"First Contest| Animal Photography | helpage India"

in Helpage India4 years ago (edited)

IMG-20210508-WA0025.jpg

বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
সবার প্রথমে ধন্যবাদ জানাই @helpageIndia community কে, এমন সুন্দর একটি animal contest আয়োজন করবার জন্য।

এই প্রতিযোগিতাটির মাধ্যমে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাড়ির কিছু সদস্যদের নিয়ে।

যারা অনেক বছর ধরে বাড়ির সদস্য হিসাবে আমাদের সাথে রয়েছে।

আমাদের যেহেতু যৌথ পরিবার তাই সবাইকে নিয়ে আমরা একসাথে একই বাড়িতে থাকি।

কিন্তু পছন্দটা সবার আলাদা আলাদা।
যেমন ধরুন, আমার মেয়ের ছোটোবেলা থেকে ই খরগোশ খুব পছন্দের।

IMG-20210508-WA0008.jpg
(ভালোবাসার ভাষা সকলেই বোঝে)

আর ঠিক সেই ভালোলাগা পূর্ণ করতে ওর বাবা তাঁর মেয়ের জন্য একটা খরগোশ নিয়ে আসে। তার নাম রাখা হয় রাজা।


IMG-20210507-WA0030.jpg
(ছাদে ঘুরে বেড়ানোর মুহূর্ত)

চার বছর ধরে রাজা আমাদের সাথে রয়েছে।
কাজেই তাকে এখন শুধু পোষ্য বলা বোধ হয় ঠিক হবে না সে এখন রীতিমতো আমাদের পরিবারের সদস্য।


IMG-20210507-WA0028.jpg
(Covid স্বাস্থ্য সচেতনতা রাজার ব্যয়াম)

রাজা প্রতিদিন আমার মেয়ের হাতে খাবার খায়।
ওর প্রিয় খাবার কলমি শাঁক,গাজর ,শশা, কফি পাতা,রুটি ,মুড়ি এই সব খায়। ও খুব শান্ত।


IMG-20210508-WA0023.jpg

IMG-20210508-WA0015.jpg
(ছাদে রাজার খেলার মূহুর্ত)


IMG20210508184514.jpg
(রাজার রাতের থাকার জায়গা)

আমাদের ছাদের চিলে কোঠায় একটা খাঁচার মধ্যে রাতে থাকে । সকালে ঘরের ভেতরেই থাকে খুবই শান্ত প্রকৃতির।


IMG-20210508-WA0017.jpg

এবার বলি আমার জায়ের ছেলের পছন্দের কথায়।
ও পায়রা খুব ভালোবাসে তাই বাড়িতে ওর বাবা তার ছেলের জন্য ডাভ নিয়ে আসে। আমরা ওদের কে দুষ্টু ও মিষ্টি বলে ডাকি।


IMG-20210508-WA0018.jpg

ওরা বাড়ির বাইরে একটা কাঠের খাঁচার ভিতর থাকে।


IMG-20210508-WA0024.jpg
(দুষ্টু ও মিষ্টিরঘর)

প্রতিদিন সকাল ও বিকালে ওদের ছেড়ে দেওয়া হয়। ওরা এদিক ওদিক থেকে খাবার ও জল খায় এবং আকাশে উড়ে বেড়ায়।


IMG-20210508-WA0026.jpg

আবার সঠিক সময় হলে, নিজের ঘরে ফিরেআসে।

ওরা গম, চাল, আর পাখির দানা(বাজার এ বিক্রি হয়) খায়। এদেরকে নিয়েই আমার বাড়ির বাচ্চাদের এখন সময় কেটে যাচ্ছে।

বাইরের পরিস্থিতি দিন দিন যে ভয়ংকর রূপ নিচ্ছে এখন পারত পক্ষে বাইরে বেরোনো নিরাপদ নয়। কাজেই রাজা এবং দুষ্টু - মিষ্টি না থাকলে বাচ্চাদের বাড়িতে রাখা প্রায় অসম্ভব ছিল।


IMG-20210508-WA0006.jpg
(দুষ্টুর সাথে আমি)

আর সত্যি বলতে এরাই এখন আমাদের সবার আন্তরিক বন্ধু।
তাই এদের স্পর্শ ও অনুভূতি আমাদেরকে খুব মুগ্ধ করে তোলে।

তাই আজ এখানেই শেষ করলাম। আশাকরি আমার পরিবারের এই সদস্যদের সাথে পরিচিত হয়ে আপনাদের ভালো লেগেছে।


ছবি গুলো তোলা হয়েছে :-

Device name-oppoA83
Model-cph1729
Device name-samsung galaxy A50
Model-sm-A505F
ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,নিজের লোকের খেয়াল রাখবেন। নমষ্কার।

Sort:  
 4 years ago 

@piudey খুব ভালো লিখেছো। আর ছবি গুলোও খুব সুন্দর। আমারও খরগোশ খুব ভালো লাগে।

 4 years ago 

আমাদের বাড়ির সদস্য ওরা সবাই। আপনার পিকলুও খুব সুন্দর।

 4 years ago 

Wonderful pictures @piuday thank you for participating in the contest.

 4 years ago 

Thanks.

 4 years ago 

sundor hoyese .tomar jnno shuvo kamona hoilo .

 4 years ago 

Thanks

 4 years ago 

amar kobutor bison posonder. Kub sundor hoyese. Thanks for share this.

 4 years ago 

beautiful photography

 4 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90603.36
ETH 3085.35
USDT 1.00
SBD 2.98