COOKING🥝 CONTEST WEEK#02: 🍜🍛SHARE MY COOKING EXPERIENCE🍲

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন।আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।
আমার ইউজার আইডি হল @ranarahman;

আজকে @around-theworld কমিউনিটির কনটেস্টের টপিক হল "Cooking"। তাই আমার রান্না করা " মুরগির মাংসের ভুনা" রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

IMG_20210802_161947.jpg

মুরগি মাংসের ভুনা

"মুরগির মাংসের ভুনা রেসিপির জন্য যে সব জিনিস প্রোয়োজন"।

উপকরণ :

  • ১টি কাটা মুরগি ১/২ কেজি।
  • আদা বাটা ১ চা চামচ।
  • রসুন বাটা ২ চা চামচ।
  • পিয়াজ ৩/৪ টা কুচি ।
  • লবণ পরিমাণ মতো।
  • লাল মরিচ ২/৩ চা চামচ।
  • গরম মসলা ১ চা চামচ।
  • ধনিয়া গুড়া ১/২ চা চামচ।
  • হলুদ গুড়ো ১/২ চা চামচ।
  • গোলমরিচ ৪/৫ টা।
  • এলাচি ছোট ৩/৪ টা।
  • জিরা বাটা ১/২ চা চামচ।

ধাপ #১

IMG_20210802_161110.jpg

প্রথম ধাপে মাংসটি ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাএে রাখি।

ধাপ #২

IMG_20210802_160925.jpg

দ্বিতীয় ধাপে ৩-৪টি চারটি পেঁয়াজ কুচি কুচি করে নেয়া হয়েছে।

ধাপ #৩

IMG_20210802_124824.jpg

এবার কিছু আদা বাটা,রসুন বাটা,জিরা বাটা নেয়া হয়েছে।

ধাপ #৪

IMG_20210730_195507.jpg

চতুর্থ ধাপে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গোলমরিচ, লং, ধনিয়ার গুঁড়া উপকরণ নেয়া হয়েছে।

ধাপ #৫

IMG_20210802_161514.jpg

এবার কিছু আলু টুকরো করে নিতে পারেন মুরগির ভুনাটি মজাদার করার জন্য।

ধাপ #৬

IMG_20210802_161241.jpg

এবার ষষ্ঠ ধাপে রান্নার জন্য কড়াইয়ে তেল দেই। তেল গরম হলে তারপরে পিয়াজ কুচি ছেড়ে দেই।

ধাপ #৭

IMG_20210802_161348.jpg

সপ্তম ধাপে পিঁয়াজ ভাজাটা একটু লাল হলে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি।

ধাপ #৮

IMG_20210802_132728.jpg

অষ্টম ধাপে পিয়াজ রসুন মসলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি।

ধাপ #৯

IMG_20210802_161559.jpg

এবার কষানো মশলা গুলোর উপরে মুরগির মাংস এবং আলু টুকরোগুলো দিয়ে দিই। এবার কিছুখন ঢেকে রাখি।

ধাপ #১০

IMG_20210802_161649.jpg

এবার মুরগির মাংস টি কিছুক্ষণ রাখার পর নড়াচড়া দিয়ে দেখতে হবে। মশলা গুলো ভালোভাবে মিশেছে কি না।

ধাপ #১১

IMG_20210802_160849.jpg

এবার ৩০ থেকে ৪০ মিনিট রাখে দিলেই।তৈরি হয়ে যাবে। মুরগির মাংসের ভুনা। এবার
প্লেটে পরিবেশন করি।

আশা করি আমার "মুরগির মাংসের ভুনা" রেসিপিটি সবার ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল আপনার রেসিপি টা।❣️🥰

ধন্যবাদ ভাই

 3 years ago 

Beautiful recipe description. Thanks for sharing

welcome brother

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66099.02
ETH 3560.98
USDT 1.00
SBD 3.16