The golden crop of bangladesh 🌱
আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আমি রোকন বাংলাদেশে বাংলাদেশ থেকে আজকে আমি আমাদের দেশের সোনালী ফসল নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি আশা করি সবার ভালো লাগবে
পাট হল বাংলাদেশের একটি অর্থকরী ফসল এখন বাংলাদেশের পাট চাষের মৌসুম বাংলাদেশের সর্বত্রই এখন পাটের চাষ করছেন পাট বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের চাহিদা মিটিয়ে থাকে পাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বা কুটির শিল্প গড়ে তোলা হয় পাট বাংলাদেশের অন্যতম একটি লাভজনক ফসল
Location: https://w3w.co/assigned.rocketed.flies
Location: https://w3w.co/assigned.rocketed.flies
বাংলাদেশ 2020 থেকে 2021 অর্থবছরে 43 কোটি ডলার আয় করেন শুধু বিদেশে রপ্তানি করে বাংলাদেশ হলো পাট উৎপাদনের প্রথম সারির একটি দেশ এদেশে পাটজাত দ্রব্য উৎপাদিত হয় এবং সেগুলো রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা হয়
পাঠ সাধারণত একটি আর জাতীয় গাছ পাটের গায়ে থেকে ছাল ছাড়িয়ে নিয়ে সেটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় পাটের খাল অত্যন্ত শক্ত এবং মজবুত ও টেকসই হওয়ার কারণে এটি দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম বা প্রয়োজনে লাগানো যায় বাংলাদেশের 60% কৃষক পাটের চাষাবাদ করে থাকেন
Location: https://w3w.co/assigned.rocketed.flies
Location: https://w3w.co/assigned.rocketed.flies
আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের পাট অনেকটাই ছোট একটি বড় হতে আরো কিছুদিন সময় লাগবে এবং এটি পরিপক্ক হওয়ার পর কেটে পানিতে ডুবিয়ে জাগ দিয়ে পাটের ছাল ছাড়িয়ে নেয়া হবে উক্ত পাটের সাল রোদে শুকিয়ে বিভিন্ন প্রসেসিং করে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করতে হবে
পাঠ চাষাবাদ করা প্রায় অনেকটাই সহজ পাট চাষাবাদ করতে তেমন কোনো বেশি অর্থ ব্যয় করতে হয় না অল্প অর্থ খরচ করে অধিক ফলন পাওয়া যায় পাট সাধারণত বর্ষার মৌসুমে চাষাবাদ করা হয়
Location: https://w3w.co/assigned.rocketed.flies
Location: https://w3w.co/assigned.rocketed.flies
আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিস্তৃত এলাকাজুড়ে পাঠিয়ে চাষাবাদ করা হয়েছে পার্ট চাষাবাদ করার জন্য সর্বপ্রথম জমি কে ভালোভাবে চাষ করে নিতে হয় তারপর নির্দিষ্ট মৌসুমে পাটের বীজ বপন করতে হয় এবং পানি সেচ দিতে হয় যার কারণে পাটের চারা বের হয়
তারপর পার্ট একটু বড় হলে পার্টি বিভিন্ন ধরনের সার রয়েছে যেমন পটাশ ইউরিয়া এবং আরো অনেক কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করতে হয় পাটের জমিতে বিভিন্ন আগাছা কিংবা ঘাস জন্মালে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয় বা বিভিন্ন ধরনের আগাছা কেটে ফেলতে হয় এভাবে পাটের যত্ন নিতে হয়
বাট যখন বড় এবং পরিপক্ক হয়ে যায় তখন পাঠ কেটে বিভিন্ন নদী-খাল-বিল বা পুকুরে ডুবিয়ে রাখতে হয় তারপর নির্দিষ্ট সময়ে পার্ট যখন পঁচে যায় তখন পাটের আঁশ সরিয়ে নিতে হয় তারপর সে আঁশগুলো ভালো করে রোদে শুকিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়
বাংলাদেশের সাধারণত পাট চাষ করতে তেমন একটা খরচ হয় না কিন্তু পার্টি অনেক লাভ বিধায় বাংলাদেশের অধিকাংশ কৃষক পাট চাষে আগ্রহী বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এমনকি পাটকে ঘিরে অনেক কল-কারখানা তৈরি হয়েছে পাঠের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছেন এজন্য পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়
Location: https://w3w.co/assigned.rocketed.flies
বাংলাদেশ হলো পাট চাষের জন্য উপযুক্ত একটি দেশ কারণ বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর যার কারণে পাট অধিক ফলন দেয় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে জন্মে যেমন ভারত নেপাল পাকিস্তান ইত্যাদি বাংলাদেশ পাট রপ্তানিতে প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ পাট রপ্তানি করে দেশি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে থাকেন এজন্য পাঠানো একটি অর্থকরী ফসল
আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে আশা করি সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে
Nice post..and i love this environment. Thank you!
Great post