Betterlife : The Diary Game|12/08/2023| Making video to surprise wife on the occasion of wedding anniversary@usuf

in Steem For Bangladeshlast year (edited)
আসসালামু আলাইকুম

The Diary Game


১২ আগস্ট ২০২৩


স্টিমিট বাসি ও Steem For Bangladesh কমিউনিটি সদস্যদের 🙋‍♂️হ্যালো। কেমন আছেন সবাই


আমি মোহাম্মদ ইউসুফ চৌধুরী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @usuf.


আমি আমার দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, আমার দৈনন্দিন কাজ, পছন্দ অপছন্দ, স্মৃতি, আমার শখ ইত্যাদি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে বাংলাদেশ থেকে স্টিমিট এ যোগ দিয়েছি।


সকলে ভালো আছেন আশা করি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ২০২৩ সালের আগস্ট মাসের ১২ তারিখে আমি কিভাবে দিনটা পার করেছি।



রাত তখন ২ঃ৪০ মিনিট
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


হঠাৎ বৃষ্টি মুভিটা দেখা শেষ করলাম তখন রাত ২ঃ৪০ মিনিট বাজে। প্রতিটি মানুষ তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। রাতের আঁধারে তখন পৃথিবী অন্ধকার হয়ে আছে। নিস্তব্ধতা গ্রাস করে আছে পৃথিবীটাকে।



ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


তারপর আমি এক গ্লাস দুধ খেয়ে নিলাম। সকালে চেম্বার যেতে হবে তাই আর দেরি না করে ঘুমাতে চেষ্টা করলাম। ঘুমাতে দেরি হয়েছিল তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে।



কাপড়চোপড় ওয়াশিং মেশিনের সাহায্যে ধোয়ার সময়
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ময়লা কাপড়চোপড় আমি ওয়াশিং মেশিনে সাহায্যে ধুয়ে নিলাম।



এক কাপ চা ও একটি বিস্কুট দিয়ে সকালের নাস্তা করা
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


দেরি হয়ে যাওয়াতে আমি সকালে নাস্তা না করে চেম্বারে চলে আসলাম। চেম্বারে এসে প্রথমে ঝাড়ু দিয়ে চেম্বারটা পরিষ্কার করলাম। হাতমুখ ধুয়ে আমি যখন এক কাপ চা ও একটি বিস্কুট দিয়ে নাস্তা করছিলাম তখন রুগী চলে আসাতে তার জন্যও এক কাপ চা ও একটি বিস্কুট অর্ডার দিলাম।


দুপুর একটা বেজে গেল আমি চেম্বার বন্ধ করে দিলাম। চুল অনেক বড় হয়ে গেছে তাই চুল কাটানো দরকার। তাই আমি যেখান থেকে চুল সবসময় কাটায় সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি লম্বা সিরিয়াল। তার সাথে কথা বলে জানতে পারলাম ২ ঘণ্টার উপরে লাগবে। এত সময় এখন অপেক্ষা করা সম্ভব নয় যেহেতু আমাকে আবার চেম্বারে যেতে হবে তাই আমি তার সাথে কথা বলে সেখান থেকে চলে আসলাম।



চুল কাটানোর সময়
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


আমি সেখান থেকে চলে আসার সময় দেখতে পেলাম তার পাশের সেলুন পুরাই ফাঁকা তাই আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে চুলটা কাটিয়ে নেই। আমার চুল কিভাবে কাটতে হবে তাকে বুঝিয়ে দিলাম এবং সে সেভাবেই চুলটা কেটে দিল।



দুপুরের খাবারের সময়
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


বাসায় এসে গোসল করে নিলাম। ইলিশ মাছ ও শাপলা ভাজি দিয়ে দুপুরে খাবার খেলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সাড়ে চারটা বেজে গেল আমি চেম্বারের উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম।



মাগরিবের পর বৃষ্টি শুরু
ছবি তোলা হয়েছে নোট ৫ এআই দিয়ে


মেঘের কারণে আজ সন্ধ্যা হওয়ার আগে যেন সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের পর তুমুল বেগে বৃষ্টি শুরু হল। বৃষ্টির কারণে যাত্রীরা বৃষ্টি থেকে বাঁচার জন্য যে যার মতন করে আশ্রয় নিল।


সাড়ে আটটা নাগাদ বৃষ্টি থেমে গেলে আমি আর দেরি না করে সাথে সাথেই চেম্বার বন্ধ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে নিলাম।



ভিডিও তৈরি করার সময়


কাল আমার বিবাহ বার্ষিকী আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য এক বছরে আমরা কি কি করেছি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিলাম এবং সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি কাজ শুরু করে দিলাম।



◦•●◉✿ধন্যবাদ সবাইকে✿◉●•◦


Posted using SteemPro Mobile

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67814.21
ETH 2401.94
USDT 1.00
SBD 2.34