Batter life ( 6 Nov 2023 ) Tour Jashore

in Steem For Bangladeshlast year (edited)

Alhamdulillah I am fine. Like every day, I wake up early in the morning and walk around the house for some time. My kitten was chasing me while I was walking.

After walking around for some time, I sat down to read. About an hour later my mother brought me breakfast. Breakfast today was fried egg and paratha.

I was at home since morning. I was studying. I was sitting in my father's shop after taking a bath in the afternoon. After I sat in the shop, Abbu finished his bath and left for Namaz. After praying, I returned to the shop and went home. Come home and complete lunch. Sometimes there is no rest

IMG20231106161536_01.jpg
My friend Piyas called me suddenly and said I must go to Jessore. Jessore is our neighboring district. We often go to Jessore for various work. Jessore district is the largest district in Bangladesh. Earlier our Magura district was included in Jessore district. After independence, Jessore district Venge was reorganized into 6 districts.
IMG20231106192818.jpg

IMG20231106192748.jpg
I went to fetch a parcel of my friend's motorbike. After a lot of searching, we found the pearl in a store.
We had a tea break in between work
IMG20231106200951.jpg

My friend has an Easy Bike showroom. And buys Easybike goods from Jessore at wholesale price. Today is no exception. I bought a pickup truck today.

IMG20231106194826.jpg
After finishing all our work we left for Magura.

Arriving at Magura, at Magura's turning point Vainer Mor, finished dinner at Sonar Bangla Hotel and returned home.

Sort:  
 last year 

প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇

প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।

আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।

আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেল ও ট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।

আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।

উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76556.14
ETH 2925.60
USDT 1.00
SBD 2.61