বড়ো হবার সাথে সাথে কিছু সম্পর্ক বদলে যায়

in Helpage India4 years ago

IMG-20210227-WA0076.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন।

আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে যায়?

আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো হ্যাঁ যায়। আমার সাথে অন্তত পক্ষে সেটাই হয়েছে।

ছোটবেলায় সব ভাই বোনদের মধ্যে কত আন্তরিকতা ছিল, সময় এর সাথে সাথে সব যেনো কেমন ধোঁয়াটে হয়ে যাচ্ছে।

আচ্ছা কেনো এমন হয় বলুন তো? আমরা হয়তো বয়সে বড়ো হচ্ছি কি তার মানে তো এই নয় যে সম্পর্কের নাম বদলে গেছে।

এখন তো যোগাযোগের অনেক সহজ ব্যাবস্থাও হয়েছে, মোবাইল নামক যন্ত্রের দ্বারা। কিন্তু আমার ছোটবেলাতে তো তাও ছিল না তবুও কত কাছে ছিলাম সবাই সবার।

আজ যেনো যান্ত্রিক উন্নতি করণের সাথে সাথে মানুষ আর সম্পর্কগুলো ও কেমন যন্ত্রে পরিণত হয়েছে।
অনুভূতি নেই, একজন এর প্রতি অন্য জন এর সেই টান টাই হারিয়ে গেছে।

কি জানি আগামী দিনগুলোতে, পরের প্রজন্ম তে গিয়ে শেষমেশ কি দাঁড়াবে!

আজকাল সম্পর্ক নিয়ে কারোর বিশেষ মাথা ব্যাথা নেই, সবাই নিজের জগতে খুশি।

নিজে ভালো থাকলেই হলো। কি জানি যা শিখেছিলাম, দেখে বড়ো হলাম সেটা ঠিক? নাকি নতুন করে যা দেখছি যা শিখছি সেটা!

এখন তো কাউকে কিছু শেখাতে গেলে, কাউকে সদুপদেশ দিতে গেলেও ভাবতে হয়, পুরনো যুগের মানুষ বলে বিতাড়িত হবার লজ্জা আর অসম্মানের জ্বালা দুটোই তো এখন বইতে হবে।

তাই যেমন করে যে বাঁচতে চায় বাঁচুক।

আমার সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কাজেই আর এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কি বলেন?

Sort:  
 4 years ago 

There are many arguments in your words. Especially at the end of the day I think everyone should learn from nature. Nature has made all the lessons very real, we just have to take them. Thanks for share your experience.

 4 years ago 

@pulook একদম সঠিক বলেছেন।সম্পর্কের গুরুত্ব এখন মানবিকতা দিয়ে কম বিচার হয় বরং অনেকাংশে তা বিচার্য হয় আর্থিক অবস্থার নিরিখে।

 4 years ago 

It is true that life takes different forms at different times, but there is nothing to break. You have to accept everything. At the end of the day, this is normal.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63