ভালোবাসার সম্পর্ক - "আমার বোন"
প্রিয়,
পাঠকগণ,
প্রত্যেককে জানাই শুভ সকাল।আশাকরি আপনারা সকলে ভালো আছেন।
আজ কথা বলবো আমার বোনের সম্পর্কে। শ্বেতার কথা/ছবি আমি প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি, তবে আজ শুধু ওকে নিয়েই লিখতে ইচ্ছে করলো।"বোন বা দিদি"- এমন এক সম্পর্ক যেটায় আপনি অল্প হলেও মায়ের ঝলক পাবেন। আদর বলুন বা শাসন দুটোই থাকে এই সম্পর্কে।
শ্বেতা আমার থেকেও ৭ বছরের ছোট। আমার আজও মনে পরে মামী যখন ওকে নিয়ে আমাদের বাড়ি যেত ওর দুধের কৌটো অর্ধেক আমি ফাঁকা করে দিতাম। মামীকে ভ্যান থেকে নামতে দেখলেই ছুট্টে আসতাম, মামী কি খাবার এনেছে তার থেকেও জরুরী আমি কি বোনের দুধ এনেছে? মামীও জানত তাই দুধ শেষ হয়ে আসলেও নতুন কৌটো কিনে নিয়েই যেত, এমনকি আমার ছোটদিও মাঝে মাঝে খেত।
বোনকে দুধ খাওয়ানোর সময় হলেই খাতার পৃষ্ঠা ছিড়ে নিয়ে মামীর সামনে দাড়িয়ে পড়তাম মামীও চামচ ভরে দুধ দিতো। মা খুব বকা দিত, কিন্তু মামী তো ছিলো তাই কোনো চিন্তা ছিলো না।সেই থেকে এখনো যেন মামী একই রকম ভাবে আগলে রেখেছে আমাদের। আমি কোনোদিন বুঝিনি আমি আর বোন আলাদা, এমন ভাবেই বড় হয়েছি আমরা।
শ্বেতা এখন বি.এ. পাশ করে একটা শপিং মলে জব করছে,এখন বেশ বড় হয়েছে,বুঝতে পারে ভালোমন্দ।অথচ কয়েক বছর আগেও কি ভীষণ বকতাম আমি ওকে, তবে হ্যাঁ, মামী কোনোদিন সেটা নিয়ে কোনো অভিযোগ করেনি।রাগ ও করেনি,শ্বেতা ও কোনোদিন বলেনি যে নিজের দিদি না হয়েও কেন ওকে এত বকা দেই।
আজ ওকে পরিণত দেখে ভালোলাগে। আর সত্যি বলতে এটা হওয়ারই ছিল।বয়সের সাথে সাথে সবটা বোধহয় পাল্টে যায়। আজ আমরা বান্ধবী, ওর সাথে অনেক কথা শেয়ার করি আর অদ্ভুত ভাবে এখন ও আমাকে শাসনও করে,বোঝায়, আবার কখনো কখনো বলে-"দিদি তুই চিন্তা করিসনা,জীবনে যাই হোক আমরা সব সময় তোর পাশে আছি।"
ও অনেক ছোট, তবুও বুঝতে পারে বাস্তবতার আঘাতে আঘাতে আমি কখনো কখনো দুর্বল হয়ে যাই, ভুল চিন্তাভাবনা করি, তখন এই কথা বলে ও আমাকে আগলে রাখে। এখনও মামাবাড়ি এলে ও আমায় খাইয়ে দেয়, কারণ আমি আগে প্রায়ই বলতাম "আমাকে কতোদিন কেউ খাইয়ে দেয়না।"
এখন আর ঝগড়া হয়না আমাদের,এখন আর বকতে হয়না ওকে। সবটাই কেমন বুঝে যায়। দেখতে দেখতে বড় হয়ে গেলো বোনটা। তার বিয়ে প্রায় ঠিকঠাক,২/১ বছরে সে বউ ও হয়ে যাবে। ওদের কথা অন্য একদিন নিশ্চয় শেয়ার করবো আপনাদের সাথে। যাইহোক দেখতে দেখতে বছর পার হয়ে যায়। মনে হয় এই সেদিনই তো কত ছোট ছিলো মামীর কোলে করে আমাদের বাড়ি যেত,আজ সেই কিনা সংসারে পা বাড়াবে।
জীবন তো এমন ভাবেই এগিয়ে চলে একটু একটু করে। ও সব সময় ভালো থাকুক, সুখে থাকুক এই প্রার্থনা করি। ও আমাদের বড্ড আদরের। ভগবান ওকে সব সুখ দিন।
আপনারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনদের সকলের দিনটি খুব ভালো কাটুক এই কামনা রইল।