ক্রিং ক্রিং

in Helpage India3 years ago (edited)

woman-3083379__480.webp

ফোনের ঘণ্টা বাজলো ক্রিং ক্রিং;
ফোন তুলতেই অনুরোধ করলাম,
স্যার, একটু কথা বলার সুযোগ দিন।
গম্ভীর স্বরে স্যার বললেন
হয় যদি বলতে কথা,
অন্য একটি নম্বর দিচ্ছি নিন।

আমিতো আনন্দে আত্নহারা;
যেমনি পেয়েছি স্যার এর সাড়া।

যথার্থ দিন উপস্থিত হলে;
দিলাম ফোন নম্বর টি ডলে,
বাজলো আবার ক্রিং ক্রিং,
স্যার সুধালেন, কে বলছেন?
উত্তর দিন!

অনুগত স্বরে ঝেড়ে গলা;
বললাম স্যার ,আমি পলা;
দিয়েছিলেন আজ সময়;
স্যার বললেন, তাহলে আর কি!
দেখান আপনার কলা!

শুরু করলাম সমাজসেবার কথা দিয়ে;
এসেছি স্যার একটি অনুরোধ নিয়ে,
যদি একটু অনুদান পাই;
দুস্থ শিশুর চিকিৎসায় ব্যয় করতে চাই।

শুনে সেদিন আমার কথা,
স্যার বুঝলেন ফোনের যথার্থতা।
বললেন আমি রাজি,
অনুদান কি দিতে হবে আজ ই?

সেদিন বুঝেছিলাম আমি,
মন থাকা চাই দামী;
আদর্শ মানুষ কাকে বলে,
শুধু অর্থ থাকলেই কি চলে?

বললাম স্যার আপনি মনুষত্বের নিদর্শন,
থাকবেন মনের মণিকোঠায় চিরন্তন।

কথা শেষেও হইলাম রয়ে আচ্ছন্ন;
বুঝলাম মানুষটি ছাড়া আমার জীবন বিপন্ন।
যার কণ্ঠে অমন আন্তরিকতার সুর;
কি করে রাখবো নিজেকে তার থেকে দূর।

বীনিদ্র হয়ে সারা রাত;
কাটলো রজনী হয়ে একাত, ওকাত।
আজ ও বাজে ফোন ক্রিং ক্রিং;
সেই পরিচিত গলা,
শুধু স্যার শব্দটি বাদ দিন;
যা বোঝাতে চাইলাম, সবাই বুঝে নিন।

                                           কবি- অঙ্কিত কর্মকার

phone-3594206_1280.webp

Image Credit:source1,source2

FB_IMG_1537773905366.jpg
With Love Ankit

Sort:  
 3 years ago (edited)

@ankit love your poem, understood that this is your love story. Ha ha 🤭🙏👍❤️, seriously like two line especially, where you described humanity.

 3 years ago 

Although I do not understand such a difficult statement, your poem has been beautiful. Thank you for sharing it with us.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63624.94
ETH 3481.95
USDT 1.00
SBD 2.54