নেশা ততক্ষণ ভালো যতক্ষণ সেটা নিজের বা অন্যের ক্ষতির কারণ না হয়।

in Helpage India3 years ago

IMG-20210506-WA0013.jpg

বন্ধুরা,
আপনারা হয়তো ভাবছেন আজ কেনো এমন একটি বিষয় নিয়ে হাজির হলাম?
তার এক আর অনবদ্য কারণ হলো, আজকাল যেকোনো উৎসব না আনন্দ পালনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন নেশা।
আমরা আজকাল কোনো আনন্দ কে সম্পূর্ণ মনে করি না যদি তাতে কোনো রকম নেশা সামিল না হয়।

ছোট বা বড়ো যেকোনো অনুষ্ঠান কে কেন্দ্র করে অনেকেই নেশায় জড়িয়ে পড়ে।
প্রথমে অনুষ্ঠান দিয়ে শুরু হলেও কখন যে সেটা দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে টা উপলব্ধি করার আগেই সেই নেশা শরীর এবং মনে যথেষ্ট জায়গা করে নেয়।
যেকোনো বিষয় অভ্যেস দাস না হয় যদি অভ্যেস কে নিজের দাস করা যায় তাহলে সমস্যাটা অনেক কমে যায়।

কিন্তু খারাপ যেকোনো অভ্যেস আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখার মানসিক ক্ষমতা অনেকের ই থাকে না।
তাই আজ সমাজে নেশামুক্ত আন্দোলন ও হতে দেখা যায়।
আসলে নিজের প্রচেষ্টা ছাড়া কোনো নেশা থেকে বেরিয়ে আসা কখনো সম্ভব নয়।
আমি অনেক পরিবার ভেঙে যেতে দেখেছি নেশার কারণে। অনেক জীবন সময় এর আগেই শেষ হয়ে যেতে দেখেছি এই নেশার কারণে।
নেশা ততক্ষণ ক্ষতিকারক নয় যতক্ষণ আমরা তার বস্বতা শিকার না করে নিচ্ছি।

IMG_20210506_174800.jpg

আমি এমন অনেক মানুষ কে জানি যারা দীর্ঘ সময় নেশা করার পর ও হটাৎ করে একদিন সেই নেশা থেকে বেরিয়ে এসেছে।
মানসিক শক্তি যদি জোরালো হয় তাহলে সব অসম্ভব কেই সম্ভব করা যায়।
নেশা যদি করতেই হয় এমন কিছু নিয়ে করা উচিত যেটা নিজের না অন্যের জীবনে ক্ষতি ডেকে না আনে।
যেমন বই পড়ার নেশা, সমাজে দুঃস্থ মানুষ এর সেবার নেশা, মানুষের উপকারের নেশা ইত্যাদি।
কি বলছেন? এগুলো নেশা নয়! সখ!
একদম ই নয়। সখ করে যেকোনো কাজ এক্ দুদিন করা যায়। নেশা থাকলে সেটা প্রতিদিন এর জীবনের সাথে কাজটি জড়িয়ে যায়।
কে অর্থ আপনি নেশা করে ব্যয় করেন সেটা দুঃস্থ মানুষের সেবায় দান করুন।
নেশা আপনাকে সব দিক থেকেই ক্ষতির দিকে নিয়ে যায়।
জীবন টাকে আনন্দ করে কাছের মানুষ এর সাথে কাটান। দেখবেন সেটার ও একটা আলাদা নেশা আছে।
আজ বিদায় নিলাম, ভালো থাকুন সুস্থ থাকুন সবাই।

IMG-20210506-WA0015.jpg

Sort:  
 3 years ago 

sohomot poson korse . but aita amr ak somoy kar choice full brand . cheers 🥂

 3 years ago 

Valo bolesen. Dhonnobad aponake sundor akta bisoy niye likhesen.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63126.26
ETH 2596.37
USDT 1.00
SBD 2.76