"S13/W5 - 90's vs 2K"

in Hindwhale Community11 months ago
Modern Cabinet Furniture Instagram Post_20231119_115209_0000.png Edited by Canva

Hello Everyone,
In the fifth week, the community authorities set a great theme. Participating in such themes is really very important. I come to participate in the same with pleasure. So let's all get to the point.

I would like to invite some of my honourable friends @ridwant, @fombae and @edgargonzalez to participate this attractive topic.

If you lived in both generations, like 90s and 2k which one did you like the most?

pexels-photo-3491709.jpegsource

90 এবং 2k এই দুইটির মধ্যে আমি 2k এর জীবনধারা পছন্দ করবো। কারণ এই সময়ে আমরা উন্নত প্রযুক্তির যুগে রয়েছি। উন্নত প্রযুক্তির সংস্পর্শে আমরা আরও একটি উন্নতি জীবনধারাতে পদার্পণ করেছি।

মানুষ প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে ব্যস্ত। অবশ্যই ইতিহাস অর্থাৎ পূর্বের সেই সময়কে আমরা বাদ দিতে পারি না। কিন্তু প্রয়োজন অনুসারে দিন দিন আমরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার উপভোগ করছি এবং নিজেদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আমাদের সকলের মনেরই একটি অদম্য ইচ্ছা দিন দিন উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদেরকেও উন্নত করা। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনোই চাইবো না সেই পুরনো দিনের অনুন্নত জীবনে পুনরায় ফিরে যেতে।

How is school life now, and what was it like in the nineties?

possible-379215_1280.jpgsource

2k স্কুল জীবন:-

✅শিশুরা যদি স্কুলে উপস্থিত হয় একশত জন, তাহলে সাথে বাবা অথবা মা উপস্থিত হয় ষাট/সত্তর জন। কারণ এখনকার অভিভাবকেরা শিশুদের লেখাপড়ার ব্যাপারে অনেক সচেতন।

✅ বর্তমান আমদের দেশে আর বইয়ের প্রয়োজন হচ্ছে না। হাতে কলমে শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। যেখানে জ্যামিতিক প্রতীকের সাহায্যে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হচ্ছে।

✅ স্কুলে শিক্ষার্থীদের জন্য মধ্যান্হভোজের আয়োজন ও আছে।

✅ প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের ব্যবস্থা আছে।

✅ সরকারিভাবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উন্নত প্রযুক্তির ডিভাইস ট্যাব ও বিতরণ করা হয়েছে।

✅ডিজিটাল ভাবে উপস্থিতি কাউন্টের ব্যবস্থা চালু হয়েছে, তার ফলে আর স্কুল ফাঁকি দেওয়া সম্ভব নয়।

✅ মেয়েদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান মেয়েদের জন্য শতভাগ বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যন্ত সকল বেতন মওকুফ করা হয়েছে।

✅ সত্যি কথা বলতে এখনকার সময়ে লেখাপড়ার প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা আছে।

90 স্কুল জীবন:-

✅ আমাদের দেশে নব্বইয়ের দশকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম ছিল। যাতায়াতের দূরত্বের জন্য অনেকেই স্কুলে যেত না।

✅ শিশুদের সাথে কোনো অভিভাবক স্কুলে যেত না। কারণ মানুষ এখনের মতো সচেতন ছিল না।

✅ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা ছিল কাঁদাযুক্ত। যার ফলে বর্ষাকালে শিক্ষার্থীদের অনুপস্থিতি বেশি থাকতো।

✅ সরকারি অর্থায়নে বই বিতরণ করা হতো না। এ কারণে দেখা যেত শিক্ষার্থীদের বই ক্রয় করতে করতে বছরের অর্ধেকটা সময় অতিবাহিত হয়ে যেত।

✅ শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। ৯০ এর দশকে খেলাধুলা ছিল সীমিত কয়েকটি।

✅ মেয়ে ও ছেলে উভয় শিক্ষার্থীদের বেতন দিতে হতো। যার ফলে অর্থের অভাবে অনেক শিক্ষার্থী অকালেই লেখা পড়া থেকে ঝরে পড়তো।

✅ ৯০ এর দশকে লেখাপড়ার প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা ছিল না। প্রয়োজন হলেই খুব সহজে সেটি হাতে পাওয়া যেত না।

Compare 90s entertainment with 2K entertainment.

live-music-2219036_1280.jpgsource

➡️ ৯০ দশক এমন একটি সময় যে ধারণা করা হয় ওই সময় জন্মগ্রহণ করা এবং বেড়ে ওঠা শিশুদের এমন একটা সময় ছিল যারা সর্বশেষ প্রকৃতির মাঝেই বেড়ে উঠেছে। মাটির খুব কাছাকাছি এবং জলের সংস্পর্শে থেকে অর্থাৎ প্রকৃতির কোলে বেড়ে ওঠা সর্বশেষ প্রজন্ম এই ৯০ দশকের সময়কার শিশুরা।

90 এর বিনোদন:-

✅ নিজেদের মধ্যে দল বেঁধে উম্মাদনা ও দুরন্তপনা।

✅চরম উত্তেজনায় পূর্ণ মূহুর্ত ছিল শুক্রবার বিকেল তিনটার সময় বাংলা ছায়াছবি দেখার মূহুর্ত। অন্যের বাড়িতে গিয়ে সাদাকালো টেলিভিশনের পর্দায় সকলে একসাথে বসে ছায়াছবি দেখা।

✅ সপ্তাহের শুক্রবার সন্ধ্যায় আলিফ লায়লা ও নিউ অ্যাডভ্যান্সার সিনবাদ, Robin Hood etc.

✅ স্কুলে যাওয়ার জন্য বাবা মায়ের কাছ থেকে পাওয়া এক অথবা দুই টাকা বিশ্ব জয়ের মতো ব্যাপার ছিল।

2k বিনোদন:-

✅ আমাদের হাতে থাকা মোবাইল ফোন হচ্ছে বিনোদনের সর্বোত্তম মাধ্যম।

✅funny video দেখা।

✅ কার্টুন সিরিজ দেখা।

✅ টেলিভিশনে মজার শো গুলো দেখা।

✅ বন্ধুদের সাথে দল বেঁধে মাঠে গিয়ে ভিডিও create করা।

✅ টেলিভিশন ও যথেষ্ট হচ্ছে না, তাই বড় পর্দায় খেলা দেখা।

✅ চায়ের দোকানে আড্ডা দেওয়া। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথোপকথন।

Compare 90's and 2K's games/sports

➡️ এছাড়া খেলাধুলায় এসেছে আমূল পরিবর্তন। এখনকার দিনে অনেক অনেক নতুন নতুন খেলার আবির্ভাব হয়েছে। কিন্তু ৯০ এর দশকেও মানুষ স্বল্প পরিবেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। সে সম্পর্কে আমি এই প্রশ্নের উত্তরে কিছু তথ্য উপস্থাপন করব।

90 দশকের খেলাধুলা:-

✅ আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল এবং ক্রিকেট কমই খেলা হতো।

✅ ওই সময় লাটিম, ডাংকুলি , সাত চাড়া, কিত কিত, তাল পাতার ঠেলাগাড়ি, নারকেল পাতার ঘড়ি ও চশমা। এমনকি দল বেঁধে ঘুড়ি ওড়ানো। তবে আজ বাংলাদেশে যে জনপ্রিয় খেলা ক্রিকেট, এটার বীজ রোপিত হয়েছিল নব্বইয়ের দশকে।

✅তখন সচরাচর টেলিভিশনের পর্দায় খেলা সম্প্রচার করা হতো না। এই ক্ষেত্রে সর্বোত্তম মাধ্যম ছিল রেডিও।

2k খেলাধুলা:-

✅ ক্রিকেট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিভিশনের পর্দায় দেখা ও স্কুল ছুটির দিনে ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

✅ শীতের সময় ব্যাডমিন্টনের সোরগোল লেগেই থাকে।

✅ বর্ষাকালে ফুটবল খেলার কুঞ্জন শোনা যায়।

✅ মোবাইল গেম - ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি আরো অনেক গেম এখন জনপ্রিয়।

✅শুধু/দাবা এখন আর মানুষ লাগছে না খেলার জন্য। হাতে থাকা মোবাইলের মাধ্যমেই খেলা যায়।

Compare the sweets from the 90s and the 2Ks.

➡️ নব্বইয়ের দশক ও এখনকার সময়ের মধ্যে যথেষ্ট ভিন্নতা লক্ষনীয়। আমার কাছে নব্বইয়ের মিষ্টি ছিল গুনগত মান সম্পন্ন। কারণ তখন ছিল না কোনো ভেজাল। বিশেষ করে মিষ্টি জাতীয় সকল খাবার ভালো ছিল।

90 এর মিষ্টি:-

✅ খেজুর রসের গুড় ও তাল রসের গুড়, এটাই ছিল প্রধান।

✅ খেজুর রসের তৈরি পায়েশ।

✅ রসগোল্লা (চিনি, দুধ, ময়দা)

✅ সময়ের বিবর্তনে হারিয়ে গেছে শন পাপড়ি যেটা নব্বইয়ের দশকে পাওয়া যেত। ওহ! তিন আঙ্গুল দিয়ে চেপে মুখে দেওয়ার পর চোখ বন্ধ করে স্বাদ গ্রহণ করা। এটা শুধুমাত্র নব্বই দশকের শিশুরাই উপলব্ধি করতে পারবে।

✅নব্বই দশকে দোকানে পৌঁছে মিষ্টি ক্রয় করতে হতো।

2k মিষ্টি:-

✅ এখন খেজুরের মিষ্টিতে আর পূর্বের মতো মিষ্টি ঘ্রাণ নেই।

✅ মিষ্টি স্বাদের নানারকম চকলেট ও কেক বাজারে পাওয়া যায়।

✅ নানা প্রকার মিষ্টি ডিজার্ট পাওয়া যায়।

✅ এখন বৃষ্টির দোকান আর শুধুমাত্র রসগোল্লার মধ্যে সীমাবদ্ধ না বরং রসগোল্লার পাশাপাশি অনেক প্রকার নতুন নতুন মিষ্টি দেখা যায়।

✅নব্বই দশকের মত দোকানে গিয়ে মিষ্টি ক্রয় করতে হয় না। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই মিষ্টি পাওয়া যায়।

END

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Hola amigo

Las comparaciones que haces entre una década y la otra son muy buenas porque nos permite apreciar las grandes diferencias que hay entre los 90 y los 2000.

Yo particularmente viví mucho mejor en la década de los 90 fue el inicio de muchas cosas que con los años han ido mejorando pero fuimos nosotros Los pioneros que en los años 90 estábamos experimentando muchas cosas que estaban apareciendo en el mercado.

Suerte en tu concurso

Saludos

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Screenshot_20231101_062609_Picsart.jpg

Curated by : <@damithudaya>

@damithudaya,

Thank you so much for your encouraging support. 🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61438.76
ETH 2384.57
USDT 1.00
SBD 2.58