The Dairy Game20/082020 This is my Dairy Game

in Newcomers' Community4 years ago

আসলামু আলাইকুম

সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসেন। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো। আশা করি ভাল লাগবে ইনশাআল্লাহ।

আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ৯:৩০ টায়। কারন আজকে কম্পিউটার ক্লাস বন্ধ। ভাইয়ার আজকে কাজ ছিল তাই ছুটি দিছে। ঘুম থেকে উঠে বাথরুম গেলাম। বাথরুম থেকে বের হয় ব্রাশ করলাম। ব্রাশ করে গোসল করলাম। তারপর নাস্তা করলাম। নাস্তাতে ছিল দুধ আর রুটি আর চা। নাস্তা করে উঠলাম। তারপর ফোন চালালাম। steemit post পড়লাম আর comment করলাম। তারপর বাড়ির কিছু কাজ করলাম।

তারপর ১ টা বাজল। যোহরের আযান হল। ওযু করলাম। ওযু করে মসজিদ গেলাম। মসহজিদে গিয়ে যোহরের ৪ রাকাত সুন্নত পড়লাম। ৪ রাকাত ফরজ নামাজ জামাতে পড়লাম। ২ রাকাত সুন্নত পড়লাম। ২ রাকাত নফল পড়লাম । নামাজ পরে আসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠে ৩:৩০ টায় দুপরের খাওয়া করলাম। তারপর steemit post পড়লাম আর comment করলাম।

IMG_20200820_180228.jpg

তারপর আসরের আযান হলো। তারপর ওযু করে আসরের নামাজ পড়তে মসজিদ গেলাম। মসজিদে গিয়ে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে দেখলাম বৃষ্টি পড়তেছে। তারপর মসজিদে বসে বসে বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম। কিছু সময়ের পর বৃষ্টি থামল। তারপর মসজিদ থেকে বাড়ি ফিরলাম। তারপর আবার বাড়ির কিছু কাজ করলাম।

কাজ শেষ হল। তারপর মুখ হাত ধুয়ে ওযু করলাম। ওযু করে মসজিদে গিয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ জামাতে পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। ২ রাকাত নফল পড়লাম। নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এসে দেখলাম আম্মু পাপর পিয়াজু চানা রান্না করছেন। পিয়াজু পাপর চানা খাইলাম। তারপর চা খাইলাম। তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম। তারপর আম্মুুর সাথে লুডু খেললাম।

তারপর এশার আযান হল ওযু করে নামাজ পড়তে মসজিদ গেলাম। জামাতে ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি। ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতিরের নামাজ পড়ছি। নামাজ পড়ে বাড়ি আসলাম। তারপর কোরান তেলাওয়াত করছি।তারপর মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি। রাত ১১ টার দিকে রাতে খাওয়া করলাম। তারপর শুয়ে শুয়ে ডাইয়রী লিখলাম।

Sort:  
 4 years ago 

Your writing is good. But try to write the post more beautifully. Try to share 4-5 pictures.

okk

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57630.83
ETH 3105.65
USDT 1.00
SBD 2.33