HWC contest #38: POWER UP & WIN - WEEK 29-@litu(24sp)
আসসালামু আলাইকুম হিনডহোয়েল কমিউনিটির বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে সুস্থ এবং ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
কষ্টের শুরুতেই আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের এডমিন আপুকে @jyoti-thelight এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।
পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করা সব সময় আমার জন্য একটি আনন্দের বিষয়। আমি পাওয়ার অফ করতে পারলে খুবই খুশি হই কারণ আমার পাওয়ার বৃদ্ধির সাথে সাথে আমি পোস্ট, কমেন্ট এবং সবাইকে ভোট দিতে পারি। কমপাওয়ার থাকলে কাজ করা একটু কষ্টের হয়ে যায়। আমি স্টিমিটে নতুন এসেছি তাই কয়েকবার পাওয়ার আপ করেছিলাম কিন্তু আমি কনটেস্টে অংশগ্রহণ করতে পারিনি কারণ আমার পাওয়ার অফ গুলো ছিল ১০ স্টিমের নিচে। আর এই কনটেস্টে অংশগ্রহণের শর্ত হলো দশ স্টিমের উপরে পাওয়ার আপ করতে হবে। এবার আমি প্রায় ২৪ স্টিম এর মত পাওয়ার আপ করেছি তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি।
চলুন এখন আমি আমার পাওয়ার আপের ধাপগুলো আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো। কিভাবে আমি পাওয়ার আপ করেছিলাম।
ধাপ-১
প্রথমে আমি আমার ওয়ালেটে প্রবেশ করেছিলাম। প্রবেশ করে আমি দেখি আমার কাছে ২৪.৭ স্টিম রয়েছে। এরপর আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করেছিলাম।
ধাপ-২
পাওয়ার আপ অপশনে যাবার পরে আমি কত স্টিম পাওয়ার অফ করব তা দেখাচ্ছিল। আমার কাছে যতগুলো স্টিম ছিল আমি সবগুলো পাওয়ার আপ করেছি।
ধাপ-৩
এমাউন্ট বসানোর পরে আমি পাওয়ার অফ অপশনে ক্লিক করেছিলাম। পাওয়ার আপ অপশনে ক্লিক করার পরে আমি একটিভ কি দিয়ে আমার পাওয়ার আপ এর কাজ কনফার্ম করেছিলাম।
ধাপ-৪
একটিভ কি দেওয়ার পরে আমার পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে আমি আমার ওয়ালেটে এসে দেখলাম আমার সর্বমোট ৫৯ এসপি হয়েছে।
এভাবে আমি আমার পাওয়ার আপের কাজ সম্পন্ন করেছিলাম।
আমার তিনজন নিমন্ত্রণ করা বন্ধুরা হলেন:
@habiburrahaman
@sabrip
@yulexys21
আশা করি সামনের দিনগুলোতে আমি আরো বেশি বেশি যেন পাওয়ার আপ করতে পারি এই দোয়া আপনারা করবেন। আজকে এই পর্যন্তই আবারো কোন একদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Thanks