"বর্তমান পরিস্থিতিতে আমাদের সুস্থ থাকার একমাত্র উপায় সচেতন থাকা"

in Helpage India3 years ago

20180315_203252.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ঠিক আছেন।

ভালো আছেন এটা এই কারণেই বলতে পারলাম না, কারণ আমার মনে হয় আজ গোটা পৃথিবীর যা অবস্থা তাতে শারীরিক ভাবে না হলেও,মানসিক ভাবে আমরা প্রত্যেকেই খুব খারাপ আছি।তাই ভালো আছি,শোনার থেকেও সুস্থ আছি শোনাটাই আজ কাম্য।

সত্যি বলতে কি বলুন তো,আজকাল যখনই টিভি দেখি,মনে হয় মৃত্যু যেন আমাদের দোরগোড়ায় দাড়িয়ে আছে।প্রতিদিন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে মনে হয়,সেই দিন বেশী দূরে নেই যেদিন আক্রান্তদের মধ্যে আমাদেরও নামও ঢুকে যাবে।

সবথেকে ভয় লাগে বাড়িতে আমার শ্বশুর শ্বাশুড়ি রয়েছে, বাপীর সুগার রয়েছে, তাই ভয়টা ওনাকে নিয়ে বেশি।যদিও ওনাকে একদমই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয়না। তবুও শুভকে যেহেতু বেরোতে হয় তাই একটু হলেও ভয়টা রয়েই যায়।

আমাদের আশেপাশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন ২-৩ জন। হয়ত দূর থেকে শুনে আমরা এই রোগের ভয়াবহতা ততটা বুঝতেও পারছি না,যতটা তারা অনুভব করছে।অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পারাটা কতটা কষ্টের সেটা নিজের না হলে বোধহয় সেই ভাবে বোঝা যায়না।

খবরে শুনছি হসপিটাল/নার্সিংহোমে অক্সিজেনের অভাবে রোগীরা মারা যাচ্ছে। কেউ কেউ বেড পাচ্ছে না।অজান্তেই নিজের মনেও ভয় জাগছে আমাদের মধ্যে কারোর হলে কি করবো? কোথায় যাবো?

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জনের পোষ্ট দেখছি,যেখানে তারা বিভিন্ন মানুষের /সংস্থানের ঠিকানা, ফোন নম্বর দিচ্ছেন যেখানে যোগাযোগ করলে সাহায্য পাওয়া যেতে পারে।মানুষ হয়ে এই কঠিন পরিস্থিতিতে মানুষের জন্য এইটুকু করতে পারাও কিন্তু কম কথা নয়।

একজনের পোস্টে দেখলাম কিছু ডক্টরের ফোন নম্বর দিয়ে তাদের সাথে কথা বলার সময় ও জানিয়ে দিয়েছেন।অনেকেই আছেন যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, অথচ হসপিটালে ভর্তি হওয়ার মত পরিস্থিতি হয়নি, তারা যাতে home isolation এ থেকেই ডক্টরের পরামর্শ নিতে পারেন, সেই কারণেই তার এমন প্রচেষ্টা।ভালো লাগলো দেখে কিছু মানুষ তাদের সাধ্য মত কাজ করে চলেছে।

আমরা যারা এইরকম ভাবে সাহায্য করতে পারছি না,
আসুন তারা অন্তত নিজেকে আর নিজের পরিবারের পাশাপাশি পরিচিত জনদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করি। যাতে সেই সকল মানুষের কষ্ট কিছুটা হলেও কম হয় যাঁরা আমাদের কারনে প্রতিদিন লড়াই করে চলেছে। এইটুকু অন্তত আমরা করতেই পারি,ভেবে দেখবেন তাতে কোথাও না কোথাও লাভটা আমাদেরই।

যাইহোক সাবধানে থাকবেন। সুস্থ থাকবেন। সচেতন থাকবেন।যতটা সম্ভব ঘরে থাকবেন।শুভরাত্রি।

Sort:  
 3 years ago 

tomar kothar songe akdom ami sohomot poson korse .

 3 years ago 

ভীড়ে নয়, নীড়ে থাকুন।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63608.16
ETH 2621.61
USDT 1.00
SBD 2.77