অভিমান

in Helpage India3 years ago

FB_IMG_1537773905366.jpg

এই তো সেদিন ধুলো মেখে,
ফিরলাম যেই ঘর।
মা এসে সেই কান টি ধরে,
দিল একটি চড়।
বললো খোকা পারবো না আর,
তোর দুষ্টুমি সইতে!
চললুম মুই চাঁদের বাড়ি;
হবে একাই রইতে।

মা ছাড়া কি জীবন চলে?
তাও কখনো হয়?

বুল্লুম মা, তোমায় ছাড়া!
সেই জীবন কি সয়?
চাইনা খেলা,চাইনা জীবন;
সঙ্গে আমায় নে,
চাঁদের বাড়ি আমিও যাবো;
তোর সঙ্গ দে।

এই পৃথিবী শূন্য আমার,
তোর সঙ্গ ছাড়া!
যাবো আমি সঙ্গে তোর,
একটু তুই দাড়া।

চাই মা আমি চিরনিদ্রা,
তোর কোলে পেতে;
দেখবি তুই, তোর আগেই,
আমায় হবে যেতে।

বুঝবি সেদিন;
ধুলো মেখে ঢুকবো না আর ঘর!
তখন তুই, কান মুলে কাকে দিবি চড়?
কবি- অঙ্কিত কর্মকার।

Sort:  
 3 years ago 

Your post re-steemed by me. Happy blogging 😊👍

 3 years ago 

The word mother is very sweet, there are many things around mother that are wrapped in our memory. However, you have written a very beautiful poem about mother. Well written, I felt good reading .

Thank you @shuvo35(69) for your lovely comments

 3 years ago 

@ankit1998 (47) beautiful poem.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68148.22
ETH 3249.65
USDT 1.00
SBD 2.67