মিথ্যার ভয়ানক প্রভাব

in Steem For Bangladesh2 days ago

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আমি @sabbirakib, একজন বাংলাদেশী। আজকে আমি একটি সামাজিক ব্যধি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে, মিথ্যা .

pexels-wendelinjacober-1447103.jpg

Photo by Wendelin Jacober

মিথ্যা নানাভাবে আমাদের এবং সমাজের ক্ষতি করে যাচ্ছে। মিথ্যা আমাদের ধারণার চেয়েও ভয়ানক হয়ে উঠতে পারে আমাদের জীবনে। প্রায় প্রতিটি ধর্মেই মিথ্যাকে ভয়ানক পাপ হিসাবে উল্লেখ করা হয়েছে। সামাজিক ভাবেও যারা মিথ্যা কথা বলে তাদেরকে বয়কট করা সহ মানুষ অন্য চোখে দেখে থাকে। আমাদের ধর্মে তো মিথ্যার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে।

মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। মানুষ যখনই অবলীলায় মিথ্যা বলতে শুরু করে তখন আর তার মধ্যে ভয় থাকে না। অন্যায় কিংবা অপরাধমূলক কাজ করতে জড়তা আসেনা। নির্বিঘ্নে ধ্বংসলীলা চালাতে পারে। কারন ফেঁসে গেলে সে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে পারবে। এভাবেই মিথ্যা কুপ্রভৃতি লোকের কাছে প্রিয় হয়ে উঠেছে এবং তারা মিথ্যা ছাড়া একবিন্দু চলতে পারেনা।

মিথ্যা মানুষে মানুষে সম্পর্ক নষ্ট করে। আমি যদি আমার ঘনিষ্ঠ কারও সাথে মিথ্যা কথা বলি এবং সে যদি তৎক্ষণাৎ কিংবা পরেও বুঝতে পারে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, তিনি অবশ্যই আমার সাথে ভবিষ্যতে আর সম্পর্ক রাখতে চাইবেন না। পৃথিবীতে যত সম্পর্ক নষ্ট হওয়া বা ভেঙ্গে যাওয়ার রেকর্ড আছে, তার প্রায় পুরোটাই এই মিথ্যার জন্য। বিশ্বাসঘাতকতা মিথ্যারই আরেকটি রূপ, যা আরও ভয়ঙ্কর একটি অপরাধ। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা মিথ্যারই স্বরূপ।

মিথ্যা আশ্বাস মানুষকে হতাশ করে। প্রতরণার জন্য একজন আরেকজনকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। যখন মানুষটি প্রতারিত হয় তখন ভীষণ হতাশা গ্রাস করে তাকে। পরবর্তীতে আর কাউকে বিশ্বাস করতে চায় না সহজে। ফলে, একজনের মিথ্যার কারনে ভুগতে হয় অনেককে।

মিথ্যা ধ্বংসের কারণ। অতীতে, রাজদরবারে কিছু মানুষ ইচ্ছাকৃত মিথ্যা গুজব ছড়াতো রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। নিজের অন্যায় চাহিদা চরিতার্থ করার জন্যও তারা এমন জঘন্য কাজ করত। অনেক সময় দেখা যেত নিজের অপরাধ ঢাকার জন্য নির্দোষ কাউকে ফাঁসাত মিথ্যার জাল বিছিয়ে। দেখা যেত কি করেছে না জেনেও বহু নিষ্পাপ মানুষের দণ্ড হয়েছে। সিংহাসন দখল, উঁচু পদ দখলের জন্য মিথ্যা বলাটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল কুলষিত মনের মানুষের জন্য। তারা মিথ্যার জাল এমন ভাবে বিস্তার করত যে অনেক সময় পাশাপাশি দুই রাজ্যের যুদ্ধও বেধে যেত। বিনাকারনে প্রাণ যেত হাজার হাজার মানুষের।

pexels-sebastiaan9977-1480693.jpg

Photo by Sebastiaan Stam from Pexels

সর্বোপরি, মিথ্যা মারাত্মক ভয়ানক একটি অপরাধ যা খুবই তুচ্ছ মনে হলেও এর প্রভাব সুদূর প্রসারী। মুহূর্তেই বিশাল দূর্ঘটনা ঘটাতে সক্ষম ক্ষুদ্র একটি মিথ্যা কথা। তাই আমাদের এই ভয়ঙ্কর চর্চা থেকে বের হয়ে আসতে হবে। যাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতা রয়েছে তাদের এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে।


আজ এপর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এই কামনা রইল। মিথ্যা নিয়ে আপনার জীবনের অভিজ্ঞতা কমেন্টে চাইলে প্রকাশ করতে পারেন।


আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69500.15
ETH 3394.50
USDT 1.00
SBD 2.75