Better Life with steemit. The Dairy game,07/07/2024.My daily activities stay at home.
আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজ সারাদিন কিভাবে কাটিয়েছি তা শেয়ার করব এখন ইনশাল্লাহ।আমি সকাল আটটায় ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসেছি। যেহেতু আমি একজন স্টুডেন্ট তাই আমাকে বেশিরভাগ সময় পড়তে হয়।
![IMG_20240707_095529.jpg]()
আমার একাডেমিক পড়াশোনা শেষ তাই আমি এখন চাকরির প্রিপারেশন নিচ্ছি।ঘুম থেকে উঠে প্রথমে আমি ২ ঘন্টা ইংলিশ পড়েছি। তারপর সকালের নাস্তা করে আবার পড়তে বসেছি। তারপর আমি ইংরেজি সাহিত্যের কিছু কিছু অংশ পড়েছি ।
![IMG_20240707_131743.jpg]()
আমি আজ রেনেসাঁস পিরিয়ডের কিছু কবি সাহিত্যিক পড়েছি। ইংরেজি সাহিত্য পড়তে আমার অনেক ভালো লাগে তাই আমি মজা নিয়ে পড়েছি।১২ তারিখ আমার নিবন্ধন পরীক্ষা আছে তাই আমি নিবন্ধনের জন্য কিছু অংশ পড়েছি।
![IMG_20240707_095315.jpg]()
তারপর আমি বাংলাসাহিত্য পড়া শুরু করি। বাংলা সাহিত্যের মধ্যে আমি পড়েছি বেগম সুফিয়া কামাল , আহসান হাবীব , সৈয়দ আলী আহসান, সুকান্ত ভট্টাচার্য, আল মাহমুদ ও মোঃ লুৎফর রহমানের সাহিত্যকর্ম।
![IMG_20240707_212255.jpg]()
বিকাল তিনটার সময় আমি গোসল করি তারপর নামাজ পড়েছি। চারটার সময় আমি দুপুরের খাবার খেয়েছি তারপর দুই ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসেছি। তারপর আমি বাংলাদেশ বিষয়াবলী পড়া শুরু করি। বাংলাদেশ বিষয়াবলীর বিষয়বস্তু ছিল বাংলাদেশের সংবিধান। সংবিধানের আমি কিছু অনুচ্ছেদ পড়েছি।
![IMG_20240707_212739.jpg]()
রাত আটটায় আমি এশার নামাজ পড়েছি নামাজ পড়ে আবার পড়তে বসেছি। কিছুক্ষণ পড়ার পর আমি রাতের খাবার খেয়ে নিয়েছি। তারপর কিছু সময় বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নেয়ার পর আমি কিছু সময় গণিত অনুশীলন করেছি। আমি যেহেতু মেসে থাকি তাই আমরা সবাই গ্রুপ স্টাডি করে পড়াশুনা করি। প্রতিদিন আমরা এক ঘন্টা গ্রুপ স্টাডি করার চেষ্টা করি। এক রুমে আমরা তিনজন আছি তিনজনে মিলে আমরা গ্রুপ স্টাডি করেছি। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছি।
![IMG_20240707_212727.jpg]()
আমি রুটিন মাফিক পড়াশোনা করতে পছন্দ করি এবং যতটুকু অংশ পড়ি তার ডায়রিতে লিখে রাখি। এটা আমার পড়াতে অনেক সাহায্য করে। কোন সাবজেক্ট কত সময় পড়লাম সেটা লিখে রাখি ডায়রিতে।
![IMG_20240708_000507.jpg]()
আমি মেসে থাকি তাই আমি নিজে রান্না নিজেই করে খাই। আজ আমি ঢেঁড়স ভাঁজি ও পটল ভাঁজি করেছিলাম। আজ সারাদিন প্রায় অনেকটা সময় বৃষ্টি ছিল তাই বাইরে যাওয়া হয়নি। সারাদিন আমি রুমেই সময় কাটিয়েছি। মেসে থাকি তাই আমার সারা দিন টুকটাক কাজ করতে হয় সেটা আমি নিজে করি। ভালো না লাগলে বাড়িতে বাবা-মা ভাই-বোনদের সাথে ফোনে কথা বলে নিই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভাল থাকবেন। আবারো আমার সালাম নিবেন ।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ । |
---|
আপনার সারাদিনের কাজের বিবরণ তুলে ধরছেন। তা পড়ে খুবই ভালো লাগলো।