আমার কবিতা -"একফালি রোদ"

in Helpage India4 years ago

PicsArt_05-19-04.10.32.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

বেশ কয়েকদিন বাদে আজ আবার প্রচন্ড গরম পড়েছে। সেদিনের হালকা বৃষ্টি আর দমকা হাওয়ার পর পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা ছিলো, রোজই বিকালের দিকে হালকা হালকা মেঘও হচ্ছিল, তবে আজ যেন আবার সেই আগের গতিপথেই চলছে আবহাওয়া।

যাইহোক, আজ আমি আপনাদের সাথে আমার লেখা একটা কবিতা শেয়ার করতে চলেছি, কবিতাটা অনেক আগের লেখা, পুরোনো ডায়েরির পাতাতেই এত দিন স্থান পেয়েছে, আজ আপনাদের সাথে শেয়ার করবো। জানিনা কেমন লাগবে।

২০০৮ সালে জীবনে প্রথম আমি আর শুভ একটা পার্কে গিয়েছিলাম, প্রসঙ্গত বলে রাখি, সেইদিনই প্রথম আর সেই দিনই শেষ। তারপর আর যাওয়া হয়নি কোনোদিন। সেদিন কোনো কথা হয়নি দুজনের। মনে প্রচন্ড ভয় যদি কেউ দেখে ফেলে, আর মায়ের পর্যন্ত খবর যায় তাহলেই আমি শেষ।

যাইহোক জীবনের মতোই প্রত্যেকটা সম্পর্কেও চড়াই উৎরাই থাকে, আমাদেরও ছিলো, সেই রকমই কোনো এক মুহুর্তে পার্কে যাওয়া দিনের কথা মনে করে লেখা কবিতা যার নাম দিয়েছি - "একফালি রোদ"

           "একফালি রোদ"

একফালি রোদ যখন গায়ে পড়ে,
তখন মনে পড়ে তোমাকে।
মনে পড়ে, তোমার সঙ্গে কাটানো,
পড়ন্ত রোদের বিকাল টাকে।
মনে পড়ে, যা তোমাকে স্পর্শ করে,
তা শুধু আমার গায়ের প্রতিফলন।
মনে পড়ে, হাসি- কান্না ভেজা,
সেই একফালি রোদকেই,
যা উঠেছিল শুধু তোমাকেই কেন্দ্র করে।
...... কিন্তু কালের সময় চক্রে যা মলিন হয়ে গেছে,
মলিন হয়ে গেছে সেই একফালি রোদ।
হারিয়ে গেছে সেই পড়ন্ত বিকাল,
যা তোমার সঙ্গে একান্ত গোপনে কাটানো।
........... আজ তুমি নেই সাথে,শুধু.......
স্মৃতি করে রাখা আছে সেই সময়গুলো।

             ----- সমাপ্ত -----

ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।শুভরাত্রি।

Sort:  
 4 years ago 

much love sister. thanks for share your experience.

 4 years ago 

@shuvo35 Thank you 🙏.

 4 years ago 

Brilliant writing sister. Tumi tho dekhi jadu jano.

 4 years ago 

@hiramoni Thank you 🙏.

 4 years ago 

@hiramoni Ami jadu janina,tobe nijer moner kotha lekhar chesta kori matro.dhonnobad amar lekha pochhondo korar jonno.

Very nice poem

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 97223.78
ETH 3676.06
SBD 3.81