How To Draw a Beautiful Cat Face With Butterfly

in Steem For Bangladesh9 months ago

Hello everyone, I am @shimu

From : #Bangladesh

IMG_20231124_221120.jpg

আসসালামু আলাইকুম। @ স্টিমের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা জানেন আমি আঁকাতে খুবই ভালোবাসি। প্রত্যেকটা ছবির ধরন আলদা। একটির সাথে অন্য ছবির মিল থাকেনা। আমার বিভিন্ন ধরনের ছবি আঁকতে এবং রঙ করতে অনেক ভালো লাগে। যেকোনো রঙিন ছবি ও সাদা কালো ছবি আঁকি ছবির ধরন অনুযায়ী। আজ আমি আপনাদের সাথে আমার আঁকা অন্য একটি ছবি শেয়ার করবো । আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ছবিটি সম্পর্কে বিস্তারিত

ছবিটি একটি বিড়াল এবং প্রজাপতির। বিড়ালের মুখের অংশ ছবিটিতে আঁকা হয়েছে। বিড়ালের মুখের সামনে একটি প্রজাপতি । প্রজাপতি টি বিড়ালের মুখের উপর এসে বসছে। এমন দৃশ্য ছবিটিতে আঁকা হয়েছে। ছবিটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়।

আমার অনূভুতি

এমন সুন্দর একটি ছবি আঁকতে পেরে আমার খুবই ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে আমার ছবি আঁকার দক্ষতা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। আমার আঁকা ছবিটি আশা করি আপনাদের ভালো লাগবে৷

প্রয়োজনীয় উপকরণ

১. A4 সাইজ পেপার
২. পেনসিল (6B, 12B)
৩. রাবার
৪.কাটার
৫. স্কেল

আঁকার ধাপগুলি পর্যায়ক্রমে

ধাপ:১

সর্বপ্রথম একটি সাদা কাগজে স্কেল এর সাহায্যে একটি খোপের মত আঁকবো এবং তারপরে উপরের দাগে ত্রিভুজ এর আকার দিয়ে দুইটি কান আঁকবো। এরপর উপরের দাগ থেকে সামনে হালকা বাঁকা করে টেনে নিবো এবং বিড়ালের মুখের আকারের মতো করে এঁকে নিবো।ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_215759.jpg

ধাপ:২

এবার বাড়তি দাগগুলো মুছে ফেলবো এবং বিড়ালের চোখ আঁকবো। একটি চোখ আঁকবো । নাকের অংশটি গাঢ় করে এঁকে নিবো ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_215814.jpg

ধাপ:৩

এই বার বিড়ালেএ মুখের সামনের প্রথমে গোল এবং লম্বা করে প্রজাতির আকার দিবো। এরপর প্রজাপতিটির দুইটি ডানা আঁকবো । ডানা আঁকার পরে প্রজাপতি সামনের হুল এবং পা গুলো এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_215914.jpg

ধাপ:৪

এবার প্রজাপতির শরীরের অংশটি আঁকবো। প্রজাপতি সাধারণত দেখতে অনেক সুন্দর হয়। প্রজাপতির শরীরে ডানার ভিতর অনেক গুলো দোড়া কাটা দাগ থাকে। যে গুলোর জন্য প্রজাপতিটি দেখতে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। প্রজাপতির ডানার অংশটি আঁকবো ভাগ ভাগ করে এবং গোল গোল দিবো ভিতরে। ঠিক আমার আঁকা ছবিটির মতো করে।

IMG_20231124_215952.jpg

ধাপ:৫

এবার বিড়ালের চোখে পেনসিল দিয়ে রঙ করে নিবো। এমন ভাবে রঙ করবো যেনো দেখে মনে হয় বিড়ালটি তাকিয়ে আছে। বিড়ালের চোখ আঁকার পরে শরীরের অংশে হালকা করে পেনসিল ঘষে নিবো কান এবং বডির অংশে। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_220035.jpg

ধাপ:৬

এবার বিড়ালের মুখের সারা অংশে পেনসিল দিয়ে রঙ করে নিবো। রঙ করা শেষে একটি কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে রঙএর অংশ ঘষে নিবো তাহলে কালারটি সুন্দর আসবে। ঠিক নিচে আঁকা আমার ছবিটির মতো করে।

IMG_20231124_220209.jpg

ধাপ:৭

এই পর্যায়ে বিড়ালের মুখের অংশে আঁকবো। এখন বিড়ালের নাকেরকাছের অংশ আঁকবো। ফোটা ফোটা দিবো বিড়ালের যেমন থাকে এবং লম্বা লম্বা দাড়ি আঁকবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_220238.jpg

ধাপ:৮

এই ধাপে বিড়ালের মুখের পুরো লোম আঁকবো। এইগুলো সাবধানে এবং ধীরে ধীরে আকতে হবে। পেনসিল দিয়ে হালকা টান দিয়ে এই লোমের অংশটুকু সব আঁকবো। কোনো দাগ বাঁকা যেনো না সে দিকে খেয়াল রেখে।নিচের ছবিটির মতো করে।

IMG_20231124_220341.jpg

ধাপ:৯

এইবার প্রজাপতি তে পেনসিন দিয়ে রঙ করবো। ডানার অংশে গাঢ় কালো করে এঁকে নিবো এবং ফোটা অংশগুলো ভরাট করে দিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে৷

IMG_20231124_220400.jpg

ছবিটির চূড়ান্ত ফলাফল

IMG_20231124_221137.jpg

আমার আঁকা ছবিটি সম্পূর্ণ হয়েছে। বিড়াল এবং প্রজাপতির দৃশ্য এটি। আশা করি আপনাদের সবার কাছে ছবিটি ভালো লাগবে। ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য এর মাধ্যমে জানাবেন

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য

Sort:  
 9 months ago 

You have described your RT very nicely. And your drawing was very nice. good luck

 9 months ago 

Thank you so much for your valuable comment.

Hi, @shimu12,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 9 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI4
Period2023-11-25
Result Club5050
 9 months ago 

Its really mind blowing

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59022.17
ETH 2569.27
USDT 1.00
SBD 2.53