You are viewing a single comment's thread from:

RE: অপ্রত্যাশিত সাফল্য ও বইয়ের স্মৃতিচারণা

in Steem For Bangladeshlast month

স্টুডেন্ট লাইফে সকলেরই হয়তো এমন ঘটনার সম্মুখীন হতে হয়। আপনার মতো আমারও এমন একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিলো যখন আমি নবম শ্রেনীতে পড়তাম।সেসময় আমাদের স্কুলে একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিলো এবং সে উপলক্ষে উপজেলা "নিউক্লিয়ার ক্লাব" নামক একটি সংগঠন আমাদের স্কুলে এসেছিলো।

তারা একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় যেখানে আমাদের স্কুলের কয়েকজন টপার স্টুডেন্টদেরকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়েছিলো।আর মোটামুটি ভালো স্টুডেন্ট হওয়ার সুবাদে আমাকেও সেই প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছিলো।

প্রতিযোগিতার নিয়ম হিসাবে আমাদের সকলকে একটি চিরকুট তুলতে হয়েছিলো আর চিরকুটে যে বিষয় উল্লেখ থাকবে সেটার ওপরেই আমাদের উপস্থিত বক্তব্য দিতে হয়েছিলো।

আমার তোলা চিরকুটে " ইন্টারনেট" লেখা ছিলো।তাই, আমি প্রায় ৪-৫ মিনিটের একটি ছোট বক্তৃতা দিয়েছিলাম। আর সুভাগ্যক্রমে আমি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম ও "নিউক্লিয়াস ক্লাব" এর পক্ষ থেকে "ছোটদের বিজ্ঞান" নামক একটি বই পুরষ্কার পেয়েছিলাম।

যাইহোক এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য।স্কুল, কলেজ লাইভে আমাদের সবার অনেক স্মৃতি আছে। হয়তো সে সময় এগুলো বিরক্ত লাগতো,অনেক সময় মনে হতো শিক্ষকরা বাধ্যতা মূলক ভাবে বিভন্ন কিছুতে অংশগ্রহণ করাতো। আর এখন সেই দিনগুলোই আমাদের হৃদয়ে ভালোবাসার এক বিশেষ জায়গা করে নিয়েছে।

সত্যিই এই ঘটানাগুলো অসস্তিকর মনে হলেও আমার সাথে ঘটনাগুলোর বারংবার পুনরাবৃত্তি হতো বিধায় বিষয়গুলো আমার সয়ে গিয়েছিলো।😅

তাহলে তো অনেক ভালো ভাইয়া! 😊

🥰

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69547.43
ETH 2494.07
USDT 1.00
SBD 2.54