ঝিনাইদহ বাস টার্মিনাল জিরো পয়েন্টে বন্ধুদের সাথে চায়ের আড্ডা || ২৯ জুলাই ২০২৪
উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন আমি এবং আমরা বন্ধুরা মিলে চা আড্ডা আছি। আমরা মূলত প্রায় সময়েই এই জায়গাতে চা আড্ডা দিয়ে থাকি। তো সেই দিন ও আমরা চা আড্ডা দিয়ে চলে গেলাম ঝিনাইদহ বাস টা্র্মিনাল জিরো পয়েন্টে। এই খানে মামার দোকানে দুধ চা টা বেশ জনপ্রিয় টার্মিনালে আসলে যেন মামার হাতে দুধ চা না খেলে ভালোই লাগে না।মামার দোকান টা রাত ১/২ পর্যন্ত খোলা থাকে। এবার আসা যাক মূল কোথায় বন্ধু রা মিলে সারা দিয়ে একবার হলেও চা আড্ডাই বসতে না পারলে যেন দিন তাই কাটে না। আসলে বন্ধুদের সাথে আড্ডা দিলে মনের যত দুঃখ থাকুক সব যেন দূর হয়ে যায়। কেন জানি মনে এক অন্যরকম প্রশান্তি মেলে। এই চায়ের আড্ডা তে কে কি করলাম কোথায় যাব কি করব কিভাবে করব সবাই একসাথে বসে পরিকল্পনা করা হয়, আসলে শুধু আমাদের এই বয়সটাই না যেন সব শ্রেণীর বয়সের মানুষই চা দিতে পারলে খুব ভালো হয়। বিশেষ করে আমরা দেখে থাকি গ্রাম অঞ্চল গুলাতে সারাদিন চাচারা যত কাজ করুক ঠিক সন্ধ্যার পরে দোকানে বসে আড্ডা দিবে। চা খেতে তারা আসবেই যত ঝড় বৃষ্টি যাই হোক এক কাপ চা না খেলে যেন মনে কোন প্রশান্তি আসে না। চা খাওয়া যেন মনের এক অন্য রকম প্রশান্তি।
চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায় যা চাপাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরী করা হয়।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, এবং আমি আজকের চা আড্ডার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্ট করুন। সবাইকে আবারো ধন্যবাদ, ভালো থাকুন।
বিষয় :- | বন্ধুদের সাথে চায়ের আড্ডা |
---|---|
মোবাইল | Honor X9b |
ফটোগ্রাফার 📷 | @tanvirn |
লোকেশন | ঝিনাইদহ সদর, ঝিনাইদহ |
Sort: Trending
Loading...