Random Photography।। Steem For Bangladesh

in Steem For Bangladeshlast year (edited)


আসসালামু আলাইকুম



সবাই আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পোস্টে আমি আপনাদের সাথে আমার মোবাইল দিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। এই ছবিগুলো আমি আমার বাসার ছাদ থেকে তুলেছি। গতকাল সন্ধ্যা হওয়ার একটু আগে আমি ছাদে হাটাহাটি করছিলাম। সাধারণত এই সময় আমি ছাঁদে হাটাহাটি করি। তো যাই হোক আমাদের বাসার পশ্চিম দিকে একটা ছোটখাটো জঙ্গল আছে এই ছবিগুলো সেখানকার। আরও কয়েকবছর আগে এই জঙ্গল অনেক বড় ছিল। তবে এখন এগুলোতে মানুষ বাসা করেছে তাই এখন জঙ্গলটি প্রায় বিলুপ্তির পথে।



IMG_20230716_182950.jpg

IMG_20230716_182940.jpg



আমাদের বাসার পূর্ব দিকে আমাদের বাগান আছে। যেখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলো আম্মু দেখাশোনা করেন। আমি মাঝে মধ্যে গাছে পানি দেই। এখানে অনেক ধরনের গাছ আছে। কিছুদিন আগে অনেকগুলো পেঁপের চারা লাগিয়েছিলাম আমি আর আম্মু মিলে এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়াও এখানে মরিচ গাছ, বেলের গাছ, টমেটোসহ আরও অনেক গাছ আছে। এই বছরের প্রথম দিকে অনেক টমেটো আমরা পেয়েছিলাম।



IMG_20230716_183052.jpg

IMG_20230716_183018.jpg



এটা আমাদের পাশে মাঠের ছবি যেখানে আমরা অনেক খেলাধূলা করেছি। এবং এখানে তখন গাছ ছিল তবে এখানে অনেক গাছ ওঠে গেছে। তাছাড়াও আমাদের পাশে আমাদের প্রতিবেশীদের গাছের ছবি এখানে যুক্ত করা হয়েছে। এইগুলো আপনারা শুধু গ্রামেই দেখতে পাবেন।



IMG_20230716_183212.jpg

IMG_20230716_183143.jpg



তো যাইহোক এই ছিল আজকের পোস্ট। দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ধন্যবাদ সবাইকে।



DeviceMi Note-9
Discordsamin01#3585
Club StatusClub5050


Sort:  

The first tree look slike a wild plantain (banana).

Yes, you are right.

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41