আমার নিজের ফটোগ্রাফি এবং আকন্দ গাছের পরিচিত ও উপকারিতা সম্পর্কে আলোকপাত।||১৯ নভেম্বর ২০২৪

in Steem For Bangladesh9 months ago (edited)

আসসালামু আলাইকুম Steem For Bangladesh পরিবারের প্রিয় সদস্যগণ। কেমন আছেন আপনারা? আশা করছি মহান রবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন।

আলহামদুলিল্লাহ! মহান রবের কৃপায় আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আকন্দ গাছের পরিচিতি ও এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করছি।

IMG_20241119_110917_360.jpg
একসময় মানুষ ঔষধের বিকল্প হিসেবে ঔষধি গুণসম্পন্ন গাছ গাছড়ার মাধ্যমে রোগের চিকিৎসা করে থাকতো। বিভিন্ন গাছের শেকড়ের রস,পাতার রস,অথবা গাছের ফলের রস সেবন করার মাধ্যমে রোগের চিকিৎসা নিতো। কিন্তু বর্তমানে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় মানুষ প্রযুক্তির মাধ্যমে তৈরি বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকে।
আজকে আমরা এমনই একটি ভেষজ সম্পর্কে আলোকপাত করবো যা, মানুষ আগেকার দিনে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করতো।
আর তাহলো আকন্দ গাছ। নিম্নে আকন্দ গাছের পরিচিতি ও এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হলো:-
IMG_20241119_120735_965.jpg

IMG_20241119_120935_783.jpg

পরিচিতি:-

আকন্দ একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। অঞ্চলভেদে আকন্দ গাছের বিভিন্ন নাম রয়েছে। আমার এলাকা ঝিনাইদহে এটি "আকন্দ গাছ" নামে পরিচিত।
কোন কোন অঞ্চলে এটাকে আপন পাতার গাছ,অর্ক গাছসহ বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে
আকন্দ গাছ এক প্রকার উদ্ভিদ। আকন্দ গাছের মুকুল হয় সাদা ও বেগুনি রঙ্গের।
IMG_20241119_110942_271.jpg

IMG_20241119_110905_672.jpg

আকন্দ গাছ যেসব জায়গায় জন্মে:-

আকন্দ গাছ সাধারণত গ্রামাঞ্চলের পতিত জমিতে জন্মে থাকে।এটি রাস্তার ধারে কিংবা আবাদী জমির আইলে জন্ম নেয়।বিশেষ করে রাস্তার ধারের শুকনা স্থানে এটা জন্মে ওঠে।
ঔষধ হিসেবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসায় উল্লেখযোগ্য।

ব্যবহার্য্য অংশ:-

এই উদ্ভিদের ব্যবহার্য্য অংশ হলো:-ছাল,পাতা, ফুল, মূল ও আঠা।

যেসব রোগে ব্যবহার্য্য:-

বায়ুনাশক,উদ্দিপক,পাচক, পাকস্থলীর ব্যাথা নাশক,বিশ নাশক,ফুলা নিবারক, স্পৃহা,দাউদ,অর্শ, কৃমি ও শ্বাস কষ্টে উপকারী।
এমনকি ব্রণ, কোষ্ঠকাঠিন্য,বুকের কফ,একজিমায় আকন্দের পাতা, কান্ড ও মূলের ব্যবহার রয়েছে।
"সকলকে ধন্যবাদ"

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 9 months ago 

Thank you so much.

Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84