(Contest) Colour Paper Crafts Contest. 21 Steem Prize Pool. By @alsarzilsiam

in STEEM FOR TRADITION3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাগজ দিয়ে ব্যাঙ বানিয়ে দেখাবো এবং কিভাবে আমি এই কাগজের ব্যাঙ বানালাম তার পদ্ধতি টি উল্লেখ করে দেব। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে । শুরু করার আগে একটি কথা না বললেই নয় , এই কনটেস্টে যিনি আয়োজন করেছে @tasonya আপু, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

IMG_20210624_150444.jpg

চলুন শুরু করা যাক



  • প্রথমে আমরা একটি রঙিন কাগজ নিয়ে নেব। কাগজটি অবশ্যই এ ফোর সাইজ হতে হবে। লক্ষ্য রাখতে হবে কাগজটি যাতে একটু শক্ত হয়। কারণ এ ফোর সাইজের অনেক ধরনের কাগজ বাজারে কিনতে পাওয়া যায় আমরা চেষ্টা করবো একটু শক্ত ধরনের কাগজটা কেনার জন্য। ছোটবেলায় যখন আমরা নৌকা বানিয়ে ছিলাম। হয়তো অনেকেরই মনে আছে ঠিক সেভাবেই একটি ভাযাক দিতে হবে। যা আপনারা এখন ছবিতে দেখতে পারছেন।👇

IMG_20210624_145837.jpg

IMG_20210624_145639.jpg

  • এরপর কাগজের নিচের যে অংশটি আমরা ভাঁজ করেছিলাম সেটি আলাদা করে দেব বা মূল কাগজ থেকে কেটে নেব 👇

IMG_20210624_144551.jpg

  • মূল কাগজ এটি রয়েছে তার উপর দিয়ে দুটি ভাজ দেব। আপনারা ছবিটি লক্ষ করুন। 👇

IMG_20210624_144626.jpg

  • কাগজে ভাজ দেওয়া হয়ে গেলে, সবগুলো ভাজ খুলে দেব এবং একটি সমতল ভাবে রেখে দেবো । তখন আপনাদের সামনে শুধুমাত্র কয়েকটি ভাজ নজরে পড়বে। আমাদের সেই ভাযাক দরকার। একটি কথা মনে রাখতে হবে, কাগজ দিয়ে যখন আপনি কোন কিছু তৈরি করবেন কাগজের ভাঁজের ওপর নির্ভর করবে এটি কত নিখুঁত হবে। 👇

IMG_20210624_144640.jpg

  • এখন যে পদ্ধতির কথা বলব, সেটি হচ্ছে এই কাগজের ব্যাঙ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ছবিতে যেরকম দেখতে পারছেন ওইভাবে ভাজ দেওয়ার চেষ্টা করবেন👇

IMG_20210624_144712.jpg

IMG_20210624_144735.jpg

  • উপরে যেভাবে আপনি ভাঁজ দিয়েছিলেন দুই সাইডেই সে একইভাবে ভাঁজ দিতে হবে । ভাঁজ দেওয়ার পরে আপনি এরকম একটি অবস্থায় দেখতে পারবেন👇

IMG_20210624_144750.jpg

  • যে ভাঁজটি করছি, সেই ভাঁজ এর মধ্যে হালকা চাপ দিয়ে সমতলে আনার চেষ্টা করতে হবে তখন কাজগটি দেখতে এরকম লাগবে👇

IMG_20210624_144813.jpg

  • আমরা কাগজের যে সাইটে ভাঁজ করেছিলাম তার ঠিক উল্টো দিকে এখন কাজ শুরু। আপনি ছবিটি দেখতে পারছেন ঠিক আগের মত কাগজটি উল্টিয়ে একটি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। 👇

IMG_20210624_144826.jpg

IMG_20210624_144948.jpg

  • এইতো আমাদের যে মুখ্য কাজটি ছিল সেটি আমরা করে ফেলেছি। এখন যে বাকি যে কাজগুলো রয়েছে তা অনেক সহজ। মাঝখানে ভাজঁ দেওয়ার পরে দুই সাইট থেকে অংশ নিয়ে আবার ছবির মত করে ভাজঁ দিতে হবে👇

IMG_20210624_145015.jpg

1624528488529.jpg

  • যে দিকে ভাজঁ দিয়েছি তা ঠিক নিচের দিক থেকে অল্প একটু অংশ আরেকটি ভাজঁ দিতে হবে। ভাজঁ দেওয়ার পরে সেখানে দুটো ফুটো রয়েছে সেই ফুটের মধ্যে ছবির মত করে ভাঁজ গুলো ঢুকিয়ে দিতে হবে👇

IMG_20210624_145057.jpg

IMG_20210624_145120.jpg

  • ভাঁজ গুলো কাগজের মধ্যে ঢুকানোর পরে দেখতে অনেকটা এ রকম লাগবে। অনেকটাই প্রায় ব্যাঙের মতো হয়ে গিয়েছে। এখন অল্প কিছু কাজ বাকি।👇

IMG_20210624_145137.jpg

  • এখন কাগজটি উল্টিয়ে নেব। এর বিপরীত দিকে এখন আমাদের কাজ করতে হবে। 👇

IMG_20210624_145147.jpg

  • কাগজটি উল্টিয়ে নিয়ে ছবির মত করে ব্যাঙের হাত এবং পা দিতে👇

IMG_20210624_145224.jpg

  • হাত পা দেওয়ার পরে অনেকটা এ রকম লাগবে👇

IMG_20210624_145314.jpg

  • এখনো কিছু কাজ বাকি রয়েছে। আমরা এমন একটি ব্যাঙ বানাবো যেখানে পিছন দিকে হালকা টাচ করলে ব্যাংকটি লাফ দিবে। এখন ছবিতে যেভাবে দেখেছি সেভাবেই ভাজঁ দিতে হবে👇

IMG_20210624_145337.jpg

IMG_20210624_145422.jpg


  • ব্যাস হয়ে গেল একটি সুন্দর কাগজের তৈরি ব্যাঙ । এটির পিছনের দিকে টাচ করলে কাগজের ব্যাঙ লাফ দিবে। 👇

1624529483595.jpg

1624529483608 (1).jpg


আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে

1624525732630.jpg


আমি আমার তিনজন বন্ধুকে ইনভাইট করলাম তারা যেন এই কনটেস্টে অবশ্যই পার্টিসিপেন্ট করে।
@selinasathi1
@bdhero
@shohana1


আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই @tasonya আপুকে । তিনি এই সুন্দর কনটেস্ট এর আয়োজন করেছে। সবশেষে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কে ধন্যবাদ। এত সুন্দর একটি প্ল্যাটফরম আমাদের জন্য তৈরি করে দেয়ার জন্য।

Cc,
@art-bangladesh
@oppongk

Sort:  

অনেক সুন্দর ছিলো আপনার তৈরি কাগজের ব্যাঙ

ধন্যবাদ।

most welcome

 3 years ago 

অনেক সুন্দর ছিল ভাইয়া

ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে।

Hello @alsarzilsiam. Thanks for participating this contest. I like your work.your work is really good.

tnx

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61438.76
ETH 2384.57
USDT 1.00
SBD 2.58