#burnsteem25 | কিভাবে ডেলিগেশন করবেন? | ক্লাব 100 |steemCreated with Sketch.

in Steem For Bangladesh2 years ago (edited)

IMG_20220830_133211.jpg

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি @steem4bangladesh কমিউনিটি অ্যাকাউন্টে 500 এসপি ডেলিগেশন করেছি। কিভাবে ডেলিগেশন করেছি তার ধারাবাহিক বর্ণনা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আশা করছি যারা নতুন আছেন তারা খুব সহজেই আমাদের কমিউনিটি অ্যাকাউন্টে ডেলিগেশন করতে পারবেন। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র ডেলিগেশন এর মাধ্যমেই আমাদের কমিউনিটি একাউন্ট অনেক বেশি শক্তিশালী হতে পারে। সুতরাং কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলের সাধ্যানুযায়ী ডেলিগেশন করা উচিত। কিভাবে ডেলিগেশন করবেন তার বর্ণনা নিচে উল্লেখ করেছি। চলুন শুরু করা যাক।

ডেলিগেশন কেন করবেন?

ডেলিগেশন মানে হলো আপনার অ্যাকাউন্টের স্টিম পাওয়ার অন্য একাউন্টে ধার দেওয়া। এর মাধ্যমে আপনার একাউন্টে থাকা স্টীম পাওয়ার এর curation সম্পন্ন হবে। আপনি যদি একটি কমিউনিটি অ্যাকাউন্টে আপনার পাওয়ার ডেলিগেশন করেন তাহলে আপনার এসপি গুলো কাজে লাগবে। কারণ আমরা অনেকেই আছি যারা নিয়মিত অন্যান্য ইউজারদের পোস্টে উপভোট দেইনা। ফলের আপনার একাউন্টের এসপি গুলো অযথা পরে থাকে। এতে আপনি কোনো curation রিওয়ার্ড পান না। তাই আপনি যদি একটি কমিউনিটি অ্যাকাউন্টে আপনার পাওয়ার ডেলিগেশন করেন তাহলে আপনার এসপি গুলো curation এর কাজে যথাযথ ব্যাবহার হবে। এতে আপনি বসে থেকেই curation রিওয়ার্ড পাবেন। এজন্য আমি মনে করি কমিউনিটি অ্যাকাউন্টে ডেলিগেশন করা উচিত।
একটি বিষয় খুব জুরুরী যে আপনি যদি আপনার এসপি গুলো অন্য দেশের কমিউনিটি অ্যাকাউন্টে ডেলিগেশন করেন তাহলে সেটা নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ স্টিমিট টিম চায় ডেলিগেশন যার যার নিজের দেশের কমিউনিটিতে করা উচিত সুতরাং আমি আপনাদের আহবান করবো steem4bangladesh কমিউনিটি অ্যাকাউন্টে আপনার পাওয়ার ডেলিগেশন করুন।

ধাপ ১

IMG_20220830_125909.jpg

প্রথমে আপনাকে steemworld. এ প্রবেশ করতে হবে। তারপর আপনি কতগুলো টুলস দেখতে পাবেন। সেখান থেকে ড্যাশবোর্ড এ ক্লিক করবেন। তারপর আপনি উপরের এই পেজটি দেখতে পাবেন। এখানে delegations লেখাটিতে ক্লিক করলে আপনি তার নিচেই delegate অপশন খুঁজে পাবেন।

ধাপ২

IMG_20220830_130022.jpg

Delegate অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখান to account এর বক্সে @steem4bangladesh লিখুন। তারপর নিচের বক্সে ডেলিগেশন এর পরিমাণ নির্ধারণ করুন। আমি এখানে 500 এসপি নির্ধারণ করেছি। তারপর ok বাটনে ক্লিক করুন।

ধাপ৩

IMG_20220830_130033.jpg

এরপর আপনার কাছে ডেলিগেশন দেওয়ার জন্য সম্মতি চাবে এখানে আপনি yes বাটনে ক্লিক করে দিন।

ধাপ৪

IMG_20220830_130047.jpg

তারপর আপনার সামনে এই পেজটি আসবে। এখানে আপনাকে আপনার steemit active কী দিতে হবে। এক্টিভ কী দেওয়ার পর আপনাকে ok বাটনে ক্লিক করতে হবে। এবার আপনার ডেলিগেশন সম্পন্ন হবে।

IMG_20220830_130142.jpg

তারপর আপনি পেজটি একবার রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার ডেলিগেশন এর প্রমাণ এখানে শো করছে যেমনটি উপরের স্ক্রীনশটে দেখতে পাচ্ছেন।

এভাবেই আপনি খুব সহজেই ডেলিগেশন করতে পারবেন। কমিউনিটি অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য আমাদের সকলের ডেলিগেশন খুবই গুরুত্বপূর্ণ।

সিসি:@steemchiller @stephenkendal @msharif @ripon0630

শুভেচ্ছায় @solaymann বাংলাদেশ থেকে

Sort:  

Understanding the world around us and within us. Reshared😎📝💚

Loading...
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ । এই পোস্টেটি এই কমিউনিটির সকল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন ইউজার তাদের এই পোস্টটি খুবই উপকারে আসবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Hi, @solaymann,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আপনার পোস্টে দেখলে নতুনরা খুব সহজেই আমাদের এই কমিউনিটিতে ডেলিগেট করতে পারবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টিউটোরিয়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত প্রকাশ করার জন্য।

TEAM LUCKY DIP

Congratulations!
This post has been upvoted through steemcurator09.
We support quality posts anywhere and any tags.
Curated by : @abiga554

 2 years ago 

Thank you so much for your support @abiga554

 2 years ago 

খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই, নতুনদের জন্য অনেক উপকারী পোস্ট। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করার জন্য, যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে

 2 years ago 

উপকারি একটি পোস্ট। নতুন যারা ডেলিগেশন করতে চাই তাদের জন্য উপকার হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60596.21
ETH 2611.46
USDT 1.00
SBD 2.64