"First Contest| Animal Photography | HelpAge India"

in Helpage India3 years ago

IMG-20210507-WA0000.jpg

IMG-20210506-WA0013.jpg

প্রিয়,
পাঠকগণ,

কেমন আছেন আপনারা?আশাকরি সবাই ভালো আছেন,সাবধানে আছেন।

Blockchain এ কাজ শুরু করার পর, আজ প্রথম বার আমি কোনো contest এ অংশগ্রহণ করছি।প্রথমেই ধন্যবাদ জানাই @helpageinida community কে তো সুন্দর একটা contest চালানোর জন্য।

আর ও যেটা ভালোলাগার বিষয় সেটা হলো আমার contest এর প্রথম লেখাটাই আমি পিকলুকে নিয়ে লিখতে পারছি। পিকলুকে আপনারা আমার পোস্টে অনেক সময় দেখেছেন। প্রায় দুই বছর হয়ে গেলো সে আমাদের সাথে আছে।বর্তমানে তার বয়েস প্রায় দেড় বছর।আজকে তার কিছু activity নিয়েই কথা বলবো আপনাদের সাথে।

আজ প্রথমেই কথা বলবো ওকে স্নান করানোর অভিজ্ঞতা নিয়ে।শুরুতেই জানিয়ে রাখি জল তার ভীষণ অপছন্দের। আর এখন ছাদে নিয়ে গেলেই বোঝে স্নান করানো হবে, তাই শুধু ফাঁক খোঁজে নিচে পালিয়ে আসার। ওকে একটা medicated shampoo দিয়ে স্নান করাই। গায়ে জল পড়তেই সে খুব রেগে যায় আমার উপর।ওদের পায়ের তলা এবং নখের ফাঁক গুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। নাহলে infection হয়ে যেতে পারে। আর ওর যেহেতু অনেক পশম তাই ওর ক্ষেত্রে আর বেশি যত্নশীল হতে হয়।
IMG_20210506_155337.jpg

IMG_20210506_155237.jpg

IMG_20210506_155255.jpg

IMG_20210506_155319.jpg

IMG_20210507_003122.jpg

এরপর আসি ওর পশম আঁচড়ানোর কথায়। স্নান করার পরপরই আমি ওর পশম আঁচড়ে দেই না।প্রথমত ও ভীষণ রেগে থাকে, আর দ্বিতীয়ত পশম ভেজা থাকলে চিরুনির সাথে বেশি বেশি উঠে আসে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তবেই আঁচড়াই।পাশাপাশি একটা স্প্রে দিয়ে দেই,যেটা দিলে গায়ে itching হয়না। আর পশম গুলো ভালো থাকে,পাশাপাশি পারফিউম এর কাজও করে।
IMG_20210505_000434.jpg

IMG_20210504_200219.jpg

পশম আঁচড়েছি তাই রেগে গিয়ে তাকাচ্ছে আমার দিকে -
IMG_20210504_200550.jpg

তার সবথেকে প্রিয় খেলার জিনিস হলো তার নিজের বল আর আমাদের ঘরের পাপোশ আর পর্দা।যদি ভুল করে কেউ পায়ে করে পাপোশ টানে সে দৌড়ে এসে মুখ দিয়ে টেনে, সেই পাপোশটা নিয়ে তবেই শান্ত হয়।
IMG-20210506-WA0015.jpg

IMG-20210506-WA0011.jpg

আর বলের কথা তো বাদই দিন। যতবার সিড়ির ওপরে ছুঁড়ে মারা হয় সে ততবার দৌঁড়ে দৌঁড়ে সিড়ি দিয়ে উঠে বল নিয়ে আসে। তারপর মুখে নিয়ে সোজা খাঁচায় ঢুকে যায়।সেদিন মজা করে আমি বলটা খাঁচার ওপরে রেখে দিয়েছিলাম আর ওকে খাঁচায় আটকে রেখেছিলাম। বলটা নেওয়ার জন্য সে কি আপ্রাণ চেষ্টা করে।
IMG_20210507_001028.jpg

IMG20210504120320.jpg

সিড়িতে উঠছে বল আনতে -
IMG_20210504_200439.jpg

বল নিয়ে নামছে -
IMG_20210504_200457.jpg

ও কিন্তু ভীষণ হিংসুটে।বিশেষ করে আমি যদি অন্য কাউকে আদর করি তার একদম সহ্য হয়না।এমনকি আমি যদি একটা টেডি ও কোলে নিই তার কি প্রতিক্রিয়া হয় দেখুন একবার।
IMG-20210506-WA0012.jpg

IMG-20210506-WA0008.jpg

IMG-20210506-WA0010.jpg

IMG_20210507_005132.jpg

ওর আরেকটা অভ্যাসের কথা না বললেই নয়। রোজ সকালে শুভকে যখন চা দেই সে এসে আমার ঘরের দরজার সামনে শুয়ে পরে।শুভ যখন বিস্কুট খায় ওকেও দেয়। তাই শুভ যদি সময় মত না ওঠে ও পাগল হয়ে যায়। দেখুন কি করে শুভর সাথে।
IMG_20210506_155408.jpg

IMG_20210506_155509.jpg

IMG_20210506_155451.jpg

একটা মজার ব্যাপার কি জানেন।পিকলু আসার পর থেকে আমাদের কলিং বেলটা খুব একটা ব্যাবহৃত হয় না। গেটম্যান তো আছেই।দিনের বেশির ভাগ সময় সে দরজার কাছেই বসে থাকে।যখনই কিছুর আওয়াজ পায়, বা বাইরে কোনো বিড়াল/কুকুর দেখে ছুট্টে গিয়ে সোজা গেটে গিয়ে হাজির। কী জোরে জোরে ডাকে তখন। ওর ভাব দেখে মনে হয় যেন ওর ভয়েই সবাই পালালো।
IMG_20210504_191731.jpg

IMG_20210504_191713.jpg

পিকলুকে বেশির ভাগ সময় বাপি খেতে দেয়। বাকি ওকে স্নান করানো,প্রতিদিন পশম আঁচড়ানো, চুল বাধা,ক্লিপ লাগানো, খাবার (খিচুড়ি)তৈরী করা সবটাই আমি করি। যতটুকু সম্ভব শেয়ার করলাম আপনাদের সাথে।

আসলে পিকলু একদম ছবি তুলতে পছন্দ করে না। আর এতো বেশি নড়াচড়া করে যে ভালোভাবে ছবি তোলাও বেশ কষ্টের।যাইহোক, পিকলু আছে বলেই আগের বার বলুন বা এইবার lockdown এর দিনগুলো কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পড়লাম না।
IMG-20210506-WA0005.jpg

ওর কথা আলাদা করে আর কি বলবো।ওকে কতটা ভালোবাসি সেটা বোধহয় বলে বোঝানো সম্ভব নয়। আর ও কতটা ভালবাসে সেটা তো আপনারা সবাই বোঝেন আশাকরি। আর যাদের বাড়িতে পিকলুর মত কেউ আছে তাঁরা নিশ্চয় আমার অনুভূতিটা স্পষ্ট বুঝতে পারছেন।
IMG-20210506-WA0014.jpg

কি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে -
IMG-20210506-WA0009.jpg

ছবি গুলো তোলা হয়েছে -
Device name-Realme 3
Model-RMX1825

আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।শুভরাত্রি।

Sort:  

Good to see your bond with your pet, it's almost like a family member; right?
Good to see all the lovely photos.

 3 years ago (edited)

@rem-steem you are right now he became the part of our family. Thank you for going through my post. Join our discord https://discord.gg/eWGGYmyd and subscribe @helpageindia. We try to support good posts.

 3 years ago 

bah kub sundor mone hosse akdom tomar piklu k nijer chokhe dekhlam..kub sundor hoyese post ta .

 3 years ago 

@shuvo35 Thank you 🙏

 3 years ago 

Thank you for participating @sampabiswas

 3 years ago 

@sonu98 😊 Thank you

 3 years ago 

Great content with amazing photography .

 3 years ago 

@simaroy Thank you.

 3 years ago 

Sundor likhsen. Akdom perfect hoise. Well wish.

 3 years ago 

@hiramoni অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66437.31
ETH 3491.76
USDT 1.00
SBD 2.69