আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

in Helpage India3 years ago

IMG-20210303-WA0135.jpg

প্রিয় বন্ধুরা,
সবাই কেমন আছেন? আজ আবার বাংলাতেই লিখতে বসলাম।
দেখে ভালো লাগছে আপনারা নিজেদের বিশ্বাস নিয়ে এই কমিউনিটিতে নিজেদের প্রতিভা ভাগ করে নিচ্ছেন।
আমি আপনাদের সহযোগিতা পেয়ে খুবই আনন্দিত।
আজ কি লিখবো ভাবতে গিয়ে মনে হলে গ্রাম্য জীবনের প্রতি আমার অনুভূতির কথা আপনাদের সাথে ভাগ করে নি।

IMG-20210303-WA0134.jpg

আমরা যারা শহরে বাস করি, তারা কিন্তু আধুনিক হলেও প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত।
আমি যখনই গ্রাম্য জীবনের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি, তখনই প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি বার বার।

আপনি কি কখনো খেয়াল করেছেন সর্ষে ক্ষেতে সবুজের সাথে হলুদের সমন্বয়?
কি অপূর্ব তার রূপ তাই না?

প্রাণ খুলে নিশ্বাস নেবার উৎকৃষ্ট স্থান, যেখানে আজ ও দূষণ পৌঁছায়নি।
বড়ো বড়ো বিল্ডিং মাথা চাড়া দিয়ে দাড়িয়ে নেই। খুব সাধারণ এর মধ্যেই অসাধারণ রূপ এই বাংলার গ্রাম্য পরিবেশ আর জীবনের।

কত অল্পের মধ্যেই তারা সন্তুষ্ট, কত না পাওয়া নিয়েও তারা খুশি।
আমরা যারা শহরবাসী, আজ সবাই অর্থ রোজগার করে কৃত্রিম সুখ কিনতেই ব্যস্ত।
অবাক লাগে যখন কোনো আত্মীয়ের বাড়ি ঘুরতে যাবার সাধ হয়, বিনা অগ্রিম সূচনাতে সেখানে যাবার অনুমতি নেই।
তাও আবার কতদিন এর জন্য যেতে চাই সেটাও জানিয়ে গেলেই সুবিধা সেইরকম একটা ইঙ্গিত রয়েই যায়।
কিন্তু আজ ও আপনি বিনা অনুমতিতে কোনো গ্রামের অতিথির বাড়িতে গেলে, তাদের সামর্থ্ অনুযায়ী যে অ্যাপায়ন আজও আপনি পাবেন, সেটা আজ শহরে বিলীন।

IMG-20210303-WA0125.jpg

হয়তো আপনি চাইনিজ খাবার থেকে বঞ্চিত হবেন কিন্তু যে ডাল ভাত টুকু পাবেন তাতে আন্তরিকতা একশো শতাংশ নির্ভেজাল।

খুব সকালে যদি আপনি বিছানা ছেড়ে উঠতে পারেন, গ্রামের প্রকৃত শোভা আপনার নজর কাড়বে, যা সারাজীবন আপনার শ্রেষ্ঠ স্মৃতির একটি বড়ো অংশ জুড়ে থাকবে।

তাই যদি কখনো ছুটি কাটানোর মনস্থির করেন, একবার বিদেশ বাদ দিয়ে, বাংলার গ্রাম পরিদর্শন করে আসুন।

কথা দিতে পারি, আপনার একটা সুখকর স্মৃতির অংশ জুড়ে থাকবে বাংলার গ্রাম্য পরিবেশ।

IMG-20210303-WA0133.jpg

FB_IMG_1537773905366.jpg

আজ এইপর্যন্ত, ভালো থাকুন,ভালো রাখুন। সুস্থ থাকুন।

Sort:  
 3 years ago 

He who has not come to Bengal has not seen the beauty of Bengal. I believe that to see the beauty of Bengal for once, people should come to Bengal.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69245.03
ETH 3778.28
USDT 1.00
SBD 3.51