপ্রাপ্তি থেকে কখনো হতাশ না হই।

আমাদের সমাজে আলী আর জাহরার মত কষ্টে জর্জরিত অনেক শিশু আছে এবং তাদের থেকে আমরা কতটা ভালো আছি তা কখনো ভেবে দেখিনা। আমরা যদি আমাদের থেকে নিচু অবস্থানে থাকা মানুষদের কথা চিন্তা করি এবং তাদের জীবনবৃত্তান্ত ও ধৈর্য্যশক্তি পর্যালোচনা করি তাহলে আমরা কখনোই হতাশ হতাম না। আলী এবং জাহরা যখন তাদের হারিয়ে যাওয়া জুতোগুলোর সন্ধান পায় এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় যে, সেই জুতোগুলো তাদের জন্য যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন অন্য আরেকজনের কাছে, তখন তারা নীরবে সেখান থেকে প্রস্থান করে। কারণ তারা অনুধাবন করতে পেরেছিল যে তাদের থেকেও ওই পরিবারের কষ্ট অনেক বেশি। মুভির এই অংশটি আমাকে দারুণভাবে মোটিভেট করে।


Why would you recommend someone to watch this movie?

পরিচালক মাজিদ মাজিদি এই চলচ্চিত্রে একটি নিম্নবিত্ত পরিবারের গল্পকে অসাধারণভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই মুভির মূল চরিত্র আলী এবং জাহরার অসাধারণ অভিনয় দেখে আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছি। গল্পে একটি পরিবারের দুটি শিশুর আবেগ, ভালোবাসা, পাওয়া না পাওয়ার গল্প এতটাই রোমাঞ্চকরভাবে প্রকাশ করা হয়েছে যে এই গল্পটি পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। মুভিটিতে অতি সাধারণ একটি পরিবারের গল্প থাকলেও গল্পটি থেকে সমাজের অনেক বিষয় অনুধাবন করা যায় এবং এতে অনেক শিক্ষনীয় বিষয় উপলব্ধ আছে। আর বাস্তবধর্মী চলচ্চিত্র হওয়ায় আপনার দর্শক হিসেবে মনে হতে পারে যে আপনি হয়তো টিভির স্ক্রিনে নয় বরং বাস্তবে কোন একটি পরিবারের সুখ-দুঃখের গল্প দেখছেন এবং আলী ও জাহরার মত নিষ্পাপ শিশুদের হাসি এবং কান্নায় নিজেও হাসবেন এবং অশ্রুসিক্ত হবেন। আর এসব কারণেই এই মাস্টারপিস মুভিটি দেখার জন্য সবাইকে পরামর্শ দিব। এই মুভিটির IMDB রেটিং ১০ এ ৮.২। কিন্তু আমার কাছে মুভিটি এতটাই ভাল লেগেছে যে আমার কাছে এই মুভির রেটিং ১০ এ ১০। মুভিপ্রেমীদের জন্য Children Of Heaven একটি মাস্ট ওয়াচ মুভি।

রেফারেন্স, রেফারেন্স


@chant, @ridwant & @josepha কে এই কনেটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।


Support @pennsif and @pennsif.witness for the growth of this platform. Vote for @pennsif.witness here https://steemlogin.com/sign/account-witness-vote?witness=pennsif.witness&approve=1]


Thank you for reading ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 7 months ago 

I've seen this Iranian film several time, this moves also remake with Hindi and several Indian languages. One of the best movies i ever seen, very nice scripted cinema and gained may awards. Thank you for recall the movie

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61829.34
ETH 2395.18
USDT 1.00
SBD 2.63